Hello, TrickBD বাসীরা কেমন আছেন সবাই, আশা করি ভাল আছেন।
তো অবশ্যই টাইটেল দেখে বুঝে গেছেন আজকের পোষ্ট কি নিয়ে, তাই অযথা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল টপিকে
আজ আমি আপনাদের
লিনক
১. কোনো থার্ড পার্টি অ্যাপ ছাড়াই ভিডিও ডাউনলোড করুন:
ইউটিউবে থেকে ভিডিও ডাউনলোড করার জন্য আমরা বিভিন্ন রকমের অ্যাপ/ওয়েবসাইট ব্যবহার করি। কিন্তু ইউটিউব থেকেই সরাসরি ভিডিও ডাউনলোড করা যায়। কিভাবে?

মনে করুন একটি ভিডিওর URL হচ্ছে:

youtube.com/watch?v=kFIsoq63lwo

ভিডিওটি ডাউনলোড করতে URL এর আগে ss টাইপ করে এন্টার চাপুন। যদি অ্যাপ ব্যাবহার করেন শেয়ার ক্লিক করে লিংক কপি করে ব্রাউজার দিয়ে ওপেন করুন।

যেমন:

ssyoutube.com/watchv=kFIsoq63lwo

লিংকে প্রবেশ করলে MP3 এবং বিভিন্ন রেজোলিউশনে MP4 ভিডিও ডাউনলোড করার অপশন পাবেন। ফাইল সিলেক্ট করলে নতুন ট্যাবে ভিডিও ওপেন হবে। থ্রি ডট মেনুতে ক্লিক করে ডাউনলোড ক্লিক করুন।

২. Age রেস্ট্রিকশন বাইপাস:

সাইন ইন না করে Age Restricted ভিডিও দেখতে URL এর আগে genটাইপ করে এন্টার চাপুন। কিছুক্ষন অপেক্ষা করুন। ভিডিও প্লে শুরু হয়ে যাবে।

যেমন:

genyoutube.com/watch?v=kFIsoq63lwo

৩. ভিডিও লুপ:
ভিডিওর URL এ youtube এর পরে repeater টাইপ করে এন্টার চাপুন। নতুন ট্যাবে ভিডিও লুপ ওপেন হবে।

যেমন:

youtuberepeater.com/watch?v=kFIsoq63lwo

৪. ভিডিওর নির্দিষ্ট সময়ের লিংক শেয়ার:
ভিডিওর URL এর শেষে &t=YmXXs (Y এবং XX এর জায়গায় যথাক্রমে মিনিট এবং সেকেন্ড বসান) টাইপ করে লিংক শেয়ার করুন।

যেমন:

youtube.com/watch?v=kFIsoq63lwo&t=1m20s

লিংকটি ওপেন করলে ১ মিনিট ২০ সেকেন্ড থেকে ভিডিওটি প্লে হওয়া শুরু করবে।

৫. স্কিপ ইন্ট্রো লিংক শেয়ার:
ভিডিওর URL এর শেষে &start=x (x এর জায়গায় স্কিপ ডিউরেশন দিন) টাইপ করে লিংক শেয়ার করুন।

যেমন:

youtube.com/watch?v=kFIsoq63lwo&start=45

লিংকটি ওপেন করলে ভিডিওটি ৪৫ সেকেন্ড থেকে প্লে হওয়া শুরু করবে। মানে x এর জায়গায় যতো সেকেন্ড ভ্যালু দেয়া হবে ভিডিওর প্রথম থেকে তত সেকেন্ড স্কিপ করে ভিডিও প্লে হবে।

বিঃদ্রঃ ভ্যালু সেকেন্ডে দিতে হবে। যদি ২ মিনিট পর থেকে ভিডিও প্লে শুরু করতে চান, লিঙ্কের শেষে &start=180 লিখুন।

৬. যেকোনো ভিডিওর অরিজিনাল রেজোলিউশন থাম্বনেইল ডাউনলোড করুন:
img.youtube.com/vi/x/maxresdefault.jpg

উপরের লিঙ্ক কপি করে x এর জায়গায় ভিডিও আইডি বসিয়ে এন্টার চাপুন।

*ভিডিও আইডি: একটি ভিডিওর URL এ /watch?v= এর পরে যেই কোড থাকে সেটা ওই ভিডিওর আইডি।

youtube.com/watch?v=kFIsoq63lwo

ভিডিওটির আইডি: kFlsoq63lwo[/b]

উপরের ভিডিওটির থাম্বনেইল ডাউনলোড করতে নিচের লিংকে প্রবেশ করতে হবে:

img.youtube.com/vi/kFlsoq63lwo/maxresdefault.jpg

৭. ভিডিওকে এ GIF কনভার্ট করতে:
ভিডিওর URL এর আগে gif টাইপ করে এন্টার চাপুন।

যেমন:
gifyoutube.com/watch?v=kFIsoq63lwo

পোষ্টটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।
আজকের পোষ্টটা এই পর্যন্ত।

পোস্টটি ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলবেন না।

আমার ছোট একটা সাইটে একবার ঘুরে আসার জন্য আপনাদের আমন্ত্রণ করলাম

তাহলে সবাই ভালো থাকবেন, আর TrickBD.Com এর সাথে থাকবেন।ধন্যবাদ।

14 thoughts on "দেখে নিন কোনো থার্ড পার্টি অ্যাপ ছাড়াই ইউটিউব ভিডিও লিংক এডিট করে কি কি করা যায়!"

    1. Debashis Bishwas Author Post Creator says:
      Thank you..
    1. Debashis Bishwas Author Post Creator says:
      Thank you…
    1. Debashis Bishwas Author Post Creator says:
      Thank you
    1. Debashis Bishwas Author Post Creator says:
      Thank you.
  1. Abul++Basar+ Contributor says:
    Nice post ..
    Thank you so much …
    1. Debashis Bishwas Author Post Creator says:
      Thank you.
  2. Monnaf Contributor says:
    very helpful ?
    1. Debashis Bishwas Author Post Creator says:
      Thank you
  3. AJFahad Contributor says:
    Nice Post
  4. AJFahad Contributor says:
    VerY HelPFuL

Leave a Reply