এখন সবার কাছে স্মার্টফোন না থাকলেও মোবাইল ফোন কিন্তু কমবেশী সবার ঘরে ঘরে। ফোন অসাবধানতার কারণে পানিতে পড়লে কিভাবে সেটিকে বাঁচাবেন, নিচে দিলাম তার সহজ উপায়।
ফোন পানি থেকে দ্রুত তুলে ফেলুন। তোলার পর খেয়াল রাখবেন যেন ফোন সুইচ অন না করা হয়; এতে করে শর্ট সার্কিট হয়ে যেতে পারে।
ফোনের যেই যন্ত্রাংশ খুলে ফেলা যায়, সেগুলো খুলে ফেলুন। কাপড় দিয়ে শুকনা করে মুছে ফেলুন ফোনের ভিতরের দিকটা।
ভ্যাকিউম ক্লিনার দিয়ে ভালো করে ফোনের ভিতরটা শুকিয়ে নিন। মনে রাখবেন যেন হেয়ার ড্রায়ার দিয়ে শুকাবেন না, এতে হিতে বিপরীত হতে পারে।
এরপরে ফোন আবার লাগিয়ে নিয়ে একটি চালের বস্তা বা চালের কৌটাতে ৩ দিনের জন্য রেখে দিন। তারপর ফোনটি বের করে নিয়ে সুইচ অন করুন। আপনার ফোন আবার কাজ করতে শুরু করবে।
5 thoughts on "মোবাইল ফোন পানিতে পরে গেলে ঘরে বসেই নিয়ে নিন প্রাথমিক চিকিৎসা"