আসসালামু আলাইকুম ,আজকের টপিক বুঝার জন্য আগের টি দেখতেই হবে কারণ তার সব লেখা এক জায়গাতে লিখলে লেখা বড় হবে। লিংক টাইটেল দিয়ে দিচ্ছি –


Link:  [১] মক্কার কাফের রা আবু জেহেল আবু লাহাব রা আল্লাহকে মানতো ও বিশ্বাস করতো

আমাদের দেশ একটা গান আছে বা কয়েকটা গান আছে – “বাবা শাহজালাল ওলি, বাবা শাহ পরান ওলি, দয়া কর বাবা”

এদের কাছে প্রশ্ন করেন, সৃষ্টিকর্তা কে? বলবে – আল্লাহ। জিজ্ঞাসা করেন রিজিক দেয় কে? এরা বলবে আল্লাহ।

কিন্তু যদি বলেন  – আল্লাহ ছাড়া আর কারোও কাছে চাওয়া যাবেনা – তাহলে মানবে?   মানবেনা, বরং মারবে।

খেয়াল করুন ও মিলিয়ে দেখুন — 

আবু জাহাল দের যখন প্রশ্ন করা হতো –

সৃষ্টিকর্তা কে? বলতো  – আল্লাহ। জিজ্ঞাসা করা হতো  রিজিক দেয় কে? তারা বলতো আল্লাহ।

কিন্তু যদি বলা হতো   – আল্লাহ ছাড়া আর কারোও কাছে চাওয়া যাবেনা – তাহলে মানতোনা। মানতোই না ও  পরে

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কে এরা মারছে এজন্যই।

তাদের কথা ছিলো ২ টা –

১। আল্লাহর ওলি দের কাছে বললে আল্লাহ শোনবেন , আমাদের কথা আল্লাহ ওনে নাকি? আমরা কোন পাপী মানুষ।

২। এত যুগ ধরে বাপ দাদারা করে আসছে তা ভুল হয় কি করে?

খেয়াল করুন, আজকেও বাংলাদেশে এরকম ই কথা বলে।

সুরাহ ফাতেহা দেখুন “আমরা আপনারই ইবাদত করি, আপনার কাছেই সাহাজয চাই” সরাসরি শিক্ষা –  – চাইতে হবে আল্লাহর কাছে একথা বার বার বলা আছে কুরআন ও সহীহ হাদিস গুলোতে। তবে  দ্বীন শিখতে শিক্ষক লাগবে, দ্বীন শিখতে পীর লাগবে, দ্বীন শিখতে আলেম  লাগবে, কিন্তু তার প্রতি অন্ধ ভক্তি করা যাবেনা, তার কাছে চাওয়া যাবেনা, তার গায়েব জ্ঞান আছে এমনটা মনে করা যাবেনা। তার প্রতি শ্রদ্ধা থাকবে কিন্তু অন্ধ অনুকরণ নয়, তিনি যা বলেন তা কুরআন ও সুন্নাত এ আছে কিনা তা দেখে নিতে হবে।

 আসলে শুধু পীর বা ওলি ই নয়, কোন মানূষের কাছে সন্তান চাওয়া, বিপদ থেকে মুক্তি চাওয়া, সবজান্তা মনে করা,
সুখ চাওয়া, আমাকে দেখতে পায় মনে করা, কেয়ামতে সুপারিশ করবে মনে করা, গায়েব জানে মনে করা শীরক।
  এগুলো আল্লহ তায়ালার নিজস্ব গুণ, অন্য কাউএ সে সব গুণের মালি মনে কয়রা তার কোন সিফাতের সাথে অন্য কাউকে বসানো ই শিরক।

তাই ফ্রেশ হোন, সঠিক জ্ঞান অর্জন করুন ।

ইবাদত কবুলের ও সাওয়াব পেতে ২ শর্তঃ

১। এক আল্লাহর সন্তুষ্টির জন্য জন্য হতে হবে। (শিরক মুক্ত ইবাদত)

২। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়সাল্লাম এর দেখানো পথে হতে হবে।  এবিষয়ে বুঝার জন্য দেখবেন

