[


বন্ধুরা আশা করি সৃষ্টিকর্তার কৃপায় সবাই ভালো আছেন ।
আমিও ভালো আছি ।
আজ আমি এন্ড্রোয়েড এর জন্য দারুন একটি software নিয়ে এসেছি । যা দিয়ে আপনার এন্ড্রোয়েড এ কেউ ভুল প্যাটার্ন চাপলেই তার ছবি তুলে নিবে আপনার মোবাইলটি



বন্ধুরা আমি জানিনা আপনাদের আমি ভালো ট্রিক দিতে পারছি কি না, তবে আমি প্রতিনিয়তই ভালো ট্রিক দেওয়ার চেষ্টা করছি । আজ আমি একটি এন্ড্রোয়েড এপস এর ট্রিক নিয়ে এসেছি আশা করি ট্রিকবিডির সকল বন্ধু উপকৃত হবেন ।
তবে এই এপসটির কাজ অনেকেই জানে আবার অনেকেই জানে না ।
যারা এই ট্রিকটি জানে না তাদের জন্য আজকে আমার টিউন করা । আর যারা জানে তারা এই ট্রিকটি থেকে দূরে থাকলেই ভালো হয় ।

ধরুন আপনার Android মোবাইলটা প্যট্রান লক করেছে। কেউ ওটা খোলার জন্য চেস্টা করছে। ভুল প্যট্রান চাপলেই ধরা পরবে চোর। এভাবে যদি কেউ আপনার প্যট্রান লক খোলার চেস্টা করে তা হলে এই সফটয়ারটি উক্ত ব্যক্তির ছবি তুলে রাখবে। যা আপনি দেখতে পারবেন।

এভাবে বারবার ভুল প্যট্রান (তিনবার) চাপলে কল রিংটোন বেজে উঠবে যা সহযে চোর ধরা পরবে।

যে ভাবে সেটিং করবেন হিডেন আই সফটয়ারটি

Security Status – On
Sound Alarm After 3 Attemptes। – টিক দিন
Show Intruders On Unlock – টিক দিন

Software টির নাম Hidden I .
Software টি প্লেস্টোরি থেকে সার্ট দিয়ে নিয়ে নিন অথবা এখান থেকে ডাউনলোড করুন
আশা করি সবাই উপকৃত হবেন আর আপনারা উপকৃত হলেই আমার আদকের টিউনটি স্বার্থক হবে বলে আমি মনে করি ।
সবাই ভালো থাকবেন এবং ট্রিকবিডির সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে ।♈♈♈

4 thoughts on "দারুন একটি software ভুল প্যাটার্ন চাপলেই সাথে সাথে তার ছবি তুলবে আপনার Android মোবাইলে!"

  1. Nikhil Roy Author Post Creator says:
    ভাই দয়া করে কথা ঠিক করবেন
  2. Rakibul Islam Shakib Author says:
    ভাই ছবি কি সত্যিই উঠবো???
    1. Nikhil Roy Author Post Creator says:
      Rakibul vai, ছবি 100% উঠবেই ।
  3. Rock Sakib Contributor says:
    vai ami c programming sikte chai but amar to computer
    nai.. ase akta symphony H100 android phone.. ami
    droidedit diye kisu code o leksi but run hoitase na. bro
    kivabe run hobe bolle aktu helpful hotam..

Leave a Reply