প্রথমেই ট্রিকবিডির সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা রইল ।
আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছেন ।
আমিও ভালো আছি ।

আজ আপনাদের শখের এন্ডোয়েড মোবাইলের রুট সম্পর্কে কিছু ধারনা নিয়ে এসেছি । ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন ।

এখন বেশির ভাগ এন্ডোয়েড মোবাইল রুট করা হয় বিশেষ কিছু সুবিধা পাওয়ার জন্য ।
কিন্তু, রুট করলে সাধারণত মোবাইলের warranty কার্ড বাতিল হয়ে যায় ।

আমার একটি ঘটনাই বলি,
আমার মোবাইল ক্রয় করার 3 মাস পরেই রুট করি এবং মোবাইলের warranty সময় ছিল 1 বছর ।

তো একদিন হঠাৎ করেই আমার মোবাইলটি পড়ে যায় এবং একদম মোবাইলটি বন্ধ হয়ে যায় ।
তারপর আমি warranty তে মোবাইল টি দিলে তারা আমার মোবাইলটি ঠিক করে দেয় ।
বন্ধুরা, আমি রুট করেও আমার মোবাইল warranty তে প্রযোজ্য হয়
তার কারণ আমার মোবাইলটি একদম বন্ধ হয়ে ছিল ।
তাই কারো যদি আমার মতো সমস্যা হয় তবে রুট প্রযোজ্য হবে ।
তবে এক্ষেত্রে অবশ্যই মোবাইল টি বন্ধ হয়ে থাকতে হবে যেন warranty দেওয়ার সময় তারা ধরতে না পারে যে আপনার মোবাইলটি রুট করা অবস্তায় ছিল । আর যদি আপনার মোবাইলটি রুট করা অবস্তায় সিস্টেমের কোনো সমস্যা হয় তবে warranty প্রযোজ্য হবে না কারণ তারা চেক করলেই বুঝতে পারবে আপনার মোবাইলটি রুট করা ছিল ।

তাই যে সকল বন্ধরা রুট সম্পর্কে ভালো ধারণা নেই তাদের রুট না করাই ভালো ।

আর হে, বন্ধরা
ট্রিকবিডিতে অনেকেই খারাপ কমেন্ট করেন যা অনেক খারাপ লাগে আর sexual কিছু লিখবেন না যা আপনার আমার রোজা, উপাবাস
ভেঙ্গে ফেলে ।
সব সময় সৎ পথে চলার চেষ্টা করুন, দেখবেন একদিন না একদিন সাফল্য আপনার হাতের মুঠোই ।

ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকুন এবং ট্রিকবিডির সাথেই থাকুন ।

24 thoughts on "রুট সম্পর্কিত কিছু ধারনা – কখন রুট করলেও warranty কার্ড প্রযোজ্য হয়"

  1. Reja BD Author says:
    Allah Bolun Issor kunu name Hote parena, Amra Allahor Rohmote Valo Achi
    1. Nikhil Roy Author Post Creator says:
      আল্লাহ , ঈশ্বর কোন ভেদাভেদ নেই
    2. shajol1761 Contributor says:
      আল্লাহ,গড,ইশ্বর,প্রভু,স্রষ্টা সব একজনেরই নাম।
    3. Sk Hadi Contributor says:
      আল্লাহ নামের কোন বিপরিত শব্দ প্রতি শব্দ নাই।কোন স্ত্রি লিঙ্গ পুলিঙ্গ নাই।তাই আল্লাহ বলো ডাকতে হবে। না জেনে কোন কথা না বলি। শিরকের আপরাধ থেকে বাচতে তওবা করি।
    4. Reja BD Author says:
      একমত
    5. shajol1761 Contributor says:
      আল্লাহ নামের প্রতিশব্দ নাই?রাজ্জাক,রাহিম এগুলা কার নাম?
    6. Sk Hadi Contributor says:
      আল্লাহর ৯৯ টা নামের মধ্য গড, ইশ্বর বের করে দাখান তো।যদি পারেন আমি আর trickbd তে আসবো না।ক্লাস ৯-১০ ইসলাম শিখ্যা বই এর দ্বিতীয় আনু ভালো করে পরেন আপনার উত্তোর পেয়ে যাবেন
    7. shajol1761 Contributor says:
      আপনিই তো বললেন আল্লাহরর নামের প্রতিশব্দ নাই।এখন নিজেই স্বীকার করলেন ৯৯ টা আছে।ধার্মিক হওয়া খুব ভাল কিন্তু ধর্মান্ধ নয়।
    8. Sk Hadi Contributor says:
      গড,ইশ্বর খুজে বের করে দেখান কারন আপনি এই নাম গুল বলেছেন। বার বার মুরখতার পরিচয় দিবেন না।
    9. MD Jubayer Shikder Contributor says:
      naujubillah.god er lingo ase.allah allah i.
    10. Anik datta Contributor says:
      আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি।। Reja vai আপনার বোদ হয় যানা ছিল না যে Nikhil roy হিন্দু।। আর এইজন্য ই সে (আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো
      আছেন ।) এইটা লেখছে।।।
    11. Nikhil Roy Author Post Creator says:
      হ্যা ভাই
    12. Reja BD Author says:
      Asole Ei Bisoy niye Ekhane kota bolte caina,
    13. Anik datta Contributor says:
      hmm. amio cai na
  2. mango468 Contributor says:
    oi rana tui ki kana…amare trainer bana…..@!@
  3. Heart_Hacker Contributor says:
    রুট করার পর যদি রুট Remove করে দেই তাহলে কি বুঝা যাবে যে আমার মোবাইল টি রুট করা ছিল????
    1. Nikhil Roy Author Post Creator says:
      আপনি আনরুট করলেও, তারা ধরে ফেলতে পারে তবে এ ব্যাপারে আমি নিশ্চিত না ।
  4. MD Tanbir khan Contributor says:
    Bro kivabe unroot Korbo
  5. durjoy09 Contributor says:
    রুট করে যদি সফলভাবে আনরুট করা হয় তবে তা তারা ধরতে পারবে না, আমি করেছি এবং তারা ধরতে পারেনি। এক্ষেত্রে নিজে যদি ভালো জানা বোঝা না থাকে তবে ভালো জানেন এমন কারো সাহায্য নেয়া উচিত,
    1. Nikhil Roy Author Post Creator says:
      Yea
  6. Md Zakir Hossen Author says:
    Root chara phone use Kore kono moja nai re vai. Root korle apnar phone to damage e hobe na.
    1. Reja BD Author says:
      fb te asen

      Fb.com/Reja143

  7. durjoy09 Contributor says:
    আমার কাছে রুট ছাড়া ফোন ব্যবহার করা আর নোকিয়া ১১০০ ফোন ব্যবহার করা সমান।
  8. m939850 Contributor says:
    আমার ফোন নতুনsymphone p6 2gb ram hova, ki

Leave a Reply