Link: [2] রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সমগ্র জীবনটাই আমাদের জন্য সুন্নাত

65 thoughts on "ওলি বা পীর দের কাছে কিছু চাওয়া শিরক – কাউকে ত্রানকর্তা মনে করা শিরক যদিও তারা আল্লাহর ইবাদত করে"

  1. Reja BD Author says:
    আপনি নিজের কানে সুনছেন বা দেখছেন কেউ পীরের কাছে চাইতে?

    আর কেউ পীরের কাছে চায়না সবাই পীরের উসিলা নিয়ে অাল্লাহর কাছে দোয়া করে।

    না বোঝে পোষ্ট করা ঠিকনয়, এরকম আন্দাজ করে পোষ্ট করলে ট্রেইনার সিপ থাকবেনা।

    1. Asikur Contributor says:
      আমি দেখেছি পীরের কাছে চাইতে, ভাই আপনি কি শিরক মানে জানেন? শিরক কি, বলেনতো দেখি?
    2. Md Khalid Author Post Creator says:
      ji vai, oitai shirok, usila daewa jabe nijer valo amol, othoba Allahr kono gunbahok nam ke. # Reja BD
    3. Asikur Contributor says:
      ami reja bd k bolesi
    4. Md Khalid Author Post Creator says:
      sorry, ebar dekhun, ami o take bolchilam, Naam add korte vule gechilam, #Asikur
    5. Md Khalid Author Post Creator says:
      Raja BD ———-আমি নিজ চোখে দেখেছি। কেউ কম করে কেউ হয়তো বেশি করে। তবে কবরে গিয়ে হাত তুলে পিরের কাছে চাইতে দেখেছি যা হয়তো সবাই করেনা, কবরের দিক সেজদা দিতে দেখেছি যা হয়তো সবাই করেনা, সবাই পীরের উসিলা নিয়ে অাল্লাহর কাছে দোয়া করে এটা জানলাম এটা ওখানে সবাই করে তাও জানি। ৩ টা ই সমান, ========== সুরাহ ঝুমার এর ৩ নং আয়াত দেখুন – অবিমিশ্রিত আনুগত্য আল্লাহর ই প্রাপ্য । আর তারা যা করে তারা মনে করে এরা আমাদের আল্লাহর সান্নিধ্যে এনে দেবে…।
    6. legend Contributor says:
      Vai, amr bashar pashei Shahjalal er mazar, oikhane prayoi abadira dol bedhe ashe ebong nachanachi gan bajna kore and jabar age koborer shamne sijda kore jay, eitake ki bolben? Ekhon bolen eita shirk na?
    7. Md Khalid Author Post Creator says:
      legend thank you ——————————- eta shirk……. oder ask kore sristikorta ke? bobe – Allah, ask koren rijik dey ke? ayen data ke? bicharok ke? ashob e bolbe Allah.. kintu jodi bolen – Allah chara ar karo kache chawa jaben – MANBENA………. Abu jehel thik erokom e chilo, sbu lahab, utba ra eirokom e chilo. ……….. #### prof ——— trickbd. com/hadith-quran/252530
    8. Reja BD Author says:
      Fb aso

      Fb.com/RejaRox

    9. Md Khalid Author Post Creator says:
      যেখানে চ্যালেঞ্জ – সেখানে মিমাংসা করা উচিত। পরীক্ষার হলের উত্তর বাড়িতে দেয়া যায়?
    10. Reja BD Author says:
      তোমিত নতুন বড় আলেম হইছ, আগের অালেমরা ভুল পথে চিলো, এখন তোমার কাছ থেকে নতুন ভাবে শিখতে হবে।
    11. WapmasterArif Contributor says:

