টেলিগ্রাম বট দিয়ে, ইউটিউব ভিডিও ডাউনলোড, Create Telegram bot download youtube Video

ট্রিক বিডি সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব যে কিভাবে আমরা টেলিগ্রাম Bot এর মাধ্যমে ইউটিউব ভিডিও ডাউনলোডার তৈরি করতে পারব।

অনেক ক্ষেত্রে দেখা যায় ইউটিউব ভিডিও ডাউনলোডের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করে থাকি, যেগুলো এডস বিরক্তি কর এবং অনেকের ফোনে হ্যাং করে।

কিন্তু আমরা চাইলে নিজেরাই টেলিগ্রাম Bot তৈরি করে youtube এর সকল ভিডিও অডিও এমনকি ইউটিউব স্টোরি ভিডিও অডিও Download করতে পারবো।

তো চলুন আজকের টপিক শুরু করা যাক।

 

প্রথমে আপনারা টেলিগ্রাম অ্যাপ ওপেন করবেন তারপর সার্চ করবেন এট দা রেট অফ বট ফাদার @botFather

এই বুটটি ওপেন করার পর তারপর নিচের ছবির মত রিস্টার্ট অপশন দেখতে পারবেন এখানে ক্লিক করবেন।

এখানে আপনারা রিস্টার্টে ক্লিক করার পর তারপর নিচের ছবির মত কিছু অপশন দেখতে পারবেন।

 

এখন আপনারা উপরে দেখানো পিকটার মতন করে যে লাল তীর চিহ্ন দিয়ে দেখানো হয়েছে, সেখানে মেনু অপশন পাবেন মেনু অপশনে ক্লিক করবেন,

মেনু অপশনে ক্লিক করার পর আপনারা সবুজ তিরচিন্হ দেওয়া অপশনটি দেখতে পারবেন।  এখানে  ক্রিয়েট এ নিউ Bot, আপনারা এই অপশনে ক্লিক করবেন এরপর

 

আপনাদের সামনে আপনাদের তৈরিকৃত ভোটের নাম চাওয়া হবে সেখানে আপনারা আপনাদের বোটের নামটা দিয়ে দেবেন।

 

এটি আপনি আপনার পছন্দমত নাম দিতে পারেন, আমি দেখানোর জন্য এখানে নাম দিলাম youtube ভিডিও Downloader. এবং আপনার বটের নাম লেখার পর সেটি সেন্ড করবেন।

এরপর আপনাদের কাছে আপনার তৈরি কৃত ভোটের ইউজার নাম চাওয়া হবে।

 

ইউহজার নাম লেখার সময়, apnerBotArnam_bot

(এখানে আপনার বটের নাম) এই জায়গায় আপনি আপনার পছন্দের একটি নাম দেবেন.

তারপর আন্দাজ লিখে পাঠিয়ে দেবেন এরপর আপনার টেলিগ্রাম ইউটিউব ভিডিও ডাউনলোডার Bot সম্পূর্ণভাবে তৈরি,

 

 

এখন মেসেজ অপশনে লিখবেন, @ytsdownbot clone (এখানে এপিআই টোকেন দিবেন)

 

যেমনটা আপনারা আমার ছবিতে দেখতে পারছেন যে আমি প্রথমে বটের টোকেন টা কপি করে নিয়েছি। এবং তারপর সেই নামের সাথে টোকেনটা যুক্ত করে দিয়েছি, এরপর আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন তারপর অটোমেটিক আপনার ভোট তৈরি হয়ে যাবে।

এবং এরপর আপনারা যে নাম দিয়ে টেলিগ্রাম বট তৈরি করেছিলেন সেই নামটি দেখতে পারবেন তারপর সেটার ওপর ক্লিক করবেন এবং আপনার টেলিগ্রাম Bot ওপেন হবে

 

এরপর এখানে স্টার্ট অপশনে ক্লিক করবেন, তারপর আপনার বট সম্পূর্ণভাবে তৈরি। এখন আপনারা ইউটিউবের যে ভিডিও বা অডিও বা স্টোরি ডাউনলোড করতে চান।

সেই ভিডিও লিংক কপি করে মেসেজ অপশনে টাইপ করে সেটি সেন্ড করে দিবেন।

সেন্ড করার পর আপনারা নিচের মত অনেকগুলো অপশন দেখতে পারবেন

 

এখান থেকে আপনারা আপনাদের পছন্দের মত যে কোন সাইজের ভিডিও অডিও ডাউনলোড করতে পারবেন।

সবাই ভাল থাকবেন ট্রিকবিডির সাথে থাকবেন,

 

~আল্লাহ হাফেজ।

 

11 thoughts on "টেলিগ্রাম বট দিয়ে, ইউটিউব ভিডিও ডাউনলোড, Create Telegram bot download youtube Video"

  1. Asif Contributor says:
    ডাউনলোড স্পীড কেমন থাকে ভাই ?
    1. Shofikul Islam Author Post Creator says:
      আমার মতে,,এর থেকে ফাস্ট স্পীড এখনো কোন আ্যাপস বা, কোনো ওয়েবসাইটেও পাবেন না। ওপেরামেনুতে আরোওও বেশি ফাস্ট
    2. Asif Contributor says:
      আচ্ছা ট্রাই করে কমেন্টে জানাবো
  2. MD Musabbir Kabir Ovi Author says:
    সত্যি প্রশংসনীয়
    1. Shofikul Islam Author Post Creator says:
      Thank you bro❤️‍?
    2. MD Musabbir Kabir Ovi Author says:
      You are wellcome
  3. MD Hasan Xhmed Contributor says:
    ভালো।
  4. Shofikul Islam Author Post Creator says:
    ❤️‍?
  5. mrajumolla Contributor says:
    ডাউনলোড করার সময় Flood Detected লেখা আসে। ডাউনলোড হয়না।
  6. Ridoy6979 Contributor says:
    কি পোস্ট দেন ভাই একদিনের বেশি কাজ করে না

Leave a Reply