বার্লিনে চলমান আইএফএ ২০১৫’তে
সাড়া জাগানো একটি স্মার্টফোন
নিয়ে এসেছে জেডটিই। এক্সন
এলিট নামের স্মার্টফোনটির অন্যতম
ফিচার হলো এর ডুয়েল রিয়ার
ক্যামেরা।
৫.৫ ইঞ্চি ডিসপ্লে রয়েছে এতে
যার রেজ্যুলেশন ১০৮০ পিক্সেল।
এছাড়াও ২.৫ডি গ্লাস রয়েছে এর
ডিসপ্লেতে। স্মার্টফোনটিতে
আছে ৩ জিবি র্যাম, ৩২ জিবি
স্টোরেজ ক্যাপাসিটি। আছে ৬৪-
বিট অক্টা কোর প্রসেসর, কোয়ালকম
ডুয়েল লেন্স সমৃদ্ধ রিয়ার ক্যামেরা
আছে এক্সন এলিটে। এর একটি হলো
১৩ মেগাপিক্সেল এবং অপরটি ২
মেগাপিক্সেল ক্যামেরা। এছাড়া
আছে ডুয়েল এলইডি ফ্ল্যাশ।
স্মার্টফোনটিতে আছে ৮
মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এর
রিয়ার ক্যামেরায় ৪কে ভিডিও
ধারণের সুবিধাও থাকছে।
এক্সন এলিটের অপারেটিং
সিস্টেম অ্যান্ড্রয়েড ৫.১.১।
স্মার্টফোনটির ব্যাটারি
ক্যাপাসিটি ৩,০০০
মিলিঅ্যাম্পিয়ার। এতে আরও আছে
তিনটি বায়োমেট্রিক সেন্সর-
ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ভয়েস
স্ক্যানার।
৪১৯.৯৯ ইউরো মূল্যের এই ডিভাইসটি
চলতি মাসের ২৪ তারিখ থেকে
ইউরোপের বিভিন্ন দেশে পাওয়া
যাবে।
One thought on "তিন ক্যামেরার স্মার্টফোন নিয়ে এলো জেডটিই"