আমরা মনে করি– “ফরজ পালন করি আল্লাহ কে খুশি করতে , আর সুন্নাত পালন করি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে খুশি করতে” কিন্তু এটা ভুল।
আসলে সুন্নাত হলো -রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সমস্ত কর্ম বা, সমগ্র জীবনটাই আমাদের জন্য সুন্নাত।
ফরজ কে ফরজের মত মত গুরুত্ব দিয়ে পালন করাই সুন্নাত,
সুন্নাত কে সুন্নাতের মত মত গুরুত্ব দিয়ে পালন করাই সুন্নাত,
নফল কে নফলের মত গুরুত্ব দিয়ে পালন করাই সুন্নাত।
আবার হারাম কে হারাম এর মত গুরুত্ব দিয়ে বর্জন করাই সুন্নাত।
কারণ এগুলো সব শিখেছি তার কাছ থেকেই।
তিনি নিজে না করে কখনোও কোন ইবাদত আদায় বা পালন করতে বলেন নি।
এক কথায়, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন, যে কাজ, যে সময়ে যতটুকু যেভাবে করেছে তখন, সেই কাজ, ততটুকু দিয়ে পালন করাই সুন্নাত ।
আবার , রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন, যে কাজ, যে সময়ে , যতটুকু যেভাবে বর্জন করেছেন করেছে – তখন, সেই কাজ, ততটুকু গুরুত্ব দিয়ে বর্জন করাই সুন্নাত।
তাই আমাদের উচিত হবে এটা ঠিক করে নেয়া যে , সব করবো আল্লাহ কে খুশি করতে , আর তা করবো নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দেখানো তরিকায়। তার দেখানো পদ্ধতিতে।
——চলবে———–
[সংগৃহীত – মরহুম আব্দুল্লাহ জাহাঙ্গীর – আসসুন্নাহ ট্রাস্ট.কম]
প্লিজ ভিজিট This side