[Root][Mega Post] 450MB Virtual Ram সকল রুটেড ডিভাইসের জন্য (No Need To Damage Sdcard) [High Performanced Ram][Gaming] by Riadrox
সতর্কতাঃ
১)এটা করটে রুট থাকা লাগবে আর ফোনে CWM Recovery থাকা লাগবে।
২)সতর্কতার সাথে করবেন।
৩)আপনার ফোনের ব্রিক হবার ভয় একদম নেই কেননা আমরা সিস্টেমে কাজ করছি না।
৪) অবশ্যই স্টক রম ব্যাকআপ রাখবেন। (সাবধানের মার নেই)
৫)যাদের আমার কথা শুনে মাথা ঘুরছে তারা দূরে থাকুন। যারা এডভান্স না বা কোনো জিনিস সম্পর্কে একটুকুও ধারনা নেই তারা গুগল থেকে শিখতে চেষ্টা করুন।
৬) মনোযোগ দেওয়ার প্রয়োজন নাই খুব সহজ কাজ।
একটু কথাঃ
যারা Ram Expander ইউস করেন তারা সাবধান হয়ে যান। আপনি চাইলে Ram Manager এ Swap ইউস করতে পারবেন। তবে Swap টা যেন Cache এ হয়।
আসল কথাঃ
আমি যে ৪৫০ এমবি+ এর কথা বলছি এটা মোটেও কোনো এপস এর মাধ্যমে করা যাবে না।
এটা একটা স্ক্রিপ্ট।
যার প্রোভাইডার delta-roh & Harbir
আমি শুধু স্ক্রিপটটা মোড করেছি আর পারটিশন চেন্জ করেছি।
বাদ দেন ঐসব কথা।
এই Flashable Zip File
টা ডাউনলোড দেন।
এক্সট্রাক্ট করার দরকার নাই ।
এবার ডাইরেক্টলি CWM রিকভারিতে যান।
এরপর
Install Zip from sdcard এ গিয়ে ডাউনলোডকৃত ফাইলটি সিলেক্ট করুন।
Install Now এ যান দেখবেন ইনস্টল শুরু হইছে।
Complete হলে Go Back এ এসে
Reboot System Now
এ ক্লিক করুন।
ফোন ওপেন হতে ১ মিনিট বেশি লাগবে, নাও লাগতে পারে।আমার লেগেছিল।
ব্যস হয়ে গেল ভার্চুয়াল র্যাম।এবার কতটুকু Virtual Ram হলো তা দেখতে DiskInfo Pro তে একদম নিচে দেখুন।
এবার জানি এর কাজ কি??
১) ফোনের আসল র্যাম এর উপর চাপ কমিয়ে দেয়।
২)ফোন স্মুথ করে।
৩) গেইম খেলতে বড় উপযোগী। বিশ্বাস না হলে দেখতে পারেন।
৪)ফোন Ram ফুল হলে ভার্চুয়াল র্যাম ইউস করবে।
৫) ফোনের Sdcard এর সাথে সম্পর্কিত নয়।
সমস্যাঃ
** প্রথমবার ফোন রিবুট দেওয়ার পর দেখবেন সামান্য স্লো হয়ে গেছে। – আবার রিবুট দিন।
** লেখেছি ৪৫০ এমবি কিন্তু কারও ৩০০এমবি আবার কারও ৫০০ এমবি Swap হয়েছে, এর কারন? – কারন আপনার রম এ বেশি জায়গা ছিল না। আপনার রম ২জিবি হলে এই সম্যা হবে অর্থাৎ ৩০০এমবি।
আবার রম যদি ৪জিবি বা বেশি হয় তবে 500 এমবি Swap নিশ্চিত।
** যাদের ফোন এক মিনিট পরেও খুলছে না। তাদের করার আর কি??
সব দোষ ফোন কম্পানির, এত প্রোটেকশন!! যাই হোক ব্রিক বুঝতেই পারছেন।
তাই CWM রিকভারি তেকে Backup & Restore > Advanced Restore > Restore System দিবেন তাহলে কোনো ডাটা হারানো ছারাই ফোন আগের অবস্থায় ফিরে যাবে।
সমস্যা হলে কমেন্টে জানান।
কি কঠিন মনে হচ্ছে?? ফোনে CwM নেই?? তাহলে এই পোস্ট আপনার জন্য!!
[Fix][New Method] যারা এখনো ভার্চুয়াল
র্যাম তৈরি করতে পারননি বা
হচ্ছেনা তারা দেখুন। (CWM ছাড়া)
সম্পূর্ণ ক্রেডিটঃ Riadrox
rom/102072
R Vai kivabe ei virtual swap ram ta remove korbo???
info te age js chilo tai dekhay…ki korbo?
Janaben plz …
system 650 mb used 522 mb free 127
free-3mb…..Used-rest
system 650 mb used 522 mb free 127
kom
symphonyw68q
mtk:6582 plz bro
রীড না রিয়াদ।
amr phn symphony e50…plzzz bolen