”বিজ্ঞানকে অস্পষ্ট ভাবে বুঝলে সে হবে নাস্তিক আর স্পষ্ট বুঝলে সে স্রষ্টাকে খুঁজে পাবে। ” ———— স্যার ফ্রান্সিস বেকন। অর্থাৎ কেউ যদি বিজ্ঞান নিয়ে বেশি জেনে নাস্তিক হয়, তাহলে বুঝতে হবে যে 'সে বিজ্ঞান বেশি পড়লেও বেশি বুঝতে পারেনি '। উপরন্তু কেউ যদি কম জেনেও স্রষ্টাকে বিশ্বাস করে, তাহলে 'সে কম জেনেছে কিন্তু বেশি বুঝেছে'।