আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন। আল্লাহর রহমতে নিশ্চয়ই সুস্থ ও ভালো আছেন।

আজ আমি আপনাদের কে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ইউটিউব এপে সেইভ করা ভিডিও নষ্ট হয়ে গেলে বা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে তা ইন্টারনেট সংযোগ ছাড়াই ঠিক করতে পারবেন।

আমরা ইউটিউব ভিডিও দেখিনা এমন মানুষ হয়ত খুব কমই আছি। ইউটিউবে আমরা অনেক ভিডিও দেখি। কিছু ভিডিও ডাউনলোড করে রাখার প্রয়োজন পরে তাই বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করে থাকি। আবার কখনো ইউটিউব এপে সেইভ করে রাখি।


আপনারা সবাই হয়ত জানেন ইউটিউবে ডাউনলোড করে রাখা সংরক্ষিত ভিডিও গুলো মোবাইলে সরাসরি সেইভ হয় না।
ইউটিউব এপে থেকে যায়। এবং ৩০দিন পর তা নষ্ট বা মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়।
পুনরায় ডাউনলোড করতে হয় ও ইন্টারনেটের প্রয়োজন পরে।

তো আপনারা এই ছোট কাজটি করে ইন্টারনেট সংযোগ ছাড়াই ঠিক করতে পারবেন। তাহলে মূল পর্ব শুরু করা যাক।

প্রথমে আপনারা আপনাদের ইউটিউব এপটি অপেন করুন।


ইউটিউব এপ টি অপেন করার পর “Libray” নামক অপশনে চলে যান।



সেখান থেকে আপনারা ডাউনলোড অপশনে চলে যান।


আপনাদের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়া সেইভ ভিডিও থাকলে এরকম দেখতে পাবেন।


তারপর আপনারা আপনাদের মোবাইল এর সেটিংস থেকে “Date & time” অপশনে চলে যান।


তারপর “Automatic Date & Time” এর পাশে টিক অপশন টি উঠিয়ে দিন। আপনাদের ফোনে অন্যরকম থাকতে পারে।


তারপর “Set Date” সিলেক্ট করুন।


আপনারা দেখতে পাচ্ছেন এখন মে মাস।
ভিডিও ডাউন লোড হয়ে ছিল এপ্রিল মাসে তাই এপ্রিল মাস সেট করে দিবো।



এখন আপনাদের ইউটিউব ডাউনলোড ভিডিওতে চলে যান।দেখুন আপনাদের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়া ভিডিও সম্পূর্ণ ঠিক হয়ে গেছে।


এভাবে যত আগের ভিডিও হোক না কেনো আপনারা ঠিক করে ফেলতে পারবেন। শুধু ডাউনলোড কোন মাসে করেছিলেন তা মনে রাখতে হবে। তা আপনারা Youtube History থেকে দেখে নিতে পারবেন।

ভিডিও টি দেখে নিতে পারেন

সম্পূর্ণ পোস্ট টি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি ভালো লেগেছে।ভুলভ্রান্তি হলে ক্ষমার দৃষ্টিতে দেখেবন। আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আর আমাকে ভালোবেসে একটু পাশে থাকবেন এতটুকুই আপনাদের কাছে চাওয়া।
ধন্যাবাদ।

আমার ফেইসবুক আইডি

17 thoughts on "ইন্টারনেট সংযোগ ছাড়াই ইউটিউব এপের সেইভ ভিডিও রিকোভার করে ফেলুন। [[MAGIC]]"

    1. mdkamal Author Post Creator says:
      Thanks
  1. Gorge Contributor says:
    offline save kora video gulo kon folder e zoma hoi.
    1. Al Sayeed Author says:
      Android/data/com.google.android.youtube
      but video format a thake na. tai YouTube chara onno app diye dekha jabe na
  2. abirh104 Contributor says:
    ????? wow! osam trick bro
    1. mdkamal Author Post Creator says:
      Welcome
    1. mdkamal Author Post Creator says:
      Thanks vai
  3. Nobin Contributor says:
    আচ্ছা ভাইয়া আমার চ্যানেলের নাম Nobin 360 এখন আমি যদি সব ক্যাটাগরির ভিডিও আপ করি তাহলে কি মনিটাইজ পাবো??? যদি এক্টু বলতেন ভাইয়া!!
    1. mdkamal Author Post Creator says:
      এক ক্যাটাগরির হলে ভালো, তবে সব কিছু নিয়ে ভিডিও আপ করলে এক জায়গায় সামঞ্জস্যতা রাখেন।
      মনিটাইজেশন এর জন্য আপনার ভয়েস আর ফেইস কেম এড করেন ভিডিও তে তাহলে মনিটাইজেশন সমস্যা হবেনা
  4. Rahim Contributor says:
    Sundor post

Leave a Reply