আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন? আশা করি ভাল আছেন।

আমাদের কম বেশি সবারই পিসি বা ল্যাপটপ আছে।

সবাই চাই পিসি ফাস্ট থাকুক, এর কাজের গতি আরো দ্রুত হোক। আর এজন্যই আজকের টিউন।

চলুন তাহলে নিজেই তৈরি করি এক ক্লিকে সব ড্রাইভ রিফ্রেশ করার সফটওয়্যার।

এর জন্য কোন প্রোগ্রামিং জানার প্রয়োজন নেই, কপি পেস্ট জানলেই চলবে।
আর একটা কথা, কোন বাড়তি সফটওয়্যার লাগবে না।

কেউ আগে থেকে জেনে থাকলে আমার কিছুই করার নেই।

কাজের ধাপঃ

Start মেনু থেকে Notepad ওপেন করুন।

** নিচের কোড পেস্ট করুন।

Echo off
c:
tree
d:
tree
e:
tree
f:
tree

** এভাবে আপনার পিসির সব ড্রাইভ এর লেটার লিখুন আর তার সাথে tree যোগ করুন ।

** Ctrl + s চাপুন যেকোন নাম দিন আর শেষে অবশ্যই .bat লিখুন।

** এবার সেভ করে ফাইলটার উপর ডাবল ক্লিক করে দেখুন কাজ করে কি না।।।

প্রয়োজনে কমেন্ট অথবা ফেসবুকে যোগাযোগ করুন।

My Facebook Profile

One thought on "কোন প্রোগ্রামিং জ্ঞান ছাড়াই নিজেই তৈরি করুন এক ক্লিকে পিসির সব ড্রাইভ রিফ্রেশ করার সফটওয়্যার বা Tree । by SR Suzon"

  1. Shafiq Jr Author says:
    ভাইয়া হেল্প হেল্প হেল্প,,,,
    *778*18# এয়ারটেলের এই একাউন্ট এর এম্বির মেয়াদ কিভাবে বাড়াব প্লিজ জানাবেন।

Leave a Reply