আসসালামু আলাইকুম।

ইউটিউব ভিডিও ট্যাগ কিভাবে বের করবেন এক ক্লিকেই।

নোট: ট্রিকবিডিতে বেশ কয়েকটি মেথড দেখলাম ইউটিউব ভিডিও ট্যাগ বের করার, যেগুলো আমার কাছে খুব কমপ্লিকেটেড লাগলো। আমি এটি অনেকদিন ধরে ইউস করি, তাই আপনাদের মাঝে শেয়ার করলাম।

প্রথমে Play Store এ গিয়ে Tag You লিখে সার্চ দিন। এরপর নিচের এপটি ডাউনলোড করে ওপেন করুন।

ওপেন করার পর Get Tags From Url এ ক্লিক করুন।

এরপর আপনার ভিডিও লিংকটি পেস্ট করুন এখানে।

এরপর ভিডিওতে দেওয়া ট্যাগগুলো দেখতে পাবেন।



কপি করার জন্য উপরের দেখানো জায়গায় ক্লিক করুন।

এছাড়াও ভিডিও Rank করার জন্য এপটিতে আরো অনেক ফিচার আছে। এপটি ব্যবহার করলেই বুঝতে পারবেন।

5 thoughts on "আপনার পছন্দের ইউটিউব ভিডিওর ট্যাগ বের করুন এক ক্লিকেই।"

  1. Mushfiq Taief Contributor says:
    Thumbsave.com e gelei dekha jay ? app download korar ki dorkar
    1. Astar TECH Author Post Creator says:
      It’s easy & simple
  2. Aubdulla Al Muhit Contributor says:
    অনেক সাইট থেকে বের করা যায় । এপ ডাউনলোড না করলেও চলে । তবে এটা অনেক ভালোই লাগল । ধন্যবাদ । আরও ভালো আটিকেল উপহার দিবেন আশা করছি ।
    1. Astar TECH Author Post Creator says:
      Wlc
  3. Tanjid Contributor says:
    Youtube video viral korar kono technique ache ki?

Leave a Reply