আমার সালাম নিবেন। অত্যান্ত দু:খের বিষয় যে বাংলাদেশে অনেকেই সৌদী আরবের সাথে ঈদ করে। এটা ফিতনা, এরা ভ্রান্ত; আল্লাহ এদের হেদায়েত দিন।
এই বিষয়ে আগের টিউনে কয়েকটি হাদীস ছিলো, আজ একটি প্রয়োজন-
হাদিস শরীফে আছে— “তোমরা (রমজানের) চাঁদ দেখে রোজা শুরু করবে এবং (ঈদের) চাঁদ দেখেই রোজা ছাড়বে। যদি আকাশ মেঘাচ্ছন্ন হয় (এবং চাঁদ দেখা না যায়) তাহলে মাসের ৩০ দিন পূর্ণ করে। অর্থাত্ আকাশ পরিচ্ছন্ন না থাকার কারণে চাঁদ দেখা না গেলে শাবান মাসের ৩০ দিন পূর্ণ করত রমজানের রোজা রাখা শুরু করবে”।
—সহিহ বুখারি ১/২৫৬, হাদিস : ১৯০৬। ……
কিছুক্ষণ আগে সংবাদে (অনলাইন পত্রিকায়) দেখলাম আগামিকাল বুধবার সৌদী আরবে ঈদ। স্বাভাবিক ভাবেই পরের দিন অর্থাৎ বুধবার বাংলাদেশের সীমানায় চাঁদ দেখা যাবে ও বৃহস্পতিবার ঈদ হবে।
জানিনা তারা কেন নিজ দেশে দল ভাগ করে (যা মহাপাপ) ও সৌদীর সাথে ঈদ করে? হয়তো এই টিউনের হাদীসের ভুল অর্থ করে যে তা এক যায়গায় চাঁদ দেখলে সব জায়গায় ঈদের কথা বলা হয়েছে? নাহ! এটা ভুল কথা ও নিতান্তই অসম্ভব যে প্রমান আমি পরের অংশে নিচেয় দিয়েছি।
হাদীসটি তে বলা হয়েছে “চাঁদ দেখে রোজা ছাড় – অর্থাৎ ঈদ করো”. এখন প্রশ্ন হলো – বাঙালি যারা কাল ঈদ করবে তারা কি চাঁদ দেখেছে? সৌদি তে গিয়ে দেখেছে ! হেহে! হা হয়তো বলবে, – আমরা একজায়গায় দেখলেই হলো – আমার মত সংবাদ পত্রে, বা টেলিভিশন এ, বা ফোনে,অথবা ইন্টারনেট এ দেখেছে/ এরোপ্লেন এ কেউ সংবাদ দিয়েছে।
আচ্ছা — কিছুক্ষণের জন্য মেনে নিচ্ছি যে – হা সোউদীর সাথে ঈদ। আমি আমি অন্যদের মতো বলবোনা যে ৫ ওয়াক্ত নামাজও তাদের সাথে পড়না কেন?
বলতে চাই যে,যদি ১ দিন আগে বাংলাদেশের উপরের যে স্যাটেলাইট আছে তা অফ হয়ে যায়, কোন ঝড় বা দুর্ঘটনাবশত ভেঙে পড়ে, তখন কিভাবে এরা জানতে পারবে যে সৌদীতে কবে ঈদ???
কারণ তখন বিদেশী ও দেশি সব যোগাযোগ বন্ধ হয়ে যাবে। ফোন, টিভি, রেডিও, উড্ডয়মান প্লেন ও মাঝপথে কোথাও নামবে, ফিরে যাবে নয়তো করবে ; তখন তো আমাদের নিজেদেরই যন্ত্র বাদ দিয়ে খালি চোখে চাঁদ পরীক্ষা করা লাগবে।
-♦- জানতে হবে ও বুঝতে হবে – চাঁদ দেখাসহ ইসলামি সকল নিয়ম কানুন শুধুমাত্র যার যার দেশ, তার দেশের সীমানার সাথে সম্পর্কিত। … বিস্তারিত বা পড়ে ১ লাইন পড়লে বিদ্যা ভয়ংকরী ই হয়।
আল্লাহ প্রথমেই বলেছেন “পড়!.. আর আমরা পড়তে নারাজ। অজ্ঞতা অন্ধকার কারণ অন্ধকারে হাটলে পা ভাংগা, সাপে কাটা, গর্তে বা গোবরে পড়ার ঝুকি ৯৯.৯৯%. অজ্ঞতাও একই। তাই বেশি বেশি পড়ুন। জ্ঞান অর্জন করুন।
ভালো থাকবেন। আসুন আমরা ভালো কাজে আমল করি।
আমার ব্লগ দেখে আসবেন
> [[ Readme2know ]]
Ratings: ★★★★★