যদি আপনার নিজের নাম্বার কোনো কারণে মনে না আসে, কিংবা যে নাম্বার দিয়ে ইন্টারনেট ব্যবহার করছেন সে সিমের নাম্বার জানেননা বা ভুলে গেছেন, মোবাইল এ ব্যালেন্স নেই, কাওকে ফোন করে জিজ্ঞাস করার সুযোগও নেই, অনেকদিন ধরে সিম ইনেকটিভ হয়ে থাকতে পারে, কার্ডও নেই যে রিচার্জ করে তথ্য জেনে নিবেন, যদি এমন পরিস্থিতিতে আপনার নাম্বার জানা খুব জরুরি হয় তবে নিচের নাম্বার টি ডায়াল করুন আর নির্দেশনাগুলো জেনে নিন । এর মাধ্যমে আপনি নিজের ব্যবহারকৃত মোবাইলটির কিছু তথ্য ছাড়াও অন্যান্য অপারেটর গুলোর কিঞ্চিত তথ্য সম্পর্কেও জানতে পারবেন । এতে করে নিজের নাম্বার দেখা, ব্যালেন্স চেক করা, রিচার্জ করা, কাস্টমার কেয়ার সম্পর্কিত তথ্যগুলো অনায়াসেই আপনার হাতের মুঠোয় থাকবে।

*গ্রামীনফোন ব্যবহারকারীরা*

নিজের নাম্বার জানতে *১১১*৮*২# অথবা #২
ব্যালেন্স জানতে *৫৬৬#
রিচার্জ করতে *৫৫৫* গোপন নাম্বার #
কাস্টমার কেয়ার : ১২১ এ ফোন দিয়ে ১ প্রেস করে ০
অন্য অপারেটর থেকে গ্রামীন ফোন কাস্টমার কেয়ার ০১৭১১-৫৯৪৫৯৪

*বাংলালিংক ব্যবহারকারীরা*

নিজের নাম্বার জানতে *৫১১#
ব্যালেন্স জানতে *১২৪#
রিচার্জ করতে *১২৩* গোপন নাম্বার #
কাস্টমার কেয়ার : ১১১ অথবা ২১২

যে কোনো অপারেটর থেকে বাংলালিংক কাস্টমার কেয়ার ০১৯১১-৩০৪১২১

*এয়ারটেল ব্যবহারকারীরা*

নিজের নাম্বার জানতে *১২১*৬*৩#
ব্যালেন্স জানতে *৭৭৮#
রিচার্জ করতে *৭৮৭* গোপন নাম্বার #
কাস্টমার কেয়ার : ৭৮৬
অন্য অপারেটর থেকে এয়ারটেল কাস্টমার কেয়ার ০১৬৭৮৬০০৭৮৬

*রবি ব্যবহারকারীরা*

নিজের নাম্বার জানতে *১৪০*২*৪# ব্যালেন্স জানতে *২২২# রিচার্জ করতে *১১১* গোপন নাম্বার # কাস্টমার কেয়ার : কাস্টমার কেয়ার : ১২৩ এ ফোন দিয়ে ১ প্রেস করে ০ যেকোনো অপারেটর থেকে রবি কাস্টমার কেয়ার ০১৮১৯৪০০৪০০

*টেলিটক ব্যবহারকারীরা*

নিজের নাম্বার জানতে মেসেজ অপশনে লিখুন TAR পাঠিয়ে দিন ২২২ নাম্বারে
ব্যালেন্স জানতে *১৫২#
রিচার্জ করতে *১৫১* গোপন নাম্বার #
কাস্টমার কেয়ার : ১২১
যেকোনো অপারেটর থেকে টেলিটক কাস্টমার কেয়ার ০১৫৫-০১৫৭৭৫০ থেকে ৬০

*সিটিসেল ব্যবহারকারীরা*

নিজের নাম্বার জানতে কিংবা যেকোনো বিষয়ে সহযোগিতার জন্য মেসেজ অপশনে লিখুন Help পাঠিয়ে দিন ২২৫৫ নাম্বারে, কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ আপনাকে ফোন করবে তাকেই জিজ্ঞাসা করা ছাড়া আর কোনো উপায় নেই, তবে একটি কার্ড রিচার্জ করেও জেনে নিতে পারেন, অথবা আপনার রিম এর পেছনে লিখা সিরিয়াল নাম্বার গুলো কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ এর নিকট জানাতে পারলে তারা আপনাকে আপনার নাম্বারটি বলতে পারবে, এছাড়া সিটিসেল এর আর কোনো নির্ভরযোগ্য পদ্ধতি নেই নিজের নাম্বার জানার বা দেখার ।

ব্যালেন্স জানতে বা দেখতে *৮৮৭ ডায়াল
ব্যালেন্স শুনতে *৮১১ ডায়াল
রিচার্জ করতে *৮৮৮ ডায়াল
কাস্টমার কেয়ার : ১২১
যেকোনো অপারেটর থেকে সিটিসেল কাস্টমার কেয়ার ০১১৯৯-১২১১২১

6 thoughts on "★দরকারি অপারেটর কোড★"

  1. Notification Subscriber says:
    Robi and GP free net Use korun Webtunnel diye:

    mob.synergize.co

  2. Antor Khan Contributor says:
    Nice Post…এই ধরনের একটা পোষ্ট আমার জন্য খুব important। Thanks Raj
    1. Raj gh Author Post Creator says:
      wc bro
  3. Sajeeb Hasan Sr Author says:
    amar nambar diye kew robi e-care use koroche ami delete
    korobo ki vabe
  4. AHSANUL199731 Contributor says:
    kau ki ek2 bolban gp bhondo sim a kono internet offer asa naki??
  5. Hirok Ali Contributor says:
    plz Check BHK YOUR NO & SEND 9999

Leave a Reply