আসলামুআলাইকুম, কেমন আছেন আপনারা,
আসা করি ভালো লাগবে । আবারো ধন্যবাদ জানাই রানা ও নাসির ভাইকে আমারে পোস্ট করার সুযোগ দেওয়ার জন্য,
কিভাবে বুঝবেন আপনার fb ইড হেক হয়েছে কিনা ,তাহলে শুরু করি,
প্রথমে আপনার ইডতে লগইন করেনন:
> তার পর Settings & Privacy তে ক্লিক করুন
>ক্লিক করুন Security তে
> এখন ক্লিক করুন Recognised Devices তে
> নিচের মত কোন কোন তারিখে ফেসবুকে নতুন নতুন ব্রাউজার ব্যবহার করেছে তার লিস্ট দেখতে পারবেন ।
প্রতিদিন Recognised Devices ক্লিয়ার দিয়ে রাখুন,
আপনার যদি মনে হৃয় আপনার ইড কেউ চালাচ্ছে,
এখনি পাসওয়ার্ড চেন্জ করে রাখুন,
পোস্টটি ভালো লাগলে ধন্যবাদ দিয়েন,
কোন প্রয়োজনে ফেসবুকে আমি
2 thoughts on "কিভাবে বুঝবেন আপনার ফেসবুক ইড কেউ হেক করে গোপনে চালাচ্ছে কিনা । এখনি দেখে নেন [must see]"