পরিবেশ দূষণ সংক্ষিপ্ত প্রশ্ন →→→

১। প্রশ্ন : বায়ু কিভাবে দূষিত হচ্ছে?

উত্তর : অপরিকল্পিতভাবে বাসগৃহ
নির্মাণ, শিল্প-কারখানা স্থাপন,
যানবাহন চালানো, ইটের ভাটায় ইট
পোড়ানো ইত্যাদি কারণে বায়ু
দূষিত হচ্ছে।

২। প্রশ্ন : বায়ুদূষণ মানুষের কিসের ওপর প্রভাব ফেলে?

উত্তর : বায়ুদূষণ মানুষের স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে।

৩। প্রশ্ন : গাড়ির হর্ন ও মাইকের আওয়াজ কোন দূষণ ঘটায়?

উত্তর : গাড়ির হর্ন ও মাইকের আওয়াজ শব্দদূষণ ঘটায়।

৪। প্রশ্ন : মানুষ পানিবাহিত বিভিন্ন রোগে কেন আক্রান্ত হয়?

উত্তর : দূষিত পানি ব্যবহারের ফলে মানুষ পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়।

৫। প্রশ্ন : পরিবেশ দূষণের উৎস কী?

উত্তর : যেসব কারণে পরিবেশের ক্ষতি হয় সেগুলো পরিবেশ দূষণের উৎস।
যেমন- বায়ুদূষণের উৎস শিল্প-
কারখানা, যানবাহন ইত্যাদি।
পানিদূষণের উৎস রাসায়নিক সার,
কীটনাশক ইত্যাদি। আর মাটিদূষণের
উৎস প্লাস্টিক, পলিথিন ইত্যাদি।

৬। প্রশ্ন : কিভাবে মাটিদূষণ হয়?

উত্তর :
ক. কৃষিক্ষেত্রে অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক প্রয়োগে।
খ. হাসপাতালের বর্জ্য, প্লাস্টিক, পলিথিন ইত্যাদি মাটিতে ফেলায়।

৭। প্রশ্ন : শব্দদূষণ কী?

উত্তর : হঠাৎ উচ্চ আওয়াজ, গোলমাল
বা বিভিন্ন উচ্চমাত্রার শব্দের
কারণে মানুষের মানসিক ও
শারীরিক সমস্যা সৃষ্টি হয়। শব্দের এ
আধিক্যই শব্দদূষণ নামে পরিচিত।

৮। পরিবেশদূষণ কী?

উত্তর : পরিবেশদূষণ : আমাদের
চারপাশের পরিবেশকে আমরা
নানাভাবে ব্যবহার করি। যার ফলে
পরিবেশে বিভিন্ন পরিবর্তন ঘটে।
এসব পরিবর্তন যখন আমাদের জন্য ক্ষতির
কারণ হয়, তখন তাকে পরিবেশদূষণ
বলে।

৯। পরিবেশ পরিবর্তনের মূল কারণ কী?

উত্তর : পরিবেশের বিভিন্ন উপাদানের নানামুখী ব্যবহারই
পরিবেশ পরিবর্তনের মূল কারণ।

১০। শব্দদূষণ কাকে বলে?

উত্তর : শব্দদূষণ : আওয়াজ, গোলমাল,
বিভিন্ন শব্দ যখন মানুষের মানসিক ও শারীরিক সমস্যা
সৃষ্টি করে তখন তাকে শব্দদূষণ বলে।

১১। জনসংখ্যা বৃদ্ধির ফলে কোনটি দূষিত হয়?

উত্তর : জনসংখ্যা বৃদ্ধির ফলে বায়ু, মাটি, পানি দূষিত হয়।

১২। দূষিত পানি কাকে বলে?

উত্তর : পানিতে ক্ষতিকর কিছু মিশে
থাকলে সে পানিকে দূষিত পানি বলে।

১৩। পরিবেশ দূষণের দুটি কারণ লেখো।

উত্তর : পরিবেশ দূষণের দুটি কারণ হলো-

ক. কল-কারখানার কালো ধোঁয়া
খ. কৃষিক্ষেত্রে অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার।

কাঠামোবদ্ধ প্রশ্নোত্তর→→

১। বায়ুদূষণের উল্লেখযোগ্য ৫টি কারণ লেখো।

উত্তর : বায়ুদূষণের উল্লেখযোগ্য ৫টি কারণ নিম্নরূপ
ক. ইটের ভাটা, কল- কারখানা, বাস,
রেলগাড়ি, টেম্পো, বেবিট্যাক্সি
প্রভৃতি থেকে নির্গত কালো ধোঁয়া।

খ. বায়ুতে কার্বন ডাই-অক্সাইড বেড়ে গেলে বায়ু দূষিত হয়।

গ. বিড়ি-সিগারেটের নির্গত ধোঁয়া বায়ু দূষিত করে।

ঘ. যেখানে-সেখানে ময়লা- আবর্জনা ফেললে, প্রস্রাব- পায়খানা
করলে বায়ু দূষিত হয়।

ঙ. রাস্তাঘাট, ঘরবাড়ি বানানোর সময় ছোট ছোট ধূলিকণা বায়ুতে মিশে বায়ুকে দূষিত করে।

