আসসালামু আলাইকুম।
আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।

আমরা সবাই ইউটিউব ব্যবহার করি। আমাদের মাঝে অনেকে আছে যারা ইউটিউবে ভিডিও আপলোড করছেন কিন্তু ভিডিও র‍্যাংকিং করাতে পারছেন না৷

আসলে ইউটিউব ভিডিও র‍্যাংকিং করার জন্য আপনাকে ইউটিউব ভিডিও এসইও করতে হবে। অনেকে আবার Seo কি এটাই বুঝতে পারেন না৷ Seo হলো Search Engine Optimization

আপনার ইউটিউব ভিডিও এসইও করার মাধ্যমে সার্চ ইঞ্জিনে র‍্যাংক করাতে হবে।
আর র‍্যাংক করাতে পারলেই যখন কেউ আপনার ইউটিউব ভিডিও এর কিওয়ার্ড লিখে সার্চ করবে তখন আপনার ভিডিও তার কাছে সবার আগে দেখাবে।

এতে করে আপনি সার্চ ইঞ্জিনের ব্যবহার করে ভিডিওতে ভিউ আনতে পারবেন এবং ভিডিও ভাইরাল করতে পারবেন।
ইউটিউব ভিডিও ভাইরাল করার জন্য সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অনেক গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে।

আজকে আমি এই আর্টিকেলে ইউটিউব ভিডিও ডেস্ক্রিপশনের সাহায্যে এসইও করা নিয়ে আলোচনা করব। এই আর্টিকেল পড়ে আপনি ভিডিও এসইও করা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন ইনশাআল্লাহ।

১. ডেস্ক্রিপশনের মাধ্যমে এসইও করা

আপনি আপনার ইউটিউব ভিডিও ডেস্ক্রিপশনের মাধ্যমে এসইও করতে পারেন।
ইউটিউব ভিডিও র‍্যাংকিং করার জন্য ডেস্ক্রিপশন অনেক গুরুত্বপূর্ণ।

আপনি ডেস্ক্রিপশন ভালো করে দিতে পারলে আপনার ভিডিও আপনা আপনি র‍্যাংক করবে এবং ভাইরাল হবে।

আমাদের মধ্যে অনেকে আছে যারা ডেস্ক্রিপশনে ২ থেকে ৩ লাইন লিখে আর কিছু লিখি না। এটা ঠিক নয়। আপনাকে সবকিছু বিস্তারিত ভাবে লিখতে হবে।

২. ডেস্ক্রিপশন বড় করুন

ইউটিউব ভিডিও ডেস্ক্রিপশনে আপনি ৫০০০ শব্দ ব্যবহার করে লিখতে পারবেন। আর আমরা সেখানে কয়টি লাইন লিখে বসে থাকি। এই জন্য আমাদের ভিডিও র‍্যাংকিং করে না।

আমাদের ইউটিউব ভিডিও এর ডেস্ক্রিপশন অনেক বড় করতে হবে। ডেস্ক্রিপশনে ভিডিও রিলেটেড অনেক কিছু লিখতে হবে।
বড় ডেস্ক্রিপশন ইউটিউব ভিডিও র‍্যাংক করতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে।

৩. ডেস্ক্রিপশনে কিওয়ার্ড ব্যবহার করা।

আপনি যখন ইউটিউব ভিডিও এর ডেস্ক্রিপশন লিখবেন তখন আপনাকে ভিডিও এর কিওয়ার্ড ডেস্ক্রিপশন বক্সে রাখতে হবে।

১০০০ শব্দের ডেস্ক্রিপশন দিলে সেখানে ২০ থেকে ২৫ টি কিওয়ার্ড ব্যবহার করতে হবে। কারণ কেউ যখন কিওয়ার্ড লিখে সার্চ করবে তখন আপনার ভিত্তি র‍্যাংক করবে।

৪. অন্য ভিডিও লিংক করুন।

আপনার ইউটিউব চ্যানেল এর ভিডিও এর লিংক আপনার ডেস্ক্রিপশন বক্সে ব্যবহার করুন। লিংক দেওয়া আগে অবশ্যই ভিডিও এর টাইটেল লেখে তারপর লিংক দিবেন।

এতে করে মানুষ আপনার ডেস্ক্রিপশন চেক করে ভালো ভিডিও লিংক পেলে সেই ভিডিও দেখবে এতে আপনার ভিডিও ভিউ বৃদ্ধি পাবে।

তাই ইউটিউব ভিডিও এর ডেস্ক্রিপশনে ২ থেকে ৩টি ভিডিও লিংক যুক্ত করুন।

৫. Tag Add করুন।

ইউটিউব ভিডিও ডেস্ক্রিপশন এর সাহায্য SEO করার জন্য Tag add করা অনেক গুরুত্বপূর্ণ।
আপনার ইউটিউব ভিডিও ডেস্ক্রিপশনে সবার শেষে Tag এডড করতে পারেন।

