সব আসক্তিই ক্ষতিকর। তবে স্মার্টফোনে আসক্তি একটু বেশিই ক্ষতিকর। এর কারণে চোখের মারাত্মক ক্ষতি হতে পারে। স্মার্টফোন থেকে নির্গত আলো দীর্ঘমেয়াদি চোখের সমস্যা তৈরি করে। খবর বিবিসি অনলাইনের। অতিরিক্ত সময় ধরে মোবাইল ফোন, কম্পিউটার, ট্যাবলেট ও ফ্ল্যাট স্ক্রিন টিভি দেখার বিষয়ে সতর্ক থাকতে বলেছেন যুক্তরাজ্যের চক্ষুরোগ বিশেষজ্ঞরা। তারা বলেন, যন্ত্র থেকে নির্গত আলোতে চোখের দীর্ঘমেয়াদি সমস্যা তৈরি হতে পারে। এছাড়া একই কারণে মাথাব্যথা হতে পারে।
Share: