আমরা প্রতিদিনি YouTube এ ভিডিও দেখে থাকি। তবে, অনেক সময়েই আমাদের ভিডিও ডাউনলোড করার প্রয়োজন হয়।Youtube অ্যাপ এ ডাউনলোড অপশন থাকলেও ভিডিওটি আমরা mp4 ফরমেট এ পাই না।আমরা অনেক অ্যাপ use করে কিংবা অনেক ওয়েবসাইট use করে ভিডিও ডাউনলোড করে থাকি।তবে আজকে আমি দেখাবো নতুন একটি মেথড।এই মেথডে আপনি MP4 এবং MP3 দুটই ডাউনলোড করতে পারবেন। এটা use করলে মোবাইল user এর থেকে pc user বেশি উপকৃত হবেন।

যেভাবে ডাউনলোড করবেন:

-প্রথমে ভিডিও লিংকটি ব্রাউজারে ওপেন করতে হবে

 

-এবার Address Bar এ ক্লিক করে লিংকটি Edit করতে হবে

-এখন লিংক এর youtube লিখাটি থেকে “ube” রিমুভ করতে হবে।

-এখন লিংকটি ওপেন করতে হবে

-এখানে আপনি চাইলে ভিডিও টির অডিও ডাউনলোড করতে পারবেন।ভিডিও ডাউনলোড করতে হলে MP4 এ ক্লিক করুন

-এখন Quality Select করে “Format shift to MP4” এ ক্লিক করতে হবে।

তাহলেই ডাউনলোড হয়ে যাবে ভিডিওটি

যেহেতু এখানে লিংকটি ব্রাউজার এ ওপেন করতে হবে আর PC তে Youtube ব্রাউজার দিয়েই দেখা হয় তাই Mobile user এর থেকে Pc user বেশি উপকৃত হবেন এটি use করে।

 

 

 

15 thoughts on "নতুন ট্রিকে Youtube থেকে ডাউনলোড করুন ভিডিও"

  1. mrfarhanisrak Levi Author says:
    ডাউনলোড করার জন্য আলাদা করে ব্রাউজার ওপেন করতে হবে।তার চেয়ে বরং ভিডমেট কিংবা অন্য অ্যাপস ব্যবহার করাই ভালো।
    1. Avatar photo Zubayer Ahmed Author Post Creator says:
      কিন্তু আমি এখানে বলেছি ট্রিকটি পিসি ইউজারদের জন্য ভালো হবে
    2. mrfarhanisrak Levi Author says:
      ওকে।
  2. Avatar photo Nirob Sagor Author says:
    পিসি ইউজারদের জন্য ঠিক আছে।
  3. Avatar photo M.rana Contributor says:
    Nice for pc
  4. Avatar photo Ridoy6979 Contributor says:
    Valoi tobe…jei lau sei kodui hoilo
  5. Avatar photo Rubel Contributor says:
    720p+1080p download korte hle pro hote hobe, mane sub fee 🙁
  6. Avatar photo MD Musabbir Kabir Ovi Author says:
    জানা ছিলো
  7. Avatar photo D3* Contributor says:
    এইগুলা তো অনেক আগের ট্রিক্স ,
    সব থেকে সহজ এই পদ্ধতিতে YouTube এর আগে ss বসিয়ে দেওয়া
    Ex- ssyoutube.com/xyz
  8. Avatar photo Nishat Contributor says:
    Free te high quality 1080p / 4k download korar kisu share koren PC user der jonno
    1. Ifty1122 Contributor says:
      use idm
  9. Avatar photo MD Shakib Hasan Author says:
    এখানে কোয়ালিটি কম দেখায়। আরো অন্য সাইট আছে যেখান থেকে মোবাইল এবং পিসি দুইটাই দিয়ে ইউটিউব ভিডিও ডাউনলোড করা যায় এবং বিভিন্ন কোয়ালিটি থাকে।
  10. Avatar photo Majedul Sonju Contributor says:
    uc mini দিয়ে ডাউনলোড হয় না
  11. Avatar photo TAHER Author says:
    Snaptube is best always

Leave a Reply