      পোস্টে তো একটা হাদিসের রেফারেন্চ ও দেখালিনা
    12. Md Khalid Author Post Creator says:
      গোড়ামি করেন?। হাতের কাছে হাজার হাদিস এর বই, দেখাতে পারলেনা কোথায় “কবরিন নবির” যায়গায় “রওযাতুন নবি” বলা আছে। আগের আলেম রা করেছে আমরা করবো এটা তো মুসলমানের কথা না, এটা হিন্দু রা বলে, আর কুরআন কালামে বহু বার এই পুর্ব পুরুষের রেফারেন্স দিতে নিষেধ করা হয়েছে,

      দেখুন সুরা কাহাফ এর ৫ আয়াত “এ সম্পর্কে তাদের কোন জ্ঞান নেই এবং তাদের পিতৃপুরুষদেরও নেই। কত কঠিন তাদের মুখের কথা। তারা যা বলে তা তো সবই মিথ্যা।”
      এরকম অনেক বার পুর্ব দের উছিলা দিতে না করা হয়েছে।
      সাথে বলা হয়েছে
      তর্কিত বিষয় কুরআন ও হাদিস এ দেখতে। বার বার বলা হয়েছে। আরোও বলা হয়েছে যদি না পড়তে পারো, যারা পড়তে পারে তাদের কাছে জিজ্ঞাসা করতে। — ———————— পুর্ব পুরুষেরা অনেকে নাওয়াইতু আন উসাল্লিয়া দিয়ে নিয়ত করেছে, এটা নাই হাদিসে, এটা রাসুল সাঃ করেন নি, তারা একটা ভুল করলে তাই মানতে হবে? আর পুর্ব পুরুষেরা বলতে কাদের বুঝাও? আমি তো দেখছি আলেম রা তুমি যা বলছো তার বিপরীত করেছে। তাহলে তোমার কাছে আলেম এর সংগা আলাদা।

