Hello,all
মোবাইলের গোপনীয়তা রক্ষা এবং ব্যক্তিগত
তথ্যের সুরক্ষার স্বার্থে কমবেশি সকলেই
নিজেদের মোবাইল লক করে রাখার পক্ষপাতী।
স্মার্টফোনে সাধারণত প্যাটার্ন লকিং এবং পাসওয়ার্ড
লকিং-এর সাহায্যেই ফোন লক করেন সকলে।
কিন্তু কোন কারণে সেট করা লকিং প্যাটার্ন কিংবা
পাসওয়ার্ডটি ভুলে গেলেই কাজ হয়ে গেল। কারণ
সে ক্ষেত্রে নিজের মোবাইল নিজেই আর
ব্যবহার করতে পারবেন না আপনি। এমনটা ঘটলে
কী করবেন? কী ভাবে আনলক করবেন নিজের
মোবাইল?
জেনে নিন, সহজ কৌশল—
১. ফোনের লক খুলতে না পারলে প্রথমেই
ফোনটিকে সুইচ অফ করে দিন।
২. তার পর এক মিনিট অপেক্ষা করুন।
৩. এ বার ফোনের ভলিউম বাটন, পাওয়ার বাটন, আর
ক্ষণের মধ্যেই দেখবেন, আপনার মোবাইলের
স্ক্রিনের আলো জ্বলে উঠেছে, আর
স্ক্রিনে ভেসে উঠেছে রিবুট ডেটা, ওয়াইপ
ডেটা/ফ্যাক্টরি রিসেট, ইনস্টল আপডেট, পাওয়ার
ডাউন ও অ্যাডভান্সড অপশনগুলি।
৪. এর মধ্যে ওয়াইপ ডেটা/ফ্যাক্টারি রিসেট
অপশনটিকে সিলেক্ট করুন।
৫. এরপর ইয়েস, ডিলিট অল ডাটা সিলেক্ট করুন।
সাথে সাথে ফোনটি রিসেট হতে শুরু করবে।
৬. রিসেট শেষ হলে আবার একই অপশণ
দেখাবে। সেখান থেকে রিবুট ডেটা সিলেক্ট
করে ফোনটি রিস্টার্ট দিন। দেখবেন, মোবাইল
আনলক হয়ে গিয়েছে।
প্রায় সমস্ত স্মার্টফোনেই কৌশল কার্যকর হবে।
তবে খেয়াল রাখবেন, এই প্রক্রিয়ায় মোবাইল
আনলক করলে মোবাইলের ইন্টারনাল মেমরিতে
সেভ করা সমস্ত ডেটা কিন্তু মুছে যাবে।
ফলে মোবাইল ব্যবহারের সময়ে চেষ্টা
করবেন, যাবতীয় ছবি, ভিডিও ইত্যাদি এক্সটার্নাল
মেমোরি কার্ডে সেভ করার। তা হলে আর ডেটা
মুছে যাওয়ার সমস্যায় পড়তে হবে না।
Note:
আর এই পদ্ধতি অবলম্বন করতে হলে এর আগে
অবশ্যই সিম এবং মেমরি কার্ড খুলে রাখবেন।
সময় এর অভাবে Screenshot দিতে পারলাম নাহ
ভালো লাগলে SHARE কোরবেন।
সৌজন্যে ঃ AmarTips.Mobi
w15i
Name:Sohan
F.Name:Imam Hossen(Dead)
M.Name:Rayhena Begum
এটা এর আগে কয়বার পোস্ট করা হয়েছে দেখ।
এটা অনেক পুরাতন।
আশা করি নতুন কিছু উপহার দিবা
।
Amar symphony w71i ai mobile ar custom recovery khub dorkar please keu help koren?
প্যাটার্ন ভুলে গেলে রিসেট যদি দিতেই হয়…
তাহলে আর লাভ কি হলো…
সব গেল!
রিসেট না দিয়ে প্যাটার্ন লক ডিলিট করার সিস্টেম হয়তো আপনার জানা নেই…..