হেডফোন আমাদের দৈনন্দিন জীবনের একটি
দরকারি উপসঙ্গ। আমরা সাধারণত তারওয়ালা (অর্থাৎ
ওয়্যারড) হেডফোনই ব্যবহার করে থাকি। সাধ ও সাধ্য
থাকলেই সাধারণত ব্লুটুথ হেডফোন ব্যবহার করা
সম্ভব। কারণ এক একটি সাধারণ ব্লুটুথ হেডফোনের
দাম শুরুই হয় ৯০০/১০০০ টাকা থেকে। তাই ইচ্ছে
থাকলেও এই হেডফোনের ব্যবহার আর হয়ে
উঠে না।
এই সমস্যা থেকে উত্তরণের জন্য গুগলে সার্চ
করা শুরু করলাম এবং জানতে পারলাম একটি ‘ব্লুটুথ অডিও
রিসিভার’ হলেই এই সমস্যার সমাধান করা সম্ভব। আর এই
‘ব্লুটুথ অডিও রিসিভার’ অনেক কম দামে কেনা সম্ভব
(দামীও রয়েছে)। ইন্টারনেট থেকে নেয়া ছবি
লোকাল মার্কেটে দেখালাম, তারা ডিভাইসটি কেউ
চিনলই না…!
এবার AliExpress এ সার্চ করা শুরু করলাম। মাত্র ৩
ডলারের মধ্যেই পেয়ে গেলাম। টিউনার বন্ধুরা
নিশ্চয়ই জানেন যে বর্তমানে AliExpress থেকে
আমরা খুব সহজেই যে কোন প্রোডাক্ট
দেশের যে কোন জায়গায় আনিয়ে নিতে পারি।
আমিও আনিয়ে নিলাম Facebook এর একটি Group এর
মাধ্যমে (সব মিলিয়ে আমার খরচ পড়েছে ২৯০ টাকার
মত)।

আমার ডিভাইসটি দেখতে এইরকমঃ

এর সাথে ছিলঃ
১. ‘ব্লুটুথ অডিও রিসিভার’
২. USB Charging Cable
৩. 3.5 mm কানেক্টর

এবার আসা যাক কানেকসনের পালায়ঃ
Bluetooth চালু করে সার্চ করলে ডিভাইসটি সো
করবে। নিচের ছবিটি লক্ষ্য করুনঃ

ডিভাইসটি কানেক্টেড হবার পর Voice Confirmation এ
“Divice Connected” বলা হবে। ডিভাইসটির ব্যাটারীর
অবস্থা Notification Panel এ দেখাবে।

ব্যাটারী Low হলে নিচের মত দেখাবে।

কানেকসনের পালা শেষ (ডিভাইস কানেক্টেড
অবস্থায় নীল লাইট ব্লিঙ্ক করবে)। এবার আপনি
আপনার যে কোন 3.5 mm হেডফোনকে
‘ব্লুটুথ অডিও রিসিভার’ এর 3.5 mm পোর্টে লাগিয়ে
নিলেই আপনার পছন্দের হেডফোনটি রূপান্তরিত
হবে সম্পূর্ণ ব্লুটুথ হেডফোনে।


এবার যে কোন রকম গান উপভোগ করুন এই
হেডফোনের মাধ্যমে।
এক্সট্রা টিপস
আপনি কী এফএম রেডিও শোনতে চান? এই ব্লুটুথ
হেডফোন ব্যবহার করেই এফএম রেডিও
শোনতে পারবেন! এর জন্য আপনাকে ডিভাইসটির
সাথে পাওয়া 3.5 mm কানেক্টরটি মোবাইলের 3.5
mm পোর্টে লাগাতে হবে (খেয়াল করুন
মোবাইলের পোর্টে। কারণ এফএম শুনতে একটি
এন্টেনা লাগে। কানেক্টরটি এন্টেনার কাজ করবে)।
ব্যস হয়ে গেল। আপনি এখন মোবাইলে থাকা গান
কিংবা এফএম যাই শুনতে চান না কেন পারবেন।
ধন্যবাদ টিউনার বন্ধুরা, এতক্ষণ মনোযোগ সহকারে
টিউনটি পড়বার জন্য। এটি আমার প্রথম টিউন। যে
কোন রকম ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার
জন্য অনুরোধ রইল। সবাই ভাল থাকবেন। আশা করি
টিউনটি আপনাদের কাজে লাগবে।

5 thoughts on "আপনার 3.5 mm ওয়্যার হেডফোনকে বানিয়ে ফেলুন ব্লুটুথ হেডফোন with sshot"

  1. jahedrana420 Contributor says:
    Very complex post and not a good post!
  2. AhShifat99 Contributor says:
    Device টা চার্জ দেয় কিভাবে?
  3. rokyroy508 Contributor says:
    model ki????
  4. Ashik Contributor says:
    kothay pabo aita?? please reply!
  5. Ashik Contributor says:
    kothay pabo aita??

Leave a Reply