    13. Md Khalid Author Post Creator says:
      ############### আচ্ছা আমরা যে ঝগড়ার দিকে না যাই #######
      আপনি একটা কথা বলেন তো ——- যে বলছেন বার বার আলেম রা আলেম রা—— তাদের ভেতর থেকে বেশি না, ৫ জন আলেম এর নাম বলুন।
    14. WapmasterArif Contributor says:
      ঠিক ভাইয়া
    15. Md Khalid Author Post Creator says:
      পারবেনা বলতে
    16. WapmasterArif Contributor says:
      : মওলানা আব্দুল হাদী কাঞ্চণপুরী, আব্দুল গণি কাঞ্চণপুরী,বজলুল করীম মন্দাকিনী, হারুনুর রশীদ,এনাম রেজা,…………
    17. Md Khalid Author Post Creator says:
      হাহা! আমি নাম বলছি ———– আবু বকর রাঃ, ওমর রা, উসমান রাঃ, আলী রাঃ, আবু হানিফা রঃ, ইমাম শাফেয়ী রহঃ, ইমাম মালিক রহঃ, ইমাম আহমদ ইবন হাম্বল রহঃ, ইবনে ক্কাসির , ইবনে হাজার, বুখারী রহঃ, মুসলিম রহঃ, হাজার হাজার সাহাবী, আয়েশা রাঃ, কুরতুবী ——– এনাদের নাম শূনেছেন, এনারা ঠিক নাকি আপনার বলা উনারা ঠিক আপনি কি বলেন? আপনার মতে আমি যে আলেম দের নাম বললাম তাদের চেয়ে বাংলাদেশী এই আলেম রা ঠিক । আর আমার মতে হাজার হাজার, লাখ লাখ , কোটি কোটি বাঙ্গালী আলেম এর চেয়ে ১ জন সাহাবী ই ঠিক আলেম, হাজার হাজার, লাখ লাখ , কোটি কোটি বাঙ্গালী আলেম এর চেয়ে ১ জন তাবেয়ী সঠিক আলেম। ওকে।
    18. Md Khalid Author Post Creator says:
      accha Thik ache, unader koyekta – ba 1 ta boi er naam bolen to vai. dekhi boi gulo te amar bola alem der nam / reference ache kina.
  2. Nazma Akondo Subscriber says:
    #শয়তান তোর লিখা (তবে শিখতে শিক্ষক লাগবে, শিখতে পীর লাগবে, শিখতে আলেম লাগবে, কিন্তু তার প্রতি ভক্তি করা যাবেনা) তার মানে, শিক্ষক পীর আলেম মাবাবা এদেরকে ভক্তি সম্মান করা যাবেনা, করলে শিরক,জাহন্নামে যেতে হবে।
    সম্মানের মালিক একমাত্র আল্লাহ।আমি বলি তুই#শয়তান, তুই শয়তানের জন্মা। ইসলামের নামে কি বলস তুই?এডমিন ভাই একে বের করুন
    1. Asikur Contributor says:
      অযথা গালি দেন কেন ভাই? সেতো কোন খারাপ কথা বলেনি, সেতো সব সঠিক ই বলেছে। শিরক কি, এটা সম্পর্কে তো আপনার কোন ঙ্গান ই নাই।
    2. Md Khalid Author Post Creator says:
      Thanks ভাই – Asikur
    3. Md Khalid Author Post Creator says:
      islam voktite noy, rasul sallallhu alaihiwasallam er onushoroner sikkha dey. am bolechi shomman dewa ar andaje ja bole tai mana ek noy, tara ja bole ta hadis a ache kina dekhe mante hobe….. tobe apni ja korlen ta kake onushoron kore korlen? Rasul sallallhu alaihiwasallam toooooooooooooo gali dite nished korechen, soytan bolte nisedh koreche, tahile egulo kader onushoron korlen? Reply
      ## AkondoNazma Akondo
    4. WapmasterArif Contributor says:
      : তাহলে কারো কাছে তুই পানিও খুজবিনা, কাওকে সাহায্য করতে বলবিনা। শুধু আল্লাহর কাছে সাহায্য চায়বি।
    5. Md Khalid Author Post Creator says:
