‘আগে স্থানীয়, পরে বৈশ্বিক। ২০১৬ সালে স্যামসাং বিভিন্ন দেশ ও অঞ্চলের ক্রেতাদের জীবনযাপনের অভ্যাসকে মাথায় রেখে প্রযুক্তি উদ্ভাবন করার ব্যাপারে জোর দেবে। এ জন্যই মেক ফর ইন্ডিয়া, মেক ফর বাংলাদেশের মতো ধারণা নিয়ে কাজ করা হচ্ছে।’ গতকাল বৃহস্পতিবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে স্যামসাং ফোরাম ২০১৬-এর সংবাদ সম্মেলনে এ কথা বলেন স্যামসাং সাউথওয়েস্ট এশিয়ার প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা এইচ সি হং। তিনি জানান, ২০১৫ সালে এই অঞ্চলের বাজারে স্যামসাংয়ের অংশীদারত্ব বেড়েছে ১১ শতাংশ। বর্তমানে প্রযুক্তিপণ্যের বাজারে ৪৫ দশমিক ৯ শতাংশ স্যামসাংয়ের দখলে। সম্মেলনে স্যামসাং ইন্ডিয়া ইলেকট্রনিকসের ভাইস প্রেসিডেন্ট (কনজ্যুমার ইলেকট্রনিকস) রাজীব ভুটানি ও পণ্য বিপণন পরিচালক (মোবাইল) মনু শর্মা নতুন পণ্যের বিস্তারিত তুলে ধরেন। এতে ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেপালের গণমাধ্যমকর্মীরা অংশ নেন। সাউথওয়েস্ট এশিয়া আয়োজিত দিনব্যাপী এই ফোরাম অনুষ্ঠিত হয়েছে কুয়ালালামপুর কনভেনশন সেন্টারে।
ফোরামে গ্যালাক্সি এ-৫ ও এ-৭-এর ২০১৬ সংস্করণ বাজারে ছাড়ার ঘোষণা দেওয়া হয়। কাচ ও ধাতবের মিশ্রণে শক্তিশালী ও সফল নকশায় ফোন দুটি তৈরি করা হয়েছে।
ফোরামে নতুন এসইউএইচডি টিভি কেএস ৯০০০ বাজারে আনার ঘোষণা দেওয়া হয়। এই টেলিভিশনে ১ বিলিয়ন রং দেখা যাবে। ফাইভ ইন ওয়ান কনভার্টিবল রেফ্রিজারেটর, নতুন এসি, এমডব্লিউ ৭০০০কে স্মার্ট ওভেনও বাজারে ছাড়ার ঘোষণা দেয় স্যামসাং। এই অঞ্চলের জন্য সাধারণ ও নানরুটি তৈরির ওভেনও তৈরি করছে স্যামসাং।
আমার ব্লগ সাইটঃ HamWap.Com সবাই ভিজিট করবেন আসা করছি।।
One thought on "ক্রেতার কথা মাথায় রেখে যন্ত্র বানাবে স্যামসাং"