Be a Trainer! Share your knowledge.
Home » Hadith & Quran » ক্লান্তি ও ঘুম নিয়ে নামাজ আদায় করার বিধান ।

ক্লান্তি ও ঘুম নিয়ে নামাজ আদায় করার বিধান ।

মুসলমানদের জন্য নামাজ
আদায় ফরজ। নামাজ
শারীরিক ও আত্মিক
ইবাদাত। মহানবী (সা.)
ক্লান্ত ও অবসাদগ্রস্ত হয়ে
নামাজ পড়তে নিষেধ
করেছেন। নামাজসহ ইবাদত
বন্দেগিতে যখন ক্লান্তি
চলে আসবে তখন বিশ্রাম
গ্রহণ করার নির্দেশনা
দিয়েছেন মহানবী (সা.)।
হজরত আনাস (রা.) থেকে
বর্ণিত, রাসুল (সা.) একবার
মসজিদে প্রবেশ করে
দেখতে পেলেন, একটি
রশি দুটো খুঁটির মাঝখানে
বাঁধা আছে। তিনি
বললেন, ‘এ রশিটা কিসের
জন্য?’ সাহাবিগণ বললেন,
‘এটা জয়নবের রশি।’ তিনি
যখন নামাজ পড়তে পড়তে
ক্লান্ত হয়ে পড়েন তখন এ
রশিতে ঝুলে থাকেন।’
রাসুল (সা.) বললেন, ‘এটা
খুলে ফেল। তোমাদের
প্রত্যেকের উচিত উদ্যম
সহকারে নামাজ পড়া। আর

যখন ক্লান্ত হয়ে যাবে তখন
ঘুমিয়ে পড়বে।’ (বুখারি ও
মুসলিম)
এ হাদিস পাঠে আমরা যে
শিক্ষা লাভ করি-

১. হাদিসে মধ্যমপন্থা অবলম্বন
না করে নিজের প্রতি
কঠোরতা আরোপ করার
একটি দৃষ্টান্ত রয়েছে।
উম্মুল মুমিনীন হজরত জয়নব
(রা.) নিজের নিদ্রাভাব
দূর করার জন্য এ ব্যবস্থা গ্রহণ
করলেন; যেন তিনি বেশি
করে নামাজ আদায়ে সক্ষম
হন। কিন্তু রাসুলুল্লাহ (সা.)
তাঁর এ কাজকে অনুমোদন
দেননি। তিনি (সা.) তাঁর
উম্মতকে মধ্যমপন্থা অবলম্বন ও
কঠোরতা পরিহার করতে
নির্দেশ দিয়েছেন।

২. যখন কারো নিদ্রা আসে
তখন নিদ্রা যাওয়াটা
হলো তার কর্তব্য। নফল
নামাজের জন্য নিজেকে
এতটা কষ্ট দেওয়া উচিত নয়।

৩. অনেককে দেখা যায়
নামাজের মধ্যে ঘুমিয়ে
পড়লেও নামাজ অব্যাহত
রাখেন। এরূপ করা ঠিক নয়।
ঘুমের ঘোরে নামাজ,
প্রার্থনা বা ইবাদাত-
বন্দেগি করতে নিষেধ

করা হয়েছে।

৪. নামাজ পড়তে পড়তে যখন
ঘুম চলে আসে, তখন মুমিন
বান্দার ঘুমও নামাজের
ন্যায় ইবাদতের শামিল।
সবশেষে বলি, আমাদের
উচিত নামাজসহ সকল
ইবাদতে প্রাণচাঞ্চল্য ও
উৎসাহ-উদ্দীপনার মধ্য
দিয়ে আল্লাহর নৈকট্য
অর্জনে সচেষ্ট থাকা।
কেননা নামাজে
একাগ্রতা অবলম্বন করার
মাধ্যমেই বান্দার সঙ্গে
মহান মাবুদের সম্পর্ক সুদৃঢ় হয়।
আল্লাহ তাআলা
আমাদেরকে রাসুল (সা.)-
এর শিখানো পদ্ধতিতে
নামাজ আদায় করার
তাওফিক দান করুন। আমীন।

এরকম আরো ইসলামিক টিপস ট্রিকস পেতে TrickMax.com ভিজিট করুন

8 years ago (May 30, 2016)

About Author (288)

Kazi Abdul Wakil
contributor

I love to share my knowledge of all things.

Trickbd Official Telegram

2 responses to “ক্লান্তি ও ঘুম নিয়ে নামাজ আদায় করার বিধান ।”

  1. SM MoniR Contributor says:

    রানা ভাই প্লিজ আমার টিউনগুলো একবার দেখুন। এতদিন সবাইকে তো টিউনারশিপ দিলেন আমাকে একবার দিয়ে দেখুন ভাই জান প্রান দিয়ে ভালো কিছু করবো ভাই।

  2. rupok12 Contributor says:

    ভালো, আপনাকেই পেলাম যে ভাল ইসলামিক পোস্ট দেয়।

Leave a Reply

Switch To Desktop Version