      মা এর কাছে বাচ্চা খাবার চায়, মা দেয়। বাচ্চা যদি এই খাবার তাত চাচা, ফুফু, বা খালার মাধ্যমে চায় – যে খালা মা কে একটু বলে দাও আমাকে খাবার দিতে। মা এতে খুশি হয় নাকি বেজার হয়? ——————————- আর আপনি যা বলছে প্রথমত আপনার ভাষা ভাল নয়, তারপর বলছি – কাউকে – এই ভাই একটু সাহায্য করবেন? বা একটু গাড়ি টা ঠেলে দিবেন বলা? আর কাউকে – ভাই আমার সন্তান হচ্ছেনা, সন্তান দাও, রোগ মুক্তি দাও, সুখ দাও, এসব বলা এক না তা সকলেই বোঝে।
  3. 111111 Contributor says:
    পীরের মরিদ হওয়া জায়েজ। তুই বালের পোস্ট করছোত
    1. Md Khalid Author Post Creator says:
      আমি বলেছি মুরিদ হওয়া জায়েজ। কিন্তু তাকে জান্নাতে নিয়ে যাবে, গায়েব জানে এসব ভাবা
      শীরক। শিরক মহা জুলুম যা আল্লাহ ক্ষমা করেন না। তবে মুখ খারাপ করা জায়েজ নয়ই, এটা হারাম ।
    2. 111111 Contributor says:
      খাচ অলিরা গায়েব জানে
    3. Md Khalid Author Post Creator says:
      এগুলো কি ভাই ? …….আরো লাগ্লে বলেন, একটা ব্বাংলা কুরআন কিনে খুজে দেখে নিয়েন.. আল্লাহর নবী রাও গায়েব জানতেন না……….
      111111(Contributor) ………….
      ……..
      …… “বলুন, আল্লাহ ব্যতীত নভোমন্ডল ও ভূমন্ডলে কেউ গায়বের খবর জানে না এবং তারা জানে না যে, তারা কখন পুনরুজ্জীবিত হবে”। (আল কুরআন,সুরাহ নামল, আয়াত নং – ৬৫) ………
      …………………….
      ……….. “তিনি দৃশ্য ও অদৃশ্যের জ্ঞানী। তারা শরীক করে, তিনি তা থেকে উর্ধ্বে”। (আল কুরআন,সুরাহ মুমিনুন,আয়াত নং- ৯২) ……
      ………………..
      …… আপনি বলে দিন, আমি আমার নিজের কল্যাণ সাধনে এবং অকল্যাণ সাধনের মালিক নই, কিন্তু যা আল্লাহ চান। আর আমি যদি গায়বের কথা জেনে নিতে পারতাম, তাহলে বহু মঙ্গল অর্জন করে নিতে পারতাম, ফলে আমার কোন অমঙ্গল কখনও হতে পারত না। আমি তো শুধুমাত্র একজন ভীতি প্রদর্শক ও সুসংবাদদাতা ঈমানদারদের জন্য। (সুরাহ আরাফ :আয়াত নং- ১৮৮) ..
    4. 111111 Contributor says:
      তুমি একটা বেইঈমান মানুষ 100% সত্য। তুমি এটা কি বললে ..কোনো নবী -রাসূল. গায়েব জানতেন না!!
    5. 111111 Contributor says:
      তুমি একটা বেইঈমান মানুষ 100% সত্য। তুমি এটা কি বললে ..কোনো নবী -রাসূল. গায়েব জানতেন না!! তুমি কি সুধু কোরআন বিশ্বাস করো? হাদীস মানো না?
    6. Md Khalid Author Post Creator says:
      অই ————————- তুমি বেইমান বলছো কাকে? আল্লাহকে বেইমান বলছো? কুফুরি করেছ তাওবা করো। আমি কুরআন এর সুরাহ এর নাম সহ আয়াত লিখেছি চোখে দেখোনা? কানার মত আচরণ কর কেন? ——————— নাকি কুরআন কারে বলে চেনোইনা?????????????????????? # 111111(Contributor)
    7. 111111 Contributor says:
      তোকে বেইমান বলছি। আমার নবীজী ও তো গায়েব জানে। দলিল লাগলে বল। তুই নবিজীকে হাজির নাজির মানছ না। তোর পরিনতি খুব ভয়াবহ
    8. Md Khalid Author Post Creator says:
      eto bangla Onubaad er Quran, bandle bandle sohih Hadith market a thakte + chokh , kan, bibek buddhi ar brain thakte + Hajar hajar alem ulama beche thakkte———————————— kono manush er kothay SHIROK korar dorkar nai amar…. namaz lagena jader, Quran, hadith lagena, OJHA type kichu manush kichu bollo ar chok buje mene nilam< holo? sorry for your inconvenience. Good bye.
