আসসালামুয়ালাইকুম,

কেমন আছেন সবাই ? আজকের এই পোস্টটি তাদের জন্য যাদের ইউটিউব চ্যানেল আছে এবং তারা তাদের যে সাবস্ক্রাইবার সংখ্যা আছে সেটা গোপন করতে চায় । তবে এখানে আপনার মতামতটি গুরুত্বপূর্ন যে আপনার কি সত্যিই প্রয়োজন সাবস্ক্রাইব হাইড করা এ বিষয়টি কিন্তু লক্ষ্য রাখতে হবে যে আপনি আসলে কি হাইড করতে চান ? কিভাবে হাইট তা দেখাব আজকের এই পোস্টটে । সম্পূর্ণ পোস্টটি পড়ার অনুরোধ রইলো ।

এর জন্য আপনাকে চলে যেতে হবে আপনার ব্রাউজারে

গিয়ে এখানে লিখতে হবে studio.youtube.com লিখে সার্চ করবেন । ফাঁকা রাখা যাবে না ।

সার্চ করার পর এখানে আপনার চ্যানেলের ড্যাশবোর্ড ওপেন হবে । এখানে যদি আপনার চ্যানেল টি সাইন ইন করা না থাকে তাহলে এখানে সাইন ইন করে নেবেন ।

এখানে সেটিংস অপশনটি দেখতে পাবেন নিচের দিকে বামে সেটাতে ক্লিক করবেন ।

এরপর এখানে দুই নম্বর অপশনটি সিলেক্ট করবেন ।

সিলেক্ট করলে আপনার চ্যানেলের যেই সেটিংস গুলো আছে তার মধ্যে একটি অপশন পাবেন advanced নামে সেটাতে ক্লিক করবেন।

এখানে ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল করবেন সেখানে একটি অপশন ( subscriber count )দেখতে পারবেন এটা তে ক্লিক করে অফ করে দিতে হবে ।

এরপর এখানে সেভ এ ক্লিক করবেন ।

ক্লিক করলে এখন কেউ যদি আপনার চ্যানেলে প্রবেশ করে তাহলে সে আপনার সাবস্ক্রাইবার সংখ্যা কত সেটা দেখতে পারবে না ।

পোস্টটি বুঝতে কোন প্রকার অসুবিধা হলে ভিডিওটি দেখতে পারেন ভিডিওটি দেখার জন্য ক্লিক করুন এখানে

আমার চ্যানেলে পাবেন আপনি এরকম অনেক টিউটোরিয়াল এবং মোবাইল রিলেটেড বিভিন্ন প্রকার টিপস-এন্ড-ট্রিকস তো আপনি চাইলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন আমার চ্যানেল ঘুরে আসতে ক্লিক করুন এখানে

আমার আরো পোস্ট দেখতে পারেন এখান থেকে

3 thoughts on "ইউটিউব চ্যানেল এর সাবস্ক্রাইব সংখ্যা হাইড করুন খুব সহজে । 2021"

    1. BD TECH Author Post Creator says:
      Welcome

Leave a Reply