“কলরেটের প্রতিযোগিতায় মিনিট নয়, সেকেন্ডের অফার দিচ্ছে মোবাইল অপারেটররা”

মোবাইল ফোন অপারেটরগুলো কল অফারে এখন সেকেন্ডের হিসাবে প্রতিযোগিতায় নামতে শুরু করেছে। যেখানে একসময় এ প্রতিযোগিতা চলতো মিনিটের পাল্লায়।

আর এর পেছনে কারণ হিসেবে ব্যাখ্যা করা হচ্ছে ভয়েস কল থেকে অপারেটরদের আয় কমে যাওয়াকে।

সম্প্রতি গ্রামীণফোন এই সেকেন্ড প্রতি অফার ঘোষণা করেছে। দুই দিনের মেয়াদে ৩০০ সেকেন্ড লোকাল কলের জন্যে ৫ দশমিক ৯২ টাকা এবং এক দিনের মেয়াদে ২ দশমিক ৩৭ টাকায় ১০০ সেকেন্ড কথা বলার অফার দিয়েছে অপারেটরটি।

কিছুদিন আগে গ্রামীণফোনের ২০১৫ সালের আয়-ব্যয়ের হিসাব প্রকাশের সময়ও অপারেটরটি বলেছে, তাদের কল মিনিট আগের চেয়ে বেড়েছে কিন্তু ভয়েস কল থেকে আয় কমে গেছে।

আর এটি থেকে আয় বাড়াতে নানা উদ্যোগ নেওয়া হবে বলেও সেদিন জানান অপারেটরটির প্রধান ফাইন্যান্সিয়াল কর্মকর্তা দিলীপ পাল।
গ্রামীণফোন তাদের এই অফারকে বলছেন, ভয়েস মিনিপ্যাক। হঠাৎ করে ভয়েস বেশ খানিকটা কমে যাওয়ায় গত দুই সপ্তাহ ধরে এমন প্রচারণা চালানো হয়েছে।

এর আগে ডাটার মিনিপ্যাকের প্রচারণাও চালান তারা। সেখানে ভালো সাড়া পাওয়ার কারণে ভয়েসেও একই ফর্মুলার প্রচার করা হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

One thought on "মিনিট না দিয়ে দিচ্ছে সেকেন্ড!! এটা কি প্রতারনা নাকি জালিয়াতি??"

  1. sanaullah Contributor says:
    পিপিলিকার পাখা গজাই মরিবার তরে, সজিব (Shabag) তুর পাখা গজাইছে ব্লক খাওয়ার তরে। সময় থাকতে ভাল হয়ে যা নইলে সব হারাইবি।

Leave a Reply