    9. Md Khalid Author Post Creator says:
      ।11111 (Contributor) ####### আচ্ছা মানলাম #########
      এখন খেয়াল করো ———
      ১। আল্লাহ গায়েব এর জ্ঞান জানেন।
      ২। ওলিরা গায়েব এর জ্ঞান জানেন।
      ৩। নবী গায়েব এর জ্ঞাআন জানেন।
      ——————-
      এখন ২ ও ৩ এর ওলি ও নবী কে কি আল্লাহর সাথে শরীক করা হলো? নাকি হলোনা? তুমি নিজেই বলো? —– মনে হচ্ছে শিরক এর বাংলা অংশিদার/পার্টনার/ভাগিদার/সমান/ একই – এই অর্থ তোমাকে বলে দিতে হবেনা।
  4. blackhat Contributor says:
    Thanks admin onek valo post. karo murid howa thik na, just Allah er ibadat korte hobe. r ekmatro nabi (sa). sara kew osila hobe na, sufarish o korbe na kono pir ba mazar.
    1. Md Khalid Author Post Creator says:
      Thank you vai , you right # blackhat
  5. Mahbub Subscriber says:
    vai ami islam bisarod na…tai kono baje comment korbo na…tobe amar mone hoy kisu kotha vul ase..
    1. Md Khalid Author Post Creator says:
      আপনি কুরআন ও সহীহ হাদীস এর আলোকে ভুল ধরাতে পারলে আপনার জন্য অনেক দুয়া করবো, কৃতজ্ঞ থাকবো। বলুন ———- Mahbub
  6. djrony Contributor says:
    এডমিন ভাই,আপনি কোন মাদ্রাসায় লেখা পড়া করছেন,,আর আপনি কি নামাযআএকলা পড়েন নাকি জামাত সহকারে পড়েন,পৃথিবীতে মাধ্যম ছাড়া কিছু হয়না,,আর আপনি যে দূনিয়াতে আসছেন মা বিহীন না পিতা বিহীন,নাকি আল্লাহ আপনাকে সরাসরি মাটিতে ছেড়ে দিয়েছেন।ইসলাম সম্পর্কে না জেনে পোষ্ট করবেন না।
    1. Md Khalid Author Post Creator says:
      djrony # “পৃথিবীতে মাধ্যম ছাড়া কিছু হয়না” ….. এইকথা বলার জন্য ধন্যবাদ , প্রশ্ন টা সুন্দর। ……. দুনিয়ায় আসার মাধ্যম আর আল্লাহর কাছে চাওয়ার মাধ্যম এক নয়। । আপনি যদি সহীহ হাদীস নিজে পড়েন তাহলে প্রমান পাবেন,………। এখানে খেয়াল করুন— আমরা মন্ত্রি দের কাছে সরাসরী চাইতে পারিনা, মাধ্যম লাগে এটা ৩ কারনে। ………… ১) মন্ত্রিরা আমাদের চেনেনা ও জানেনা , ২) মন্ত্রীরা ১০০% ইন্সাফ করেন না, কোন মানুষ করতে পারেনা, যুলুম করে ফেলেন ইচ্ছায় বা অনিচ্ছায় ৩), এজন্য তার পি,এস বলে দেন যে অমুক আসসছে, সে ভালো ছেলে, তাকে এই এই দেন,তারপর তিনি দেন………… কিন্তু আল্লাহ এই ৩ এর উর্ধে। ১) আল্লাহ সব জানেন ও দেখেন, ২) াল্লাহ জালেম নন, ৩) এজন্য তার পি এস দিয়ে বলানো লাগেনা। আল্লাহ অনেক জায়গাতে বলেছেন – আমার কাছে চাও, হাদীসে অনেক আছে – তোমার যা লাগবে আল্লাহর কাছে চাও এমনকি জুতার ফিতা ছিড়ে গেলেও। তাহলে আল্লাহর কাছে চাইতে সরাসরী চাইতে হবে, নিজের দুয়া সব হাদীসে নিজে করতে বলা হয়েছে। (হয়তো মাধ্যম লাগবে এরকম আন্দাজে ধারনা করার কোন সুযোগ নাই)
    2. Md Khalid Author Post Creator says:
      প্রশ্নঃ “আপনি কোন মাদ্রাসায় লেখা পড়া করছেন,,আর আপনি কি নামাযআএকলা পড়েন নাকি জামাত সহকারে পড়েন” উত্তর — রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন – “তোমাদের জন্য ২ টি জিনিস রেখে যাচ্ছি, ১) কুরআন ও ২)সুন্নাহ। যতদিন আকড়ে থাকবে পথ হারাবেনা”
      আমি এই ২ টা জিনিস সরাসরী পড়ি, না বুঝলে আলেম দের কাছে জিজ্ঞাসা করে জেনে নিই।

