আসসালামু আলাইকুম,
আজকে আপনাদের সাথে আলোচনা করব আমদের শ্রবণ শক্তি নিয়ে।
তা হলে চলুন শুরু করা যাক:–
বিজ্ঞানীদের মতে বয়স বাড়ার সাথে সাথে আমাদের শ্রবণশক্তিরও পরিবর্তন ঘটতে থাকে, অনেক ক্ষেত্রেই শ্রবণশক্তি হ্রাস পেতে থাকে। আমাদের কানের অভ্যন্তরে বিশেষ অঞ্চলে অবস্থিত শব্দ সংগ্রাহক সংবেদী কোষগুলোও অকার্যকর হতে থাকে। শব্দ সংগ্রাহক বিশেষ মেমব্রেন বা ঝিল্লীতে বয়সজনিত কারণে রক্ত প্রবাহ হ্রাস পায়। ফলে এমনটি হয়।
ইউনিভার্সিটি অব সাউথ ডাকোটা এবং ইলিনয়েস নর্থ-ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা তথ্যে জানা যায়, মানুষ বিশ বছরের বয়সসীমায় সবচাইতে তীক্ষ্ণভাবে শব্দ শুনতে পায়, ত্রিশের পর থেকেই তার শ্রবণশক্তি কমতে থাকে। শ্রবণের জন্য শুধুমাত্র কানই যথেষ্ট নয়, মস্তিষ্কের ভূমিকাও খুব গুরুত্বপূর্ণ। বয়স বাড়তে থাকলে ডান এবং বাম মস্তিষ্কের মধ্যে সংযোগ ক্ষমতা কিছুটা হ্রাস পেতে থাকে। ফলে শ্রবণশক্তিও কমতে থাকে। বার্ধক্যে কম শোনা একটি স্বাভাবিক ব্যাপার। তবে শ্রবণশক্তি ধরে রাখতে চাইলে বিজ্ঞানীদের কয়েকটি সুপরামর্শ রয়েছে।
কোনো ভুল হলে ক্ষমার চোখে দেখবেন।
সবাইকে ধন্যবাদ টিউনটি পডার জন্য।
ভালো থাকবেন,সুস্থ থাকবেন।এবং আরও ভালো ভালো টিপ্স পেতে ট্রিকবিডি এর সাথে থাকবেন।
আল্লাহ hafej