রোম্যান্টিক মুভি পছন্দ করেন অথচ The Notebook দেখেননি এমন মুভি পাগল খুব কম আছে। এটি অনেকের কাছে অসাধারণ মুভি আবার অনেকের কাছে সাধারন । আমি প্রথম শ্রেণীর ।
Movio Review
The Notebook আমার কাছে অসাধারণ এক ভালোবাসার গল্প ।
Allie অনেক বড়োলোকের আদুরে মেয়ে, ছুটিতে গ্রামে বেড়াতে এসে পরিচয় হয় সাধারন ছেলে Noah র সাথে ।একসাথে সময় কাটাতে কাটাতে ভালোলাগা এবং ভালবাসা। সদ্যই কৈশোর পেরুনো দুজনের এই ভালবাসায় একসময় বাধা আসে। Allie কে চলে যেতে হয় শহরে।
তারপর কেটে যায় অনেক গুলো বছর।
Allie র জীবনে নতুন করে আসে ভালোবাসা । আর Noah কোনদিনও ভুলতে পারেনি Allie কে ।
আসলে Allie ও কি ভুলতে পেরেছে Noah কে ?
গল্পটা তো ওদের দুজনের !
The Notebook এ Ryan Gosling এবং Rachel McAdams দুজনকেই বেশ ভালো লেগেছে আমার কাছে।
বিশেষ করে মুভির শুরুর দৃশ্যটি অসাধারণ ।
মুভিটি Nicholas Sparks এর উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে।
Movio Information
IMDB রেটিং- ৭.৯
আমার ব্যক্তিগত রেটিং – ৮
The notebook
Year-2004
Hollywood Film Dual Audio
Hindi Dub
Genres – Drama | Romance
BRRip – 375 mb
Movio Download Link
সম্পূর্ন পোষ্ট ও রিভিউ বাই শাহিন
13 thoughts on "[Movio Review][The Notebook]অসাধারন প্রেম কাহিনী নির্ভর মুভি – By Shahin"