      কারণ আল্লাহ বলেছেন – “যদি তোমরা না জানো তবে কুরআন যারা জানে তাদের কাছ থেকে জেনে নাও”

      আলেম দের চেনা যাবে কিভাবে? সহজ ভাষায় বলা যায় – যারা ৫ ওয়াক্ত নামাজ পড়েন, কুরআন ও হাদীস থেকে আরবী দেখে বাংলা পড়তে পারেন ও পড়াতে পারেন। যেমন – মুহাদ্দীস, মুফতিগন । জুব্বা পরলেই আলেম নয়।

    3. Md Khalid Author Post Creator says:
      ################ ডি যে রনি ###############
      মা এর কাছে সন্তান নিজে খাবার না চেয়ে চাচা কে বলে, বা দাদী কে বলে – চাচা বা দাদি – তুমি একটু মা কে বলে দাও যাতে আমাকে খাবার দেয়। ………… মাধ্যম ধরলে মা খুশি হবে নাকি বেজার হবে?
  7. Md Khalid Author Post Creator says:
    Repeat— এদের কাছে প্রশ্ন করেন, সৃষ্টিকর্তা কে? বলবে – আল্লাহ। জিজ্ঞাসা করেন রিজিক দেয় কে? এরা বলবে আল্লাহ।
    কিন্তু যদি বলেন – আল্লাহ ছাড়া আর কারোও কাছে চাওয়া যাবেনা – তাহলে মানবে? মানবেনা, বরং মারবে
    1. Asikur Contributor says:
      এই হলো বাংলাদেশের মুসলমান, এরাতো ইসলাম সম্পর্কে কিছু জানেই না, আর জানতেউ চাই না, আর কেউ যদি তাকে কিছু জানাতে চাই- তাহলে সে নিজেকে অনেক ঙ্গানি মনে করে তাকে বাশ দেয়,(অথচ সে একটা নির্বোধ) এই হলো এরা মুসলমান।
      তাই #খালিদ ভাই, কুকুরের লেজ কখনো সোজা হবে না, তাই আমি জোর পুর্বক সেই লেজ সোজা করতরউ চাই না। এর জন্য আমি কাউকে এক্সটা ঙ্গান দিতে চাই না। আমি মাদ্রাসার ছাত্র, তাই ইসলাম সম্পর্কে মোটামোটি ভালোই ঙ্গান অর্জন আছে।
    2. Md Khalid Author Post Creator says:
      Asikur ভাই, লেজ সোজা করার জন্য তো বলা নয়, জাস্ট সত্য প্রচার ই উদ্দেশ্য। আর আল্লহ বলেই দিয়েছেন – “হে নবী আপনাকে দারোয়ান করে পাঠানো হয়নি্‌,
      অন্যত্র আল্লাহ বলেন – আপনার কাজ শুধু সত্য পৌঁছে দেয়া, কেউ না মানলে সে দায়িত্ব আপনার না” ।
    3. Md Khalid Author Post Creator says:
      Ashiqur vaia ========= main page a dekhen to ekta topic time change kore kichu time er jonno shamne enechi /……………….. obossho kichu manush khepe jabe o amake merte chaibe, Shob e borat niye lekha dekhun……….
    4. Asikur Contributor says:
      kotai vai? kuje paina. link den..
    5. Md Khalid Author Post Creator says:
      trickbd. com/hadith-quran/286991
    6. Md Khalid Author Post Creator says:
      apni ei link ta dekhben , Inshallah Madrasar stro soho sbar jonno upokari ———————— http://www.youtube.com/user/SunnahTrust

      প্লে লিস্ট এ গিয়ে তাওহীদ, শিরক, মাযহাব, মুনাজাত এসব দেখুন। আশা করা যায় আপনি যা খুজছেন তা পাবেন। ইন শা আল্লাহ

