আশা করি আল্লাহর রহমতে সবাই ভালই আছেন।
আজকে আপনাদের সাথে একটা সুন্দর কাজ শেয়ার করবো।
টাইটেল দেখেই হয়তো বুঝে গেছেন সবাই।
যারা জানেন তাদের থেকে আরো সহযোগিতা চাই।আর যারা জানেনা তাদের জানাতে চাই।
এখন কাজের কথায় আসি।
কিছু কথা:
আপনারা এখনো যারা মোবাইল রুট করার পর ফোনে কাস্টম রিকোভারী ফ্ল্যাশ করেন নি।তারা যত তারাতারি সম্ভব কাস্টম রিকোভারী করে নিন।
আর না করলে আপনি ফোন টি চালাতে গেলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হবেন।
আমি নিজেই অনেক সমস্যায় পরেছিলাম।
আমি রিকোভারী করার পর সমস্যা গুলো আর পাচ্ছিনা।
তো আমি আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি আমার ফোনের জন্য TWRP RECOVERY
ফ্ল্যাশ করার নিয়ম সহ।
আমার ফোন
Symphony v30
4.4.2-kitkat
mt6572
kernel-3.4.67
তো আমার দেওয়া রিকোভারী টি আপনার ফোনের সাথে মিল থাকলে চলবে।
আর না মিললে নিজস্ব ফোনের জন্য নিতে গুগলে গিয়ে লিখুন
custom recovery for xxxxxxxx অথবা TRWP/CWM for xxxx
x এর যায়গায় আপনার ফোনের নাম ও মডেল লিখবেন।
এমন কি সাথে mt ও kernel দিলে আরো ভাল হয়।সব মিলে গেলেই আপনি ফাইল টি ডাউনলোড করে খুব সতর্কতার সাথে কাজ করবেন।
ব্রিক হওয়ার ভয় থাকে রিকোভারী না করলে।
আবার রিকোভারী করার পর যখন ফোনের বিভিন্ন অ্যাডভান্স কাজ করা হয় তখন ব্রিক হতে পারে।
তখন শুধু আপনার ব্যাকাবে রাখা কাস্টম রিকোভারী টার মাধ্যমে আপনারা রিস্টর করে ফোনটি আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারবেন।
কাস্টম রিকোভারী করার এইটাই সবচাইতে বড় সুবিধা যে আপনাকে কাস্টমার কেয়ারে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে বা ফোন রেখে আসার কোন দরকারই হয়না।
আমার মতে রুট করার পর কাস্টম রিকোভারী না করা টা নিছক বোকামি।
ক্ষেত্র বিশেষে ফোনের জন্য অনেক খুজেও পাওয়া যায়না।তার জন্যও বিভিন্ন পদ্ধতি রয়েছে।
যেমন:
এর জন্য আমি মনে করি ট্রিকবিডি থেকে পর্যাপ্ত সহযোগিতা পেতে পারেন।
আর যেখান থেকে আপনার রিকোভারী টি পাবেন সেখানেই এর ফ্ল্যাশ করার নিয়মও পাবেন।তো কথা না বারিয়ে কাজের কথায় যাই।
এখানে আমি পর্যাপ্ত পরিমান স্কিনসর্ট দিয়েছি।
তবুও না বুঝতে পারলে পোষ্টে কমেন্ট করবেন। বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো।
আমি ট্রিকবিডির হয়ে সারাক্ষণ আপনাদের পাশেই আছি ও থাকবো।
আশা করি সবাই ভালো ভাবেই বুঝতে পারবেন।
তো প্রথমে:
symphony v30 ফোনের জন্য TWRP RECOVERY টি ডাউনলোড করতে এখানে যান।
তারপর রিকোভারী ফাইলটি ডাউনলোড করা ফোল্ডার থেকে কপি করে সরাসরি এসডি কার্ডে রাখবেন।কোন ফোল্ডারে রাখবেন না।
ছবিতে দেখুন
অবস্যই মনে রাখবেন
এই কাজটি করার জন্য আপনার এসডি কার্ডে অবস্যই ২থেকে ৩ জিবি খালি রাখবেন।
তারপর আমার ফোনের জন্য নিয়ম অনুযায়ী mobile uncle tools এ্যাপস টিতে যাবেন।বি:দ্র:—এই এ্যাপস টি প্লে স্টোরেই পাবেন।
এ্যাপস টিতে প্রবেশ করলে আপনাকে রুট পারমিশন দিতে বললে আপনি পারমিশন Allow করে দিন।
তারপর ছবিতে দেখানো যায়গায় ক্লিক করুন।
তারপর নিচে ছবির মত আসলে ছবিতে দেখানো যায়গায় ক্লিক করুন।
তারপর নিচের মত আসলে (ok) করে দিন।
তারপর নিচের ছবিতে দেখানো (ok) যায়গায় ক্লিক করেন।
তারপর নিচের ছবির মত আসলে ব্যাকাপে ক্লিক করুন।
তারপর নিচের মত আসলে
ছবিতে দেখানো আইকন টি ধরে ডান দিকের শেষ পর্যন্ত টানুন।
তারপর নিচে ছবির মত আসলে আপনার রিকোভারী টি ব্যাকাপ হওয়া শুরু হবে।তখন শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
তারপর success লেখা আসলে ফোনটি রিবুট চাইবে। তখন ছবিতে দেখানো যায়গাতে ক্লিক করুন।
এখন আপনার কাজ শেষ। এখন আপনি আপনার এসডি কার্ডে গিয়ে TWRP নামে যে ফাইল টি পাবেন। ওইটাই আপনার ফোনের কাস্টম রিকোভারী ফাইল।
যা আপনাকে ভালো কোন যায়গায় ব্যাকাপ করে রাখা দরকার। আর এই টার মাধমেই আপনি আপনার ফোনে কোন সমস্যা হলে রিস্টর করে আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব।
[বি:দ্র:=এই কাজের জন্য নেট কানেকশন অন রাখলে ভাল হবে]
এই ভাবে আপনারা কাজটি করবেন।
আশা করি আপনাদের বিষয়টি ভালভাবে বোঝাতে পেরেছি।
ভুল হলে ক্ষমা করবেন ও ভুল দেখিয়ে দিবেন।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।
আর ট্রিকবিডির সাথে থেকে অনেক কিছু জানুন।
apner puran version onek slow kaj kore
https://www.gogorapid.com/root-symphony-v32
আর আমার ওই ফোন নাই তাই রুট করে দেখাতে পারলাম না।
https://trickbd.com/symphony-custom-rom/242971
তবে এতো নীল কালারে লিখবেন না,,,
কুরানের আয়াত একটি রয়েছে।
Symphony E12
root krte giya.
root howa obosthy,majh pothe,hothat sim dutoi udhaw.
sim sei je gelo,R elo na.
ekhn phone ta diye gaan shuna,chara kichui kora jai na
Request
আপনার ফোনের mtk. কত?
চাপ দিয়ে ধরে খুব কষ্ট করেই আপনাকে ফ্ল্যাশ করতে হবে। তা না হলে লাইন ছাড়বেই।ব্রিক করলে এই সমস্যাই বেশি হয়।
আমি প্রায় দিনে ২/৩ বার ব্রিক খেয়েও কষ্ট করে ফ্ল্যাশ করেছি