Tag add করলে আপনার ভিডিও র‍্যাংক করবে। কেউ ট্যাগ লিখে সার্চ করলে আপনার ভিডিও সার্চ লিস্টে চলে আসবে। তাই ডেস্ক্রিপশনের নিচে পর্যাপ্ত পরিমাণে ট্যাগ ব্যবহার করুন।

৬. Hashtag ব্যবহার করুন।

আপনার প্রত্যেকটি ভিডিওতে Hashtag ব্যবহার করুন। এমন HashTag ব্যবহার করবেন যেটা আগে কেউ ব্যবহার করেনি। এটা হতে হবে ইউনিক।

আপনি Hashtag হিসেবে আপনার চ্যানেলের নাম দিতে পারেন।

প্রতি ভিডিওতে আপনার চ্যানেলের নাম দিয়ে HashTag ব্যবহার করলে আপনার চ্যানেলের নাম লিখে কেউ সার্চ করলে আপনার চ্যানেল সবার আগে চলে আসবে এবং ভিডিও গুলোও চলে আসবে।

তাই আপনার চ্যানেল এবং ভিডিও র‍্যাংকিং করার জন্য Hashtag ব্যবহার করা অনেক গুরুত্বপূর্ণ।

সর্বশেষ কথা

আমি এই আর্টিকেলে ইউটিউব ভিডিও ডেস্ক্রিপশন এর সাহায্য SEO করা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন।

ইউটিউব ভিডিও এসইও করার জন্য ডেস্ক্রিপশনে এই কাজ গুলো করলে আপনার ইউটিউব ভিডিও অনেক তারাতাড়ি র‍্যাংক করবে এবং প্রচুর ভিউ আনতে পারবেন।

আমি আসা করি আপনারা এই আর্টিকেল থেকে উপকৃত হবেন।

ভালো থাকুন,নিজের ও পরিবারের খেয়াল রাখুন।
ধন্যবাদ।

22 thoughts on "ইউটিউব ভিডিও SEO করুন ডেস্ক্রিপশন এর মাধ্যমে"

  1. Xein Ahmed Author says:
    Post ti Kajer chilo! I’ve recently working on my channel, will try to follow this post?
    1. Sami Contributor Post Creator says:
      Thanks Bro.
      Go Ahead.
      My Allah Bless You ☺
  2. MD Musabbir Kabir Ovi Author says:
    Thanks for your advice ? now I go to my YouTube for SEO
  3. Sami Contributor Post Creator says:
    মহান আল্লাহ আপনার সপ্ন পুরন করূক আমিন।
  4. MD FAYSAL Contributor says:
    আরে বিস্তারিত বলা উচিত ছিলো তবুও যেটুকু লিখেছেন ধন্যবাদ।Seo Full paid Course Free te chai ?
    1. Sami Contributor Post Creator says:
      আপনা কেউ ধন্যবাদ।
      Seo Full paid Course Free ta Dauar Chasta Korbo
  5. MD FAYSAL Contributor says:
    আরে বিস্তারিত বলা উচিত ছিলো তবুও যেটুকু লিখেছেন ধন্যবাদ।Seo Full paid Course Free te chai ?
  6. Rakib Author says:
    হেল্পফুল
    1. Sami Contributor Post Creator says:
      Thanks Bro
  7. Shakib Expert Author says:
    SEO word kotha theke generate korbo oi gulao mention kore dile vhalo hoto nah?
    1. Sami Contributor Post Creator says:
      Ji
  8. Jalal0063 Contributor says:
    এক ওয়াইফাইয়ের আন্ডারে ২ টা চ্যানেল থাকলে সমস্যা?
    1. Rakib Author says:
      Fb te somosaa..yt te na maybe
    2. Sami Contributor Post Creator says:
      নাহ কোন সমস্যা নেই
  9. Jalal0063 Contributor says:
    ইউটুবে নতুন ইউনিক কনটেন্ট পাওযার উপায় কি?
    1. Sami Contributor Post Creator says:
      আপনার যা ভালো লাগে এমন কিছু নিয়ে কনটেন্ট বানান।
  10. Sami Contributor Post Creator says:
    আপনাদের কোন টিপ্স ট্রিক লাগলে আমাকে বলবেন আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ
    1. Rakib Author says:
      Accha
    2. Onantho777 Contributor says:
      Youtub Short video viral করার কোনো Trick জানা আছে কি???
  11. Sami Contributor Post Creator says:
    Na vai apatoto ai trick jana nai
  12. Nurnabi909 Contributor says:
    ভালো লাগলো পোস্টটি
    1. Sami Contributor Post Creator says:
      ধন্যবাদ

Leave a Reply