কম্পিউটার কি বোর্ড এর উপরের দিকের F1
থেকে F12 পর্যন্ত এই বাটন গুলোর
প্রত্যেকের রয়েছে আলাদা আলাদা এবং
গুরুত্তপূর্ণ ব্যবহার। বিশেষ করে মাউস এর
বিকল্প হিসেবে এদের ব্যবহার করা যায়।
চলুন দেখে নিই কি গুলোর প্রয়োগঃ


F1 : সাহায্যকারী কি হিসেবেই ব্যবহিত হয়।
যখন F1 কি চাপা হয় তখন প্রত্যেক
প্রোগ্রামেরই হেল্প পেইজ চলে আসে।
F2 : ধারণত কোনো ফাইল বা ফোল্ডার
Rename করার জন্য ব্যবহার হয়। Alt+Ctrl +F2
চেপে মাইক্রোসফট ওয়ার্ডের নতুন ডকুমেন্ট
খোলা যায় । Ctrl+F2 চেপে মাইক্রোসফট
ওয়ার্ডের প্রিন্ট প্রিভিউ দেখা হয়।
F3 : কি চাপলে মাইক্রোসফট উইন্ডোজসহ
অনেক প্রোগ্রামের সার্চ অপশন চালু হয়।Shift
+F3 চেপে মাইক্রোসফট ওয়ার্ডের লেখা বড়
হাতের থেকে ছোট হাতের বা প্রত্যেক
শব্দের প্রথম অক্ষর বড় হাতের বর্ণ দিয়ে শুরু
ইত্যাদি কাজ করা হয়।
F4 : চেপে মাইক্রোসফট ওয়ার্ডের last action
performed Repeat করা যায়। Alt +F4 চেপে
সক্রিয় সব প্রোগ্রাম বন্ধ করা হয়। Ctrl+F4
চেপে সক্রিয় সব উইন্ডো বন্ধ করা হয়।
F5 : চেপে মাইক্রোসফট উইন্ডোজ, ইন্টারনেট
ব্রাউজার ইত্যাদি Refresh করা হয়। পাওয়ার
পয়েন্টের স্লাইড শো আরম্ভ করা হয়। এবং
মাইক্রোসফট ওয়ার্ডের find, replace, go to
উইন্ডো খোলা হয়।
F6 : চেপে মাউসের কার্সরকে ইন্টারনেট
ব্রাউজারের অ্যাড্রেসবারে নিয়ে যাওয়া
হয়। Ctrl+Shift+F6 চেপে মাইক্রোসফট ওয়ার্ড
ডকুমেন্টে খোলা অন্য ডকুমেন্টটি সক্রিয়
করা হয়।
F7 : চেপে মাইক্রোসফট ওয়ার্ডে লেখা
বানান ও গ্রামার ঠিক করা হয় এবং মজিলা
ফায়ারফক্সের Creat browsing চালু করা হয়।
Shift+F7 চেপে মাইক্রোসফট ওয়ার্ডে কোনো
নির্বাচিত শব্দের প্রতিশব্দ, বিপরীত শব্দ,
শব্দের ধরন ইত্যাদি জানার ডিকশনারি চালু
করা হয়।
F8 : কি টি অপারেটিং সিস্টেম চালু হওয়ার
সময় কাজে লাগে। সাধারণত উইন্ডোজ Safe
Mode-এ চালু করার জন্য এই কি টি চাপতে হয়।
F9 : কি চেপে Quark 5.0 এর মেজারমেন্ট
টুলবার ওপেন করা হয়।
F10 :কি চেপে ইন্টারনেট ব্রাউজার বা
কোনো খোলা উইন্ডোর মেনুবার নির্বাচন
করা হয়।Shift+F10 চেপে কোনো নির্বাচিত
লেখা বা লিংক বা ছবির ওপর মাউস রেখে
ডান বাটনে ক্লিক করার কাজ করা হয়।
F11 : চেপে ইন্টারনেট ব্রাউজারের ফুল-
স্ক্রিন মোড অন-অফ করা হয়।
F12 : চেপে মাইক্রোসফট ওয়ার্ডের Save as
উইন্ডো ওপেন করা হয়। Shift+F12 চেপে
মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট সেভ করা হয়।

আজ এ পর্যন্ত ট্রিকবিডির সাথেই থাকুন ।

নিত্য-নতুন টিপস যেকোনো ধরনের সাহায্য এবং সবধরনের পরীক্ষার সাজেশান পেতে TipsRain.Com এ আসবেন।

6 thoughts on "কম্পিউটার কি বোর্ড এর F1 থেকে F12 পর্যন্ত বাটন গুলোর গুরুত্তপূর্ণ ব্যবহার জেনে নিন।"

  1. MD SHAWAL Author says:
    onek onek donnobad onek kiso shiklam…and try o korlam….abaro donnobad
    1. Riyad Author Post Creator says:
      tnx…
    1. Riyad Author Post Creator says:
      welcome..
  2. khalid hasan tuhin Contributor says:
    help Korean plz restrict background data on korle ki hoy..settings e giye data use e giye option icon e giye restrict background data on korle ki hoy plz help me
    1. Riyad Author Post Creator says:
      wait bro ay bishoye tune korbo

Leave a Reply