২। শব্দদূষণ রোধে কী কী পদক্ষেপ নেওয়া উচিত- সংক্ষেপে লেখো।

উত্তর :
i. উচ্চ শব্দে মাইক বাজানো থেকে নিজে বিরত থাকার এবং
অন্যকেও এটি বন্ধ করার জন্য অনুরোধ
করব।
ii. নিজে সিডি, ক্যাসেট প্লেয়ার ইত্যাদি উচ্চস্বরে বাজাব না এবং
অন্যদের এ ব্যাপারে সচেতন করব।
iii. আবাসিক এলাকায় যাতে কল- কারখানা তৈরি না হয় সে জন্য অন্যদের সাথে নিয়ে উপযুক্ত ব্যবস্থাগ্রহণ করব।
iv. গাড়ির হর্ন যাতে বিনা প্রয়োজনে না বাজায় সে জন্য
গাড়িচালককে অনুরোধ করব।
v. উচ্চস্বরে গোলমাল করব না এবং শব্দদূষণের ক্ষতিকর দিক সম্পর্কে সবাইকে বলব।

যোগ্যতাভিত্তিক বহু নির্বাচনী প্রশ্ন→→→


১। নিচের কোন কারণে বায়ু দূষিত হয়?
ক. কীটনাশকের ব্যবহার
খ. ইটের ভাটায় ইট পোড়ানো
গ. বৃষ্টির পানি জমে যাওয়া
ঘ. রাসায়নিক সার ব্যবহার
উত্তর : ইটের ভাটায় ইট পোড়ানো

২। বায়ু, পানি ও মাটি দূষিত হওয়ার প্রধান কারণ কোনটি?
ক. জলাশয়ের ওপর কাঁচা পায়খানা তৈরি।
খ. কল-কারখানার বর্জ্য
গ. যানবাহনের ব্যবহার
ঘ. জনসংখ্যার বাড়তি চাহিদা মেটানো
উত্তর : জনসংখ্যার বাড়তি চাহিদা মেটানো

৩। পরিবেশ সুন্দর করে নিচের কোনটি?
ক. জলোচ্ছ্বাস
খ. ঘূর্ণিঝড়
গ. নির্মল বায়ু
ঘ. বন্যা
উত্তর : নির্মল বায়ু

৪। পরিবেশ দূষণের মনুষ্য সৃষ্ট কারণ নিচের কোনটি?
ক. নদীতে গোসল করা
খ. বিনা প্রয়োজনে গাছপালা কেটে ফেলা
গ. নদীর উপর ব্রিজ নির্মাণ
ঘ. জমি চাষাবাদ করা
উত্তর : বিনা প্রয়োজনে গাছপালা কেটে ফেলা

৫। পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার মূল কারণ কী?
ক. গাছ কাটা
খ. অধিক যানবাহন
গ. জনসংখ্যা বৃদ্ধি
ঘ. কল-কারখানা
উত্তর : জনসংখ্যা বৃদ্ধি

৬। ঘনবসতি এলাকায় পরিবেশ দূষণের অন্যতম কারণ কোনটি?
ক. শিল্প-কারখানা স্থাপন
খ. আবর্জনা ও মলমূত্র নিষ্কাশনের
ভালো ব্যবস্থা না থাকা
গ. যানবাহন চালানো

ঘ. বাসগৃহ নির্মাণ
উত্তর : আবর্জনা ও মলমূত্র নিষ্কাশনের ভালো ব্যবস্থাপনা না থাকা।

৭। পরিবেশ দূষণমুক্ত রাখার উপায় কোনটি?
ক. বনভূমি ধ্বংস করা
খ. কারখানা লোকালয় থেকে দূরে রাখা
গ. বস্তি গড়ে তোলা
ঘ. নদী ভরাট করা
উত্তর : কারখানা লোকালয় থেকে দূরে রাখা

৮। হঠাৎ উচ্চ আওয়াজ, গোলমাল, বিভিন্ন শব্দ মানুষের কোন সমস্যার সৃষ্টি করে?
ক. লিভার
খ. কিডনি
গ. মানসিক ও শারীরিক
ঘ. পাকস্থলী
উত্তর : মানসিক ও শারীরিক

৯। শব্দদূষণের ফলে হার্টের রোগীদের ক্ষেত্রে কী ঘটতে পারে?
ক. সুস্থবোধ করবে
খ. হৃৎস্পন্দন বাড়বে
গ. ঘন ঘন কাশি হবে
ঘ. হৃৎস্পন্দন কমবে
উত্তর : হৃৎস্পন্দন বাড়বে

১০। টাইফয়েড রোগের জন্য কোন ধরনের দূষণ দায়ী?
ক. মাটিদূষণ
খ. বায়ুদূষণ
গ. পানিদূষণ
ঘ. পরিবেশ দূষণ
উত্তর : পানিদূষণ

১১। জ্বালানি পোড়ালে বায়ুতে কোনটি বাড়ে?
ক. অক্সিজেন
খ. কার্বন ডাই-অক্সাইড
গ. নাইট্রোজেন
ঘ. নিয়ন
উত্তর : কার্বন ডাই-অক্সাইড

১২। মানুষের শ্রবণশক্তি হ্রাস পাওয়ার মূল কারণ কী?
ক. বায়ুদূষণ
খ. মাটিদূষণ
গ. পানিদূষণ
ঘ. শব্দদূষণ
উত্তর : শব্দদূষণ

১৩। শিশুদের পড়াশোনার ক্ষতি হয় কোনটির কারণে?
ক. পানিদূষণ
খ. মাটিদূষণ
গ. বায়ুদূষণ
ঘ. শব্দদূষণ
উত্তর : শব্দদূষণ

সাজেশন নয় যদি প্রশ্ন পেতে চাও তাহলে একবার হলেও ভিজিট করবে→→→
MixTune24.Com

Leave a Reply