আপনি প্রায়ই সময়ে লক্ষ্য করে দেখবেন যে, আপনার
কম্পিউটার রির্স্টাট অথবা র্সাট ডাউন করার সময়ে
“প্রোগ্রামস্ স্টিল নিড টু ক্লোজ” শিরোনামে একটি
বার্তা আপনার স্ক্রীনে প্রদর্শিত হচ্ছে। আপনি বার্তাটি
থেকে “র্ফোস ‍র্সাট ডাউন ” বাটনে ক্লিক করার পর
আপনার কম্পিউটার রির্স্টাট অথবা র্সাট ডাউন হয় আর
যদি এটা না করেন সেক্ষেত্রে উইন্ডোজের এই বার্তাটি
সয়ংক্রিয়ভাবে বন্ধ করে খানিকটা সময় নেয়। যদিও এটা
তেমন কোন সমস্যা নয়। তবে আপনি যদি চান যে, এই
বার্তাটি যেন আপনার কম্পিউটার রির্স্টাট অথবা র্সাট
ডাউন করার সময়ে স্ক্রীনে প্রদর্শিত না হোক তাহলে
নিচের পদ্ধতিগুলো অনসরন করতে পারেন।বার্তাটি বন্ধ করার উপায়:প্রথম ধাপ: কম্পিউটারের র্স্টাট বাটনে ক্লিক করে রান
অপশন চালু করুন। তারপর রান ডায়লগবক্সের মধ্যে গ্রুপ

পলিসি এডিটর (Group Policy Editor) চালু করার জন্য
gpedit.msc টাইপ করে ওকে বাটনে ক্লিক করুন।দ্বিতীয় ধাপ: গ্রুপ পলিসি এডিটর চালু হলে সেখান থেকে
প্রথমে Local Computer Policy সিলেক্ট করুন। তারপর
Administrative Templates ক্লিক করে System সিলেক্ট করুন।তৃতীয় ধাপ: System সিলেক্ট থাকা অবস্থায় ডানপাশের
প্যানেল থেকে Shutdown Option খুঁজে বের করুন। এবার
Shutdown Option এ ডাবল ক্লিক করুন। তারপর “Turn off
automatic termination of applications that block or cancel
shutdown” সেটিং এডিট করার জন্য ডাবল ক্লিক করুন।
শেষ ধাপ: এবার Enabled সেটিং রেডিও বাটন নির্ধারন
করে নিচের অ্যাপ্লাই এবং ওকে বাটন ক্লিক করুন।
আপনার কম্পিউটারটি এখন রির্স্টাট দিবেন।

Group Policy Editor এর এই সেটিং পর্রিবতনের ফলে এখন
থেকে আপনার কম্পিউটার রির্স্টাট অথবা র্সাট ডাউন
করার সময়ে “প্রোগ্রামস্ স্টিল নিড টু ক্লোজ”
শিরোনামে বার্তাটি আর স্ক্রীনে প্রদর্শিত হবে না।

কেন এই বার্তাটি আসে:

যদি আপনার কম্পিউটারে আপনি কোন প্রোগ্রাম চালু
থাকা অবস্থায় রির্স্টাট অথবা র্সাট ডাউন ভুলে করে
ফেলেন তখনই উইন্ডোজ আপনার চালু থাকা প্রোগ্রামের
কারণেই এই বার্তাটি দিবে।

নিয়মিত আমার টিউন পেতে TrickBD এর সাথে থাকুন।

যেকোনো ধরনের Website বানাতে বা সাহায্যর জন্য যোগাযোগ করতে পারেন

01758143289

10 thoughts on "উইন্ডোজ-৭/৮/১০: Programs still need to close বার্তাটি বন্ধ করে নিন"

  1. Mamun Foysal Contributor says:
    “রানা” ভাই আমি ৪ টা পোস্ট
    করচি প্লিজ ভাই পোস্ট গুলা
    দেখেন ভাই প্লিজ।। পারলে
    পাব্লিশট কইরেন,,,
  2. Mamun Foysal Contributor says:
    Admin Rana vai plz amar post gola dekhen ar amat tuner banan valo valo post korbo plz vai,,,,
  3. Dx Ratul Contributor Post Creator says:
    plz Contact

    fb.com/rejarox

  4. sumit Contributor says:
    vai amar set a gmail login kora jache na.
    login korte gele cnaction chak dekhai..
    phone rest o disi kaj hoi na
  5. Reja BD Author says:
    সুন্দর পোষ্ট ভাই।
    1. Dx Ratul Contributor Post Creator says:
      ধন্যবাদ ভাইয়া।
    2. SaikaT Contributor says:
      Reja vai robi er moto free net ki r pabo na?
  6. RakibZohan Contributor says:
    অনের সুন্দর পোষ্ট
    1. Dx Ratul Contributor Post Creator says:
      ধন্যবাদ ভাইয়া

Leave a Reply