    7. Md Khalid Author Post Creator says:
      space kete diyen, noyto ashbena
    8. blackhat Contributor says:
      valo boleso.
    9. Md Khalid Author Post Creator says:
      thank you vai.
  8. shahriaf Contributor says:
    পীর , আলেম , ওলামা উনাদের সংস্পর্শে থাকা ভালো এতে তাদের ভালো গুণগুলি অন্যের মাঝেও আসে । কিন্তু যিনি ইন্তেকাল করছেন উনার মাজারে মাথা ঠুকলে লাভ কি ? হযরত আবু বকর বা ওমর বা আলি বা ওসমান (রাঃ) কেউই তো নবীর রওজাকে কেন্দ্র করে আমল করতেন না ওনারা মসজিদ মুখিই ছিলেন। মুসলমান এখন মসজিদ বিমুখ এজন্যই যত দুর্দশা। মেক্সিমামই এখন বাবার মাজার মুখী।
    1. Md Khalid Author Post Creator says:
      জি ভাই, সুন্দর সত্য বলেছেন। হযরত আবু বকর বা ওমর বা আলি বা ওসমান (রাঃ) কেউই তো নবীর উছিলা দিয়ে দোয়া ও করতেন না। shahriaf
    2. Md Khalid Author Post Creator says:
      ARekta kotha – ei kaj gulo main karon holo ———- amader majhei ja oneke mone kore – “namaz kalam kom pori, pap ache onek, amra dua korle mone hoy Allah shunben na, Allahr oli der kache gele, hafez saheb er kache gele mone hoy Allah tara tari shunben”….. ei chinta tai shirok…… kno namaz, kono dua er vetor kauke maddhom kora jaben na etai Islamer mul kotha.
  9. Nazma Akondo Subscriber says:
    খালিদ তুই, জামাত শিবির, আহলে হাদীস, রফাদানী, এসব ছাড়
    1. Md Khalid Author Post Creator says:
      chere diya mushrik how mushrik der moto………… jara Quran porena, namaz porena, manush er puja kore………. ekjon manush ek sathe shob dol a thake ? আহলে হাদীস to RAsul sallallahu alaihi wasallamke jara manbe tara shobai …. ar jara quran o porena hadith o porena tader kotha vinno, jara sikkhok ke nobi mane tara hadith keno porbe
    2. Md Khalid Author Post Creator says:
      রফাদাইন রাসুল (সা) নিজে করেছেন। তুমি নবির পথ ছাড়তে বলছো? কুফুরি করেছ তাওবা কর। নাকি সহীহ হাদীস চেনো ই না???????????? হা তবে – রফাদাইন মুস্তাহাব সুন্নাত, কেউ করলে ১০ সাওয়াব বেশি পাবে, না করলে গুনাহ নেই।
    3. Md Khalid Author Post Creator says:
      মা এর কাছে সন্তান খাবার চাইলে খাবার দেন, কিন্তু সন্তান নিজে খাবার না চেয়ে চাচা কে বলে, বা দাদী কে বলে – চাচা বা দাদি – তুমি একটু মা কে বলে দাও যাতে আমাকে খাবার দেয়। ………… এই মাধ্যম ধরলে মা খুশি হবে নাকি বেজার হবে? ………………… এতে মায়ের মাতৃত্বের অপমান করা হয়।
  10. Araf Author says:
    এরকম পোস্ট/সঠিক তথ্য/সঠিক জ্ঞানের অভাবেই আজ হয়তো অনেকেই djrony, Ashikur এবং 111111 ভাইয়ের মতো সত্যের সন্ধানে ব্যার্থ হয়েছে। দেশে PeaceTV থাকলে এমন অনেকেই হয়তো সঠিক তথ্য জানতে পারতো। আল্লাহ তাদের সঠিক জ্ঞান দান করুন। ধন্যবাদ খলিদ ভাই! 🙂
    1. Md Khalid Author Post Creator says:
      thank you vai true bolar jonno.
  11. Araf Author says:
    আমাদের দেশের লোকেদেরকে ইসলামের সঠিক জ্ঞান দিতে গেলে ৮০% লোকই তার উল্টোটা বুঝে। অন্তত উপরের কমেন্ট গুলোতে তাই বোঝা গেলো। অবশ্য তাদেরই বা কী দোষ….লোকমুখে যাচাইহীন ভুল তথ্যের এবং পবিত্র কোরান-হাদীস পাঠ না করার ফসল এটা। যার কারণেই হয়তো এখনো অনেকে অন্ধকারাচ্ছন্ন! সত্য ও মিথ্যার যাচাই তো পবিত্র আল-কোরানেই দেয়া আছে। সেটি পাঠ না করে(বুঝে) এখানে(কমেন্টে) তর্কা-তর্কি করার কোনো মানে খুজে পেতে আমি ব্যার্থ!
    তবে, ধন্যবাদ খলিদ ভাইকে! 😀
    1. Md Khalid Author Post Creator says:
      thik, apnake o thanks.
  12. Araf Author says:
    আপনাকে স্বাগতম!

Leave a Reply