আশা করি আল্লাহর রহমতে সবাই ভালই আছেন।

আজকে আপনাদের সাথে একটা সুন্দর কাজ শেয়ার করবো।

টাইটেল দেখেই হয়তো বুঝে গেছেন সবাই।

যারা জানেন তাদের থেকে আরো সহযোগিতা চাই।আর যারা জানেনা তাদের জানাতে চাই।

এখন কাজের কথায় আসি।

কিছু কথা:

আপনারা এখনো যারা মোবাইল রুট করার পর ফোনে কাস্টম রিকোভারী ফ্ল্যাশ করেন নি।তারা যত তারাতারি সম্ভব কাস্টম রিকোভারী করে নিন।
আর না করলে আপনি ফোন টি চালাতে গেলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হবেন।
আমি নিজেই অনেক সমস্যায় পরেছিলাম।
আমি রিকোভারী করার পর সমস্যা গুলো আর পাচ্ছিনা।
তো আমি আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি আমার ফোনের জন্য TWRP RECOVERY
ফ্ল্যাশ করার নিয়ম সহ।

আমার ফোন
Symphony v30
4.4.2-kitkat
mt6572
kernel-3.4.67

তো আমার দেওয়া রিকোভারী টি আপনার ফোনের সাথে মিল থাকলে চলবে।
আর না মিললে নিজস্ব ফোনের জন্য নিতে গুগলে গিয়ে লিখুন

custom recovery for xxxxxxxx অথবা TRWP/CWM for xxxx

x এর যায়গায় আপনার ফোনের নাম ও মডেল লিখবেন।
এমন কি সাথে mt ও kernel দিলে আরো ভাল হয়।সব মিলে গেলেই আপনি ফাইল টি ডাউনলোড করে খুব সতর্কতার সাথে কাজ করবেন।

তবে ভয় পাবেন না যে আপনার ফোন ব্রিক হবে।
ব্রিক হওয়ার ভয় থাকে রিকোভারী না করলে।
আবার রিকোভারী করার পর যখন ফোনের বিভিন্ন অ্যাডভান্স কাজ করা হয় তখন ব্রিক হতে পারে।
তখন শুধু আপনার ব্যাকাবে রাখা কাস্টম রিকোভারী টার মাধ্যমে আপনারা রিস্টর করে ফোনটি আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারবেন।
কাস্টম রিকোভারী করার এইটাই সবচাইতে বড় সুবিধা যে আপনাকে কাস্টমার কেয়ারে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে বা ফোন রেখে আসার কোন দরকারই হয়না।
আমার মতে রুট করার পর কাস্টম রিকোভারী না করা টা নিছক বোকামি।
ক্ষেত্র বিশেষে ফোনের জন্য অনেক খুজেও পাওয়া যায়না।তার জন্যও বিভিন্ন পদ্ধতি রয়েছে।
যেমন:

  • তৈরি করা।
  • ফোনের নাম ও মডেল এর নামে ফেসবুকে গ্রুপ থেকে সাহায্য নেয়া।
  • আরো যারা বেশি পরিমানে মোবাইল সম্পর্কে ধারনা রাখে তাদের থেকেও জানতে পারেন।
  • এর জন্য আমি মনে করি ট্রিকবিডি থেকে পর্যাপ্ত সহযোগিতা পেতে পারেন।
    আর যেখান থেকে আপনার রিকোভারী টি পাবেন সেখানেই এর ফ্ল্যাশ করার নিয়মও পাবেন।তো কথা না বারিয়ে কাজের কথায় যাই।

    এখানে আমি পর্যাপ্ত পরিমান স্কিনসর্ট দিয়েছি।

    তবুও না বুঝতে পারলে পোষ্টে কমেন্ট করবেন। বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো।

    আমি ট্রিকবিডির হয়ে সারাক্ষণ আপনাদের পাশেই আছি ও থাকবো।
    আশা করি সবাই ভালো ভাবেই বুঝতে পারবেন।

    তো প্রথমে:

    symphony v30 ফোনের জন্য TWRP RECOVERY টি ডাউনলোড করতে এখানে যান।
    তারপর রিকোভারী ফাইলটি ডাউনলোড করা ফোল্ডার থেকে কপি করে সরাসরি এসডি কার্ডে রাখবেন।কোন ফোল্ডারে রাখবেন না।
    ছবিতে দেখুন

    অবস্যই মনে রাখবেন
    এই কাজটি করার জন্য আপনার এসডি কার্ডে অবস্যই ২থেকে ৩ জিবি খালি রাখবেন।
    তারপর আমার ফোনের জন্য নিয়ম অনুযায়ী mobile uncle tools এ্যাপস টিতে যাবেন।বি:দ্র:—এই এ্যাপস টি প্লে স্টোরেই পাবেন।

    এ্যাপস টিতে প্রবেশ করলে আপনাকে রুট পারমিশন দিতে বললে আপনি পারমিশন Allow করে দিন।

    তারপর ছবিতে দেখানো যায়গায় ক্লিক করুন।

    তারপর নিচে ছবির মত আসলে ছবিতে দেখানো যায়গায় ক্লিক করুন।

    তারপর নিচের মত আসলে (ok) করে দিন।

    তারপর নিচের ছবিতে দেখানো (ok) যায়গায় ক্লিক করেন।

    তারপর নিচের ছবির মত আসলে ব্যাকাপে ক্লিক করুন।

    তারপর নিচের মত আসলে

    ছবিতে দেখানো আইকন টি ধরে ডান দিকের শেষ পর্যন্ত টানুন।

    তারপর নিচে ছবির মত আসলে আপনার রিকোভারী টি ব্যাকাপ হওয়া শুরু হবে।তখন শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।

    তারপর success লেখা আসলে ফোনটি রিবুট চাইবে। তখন ছবিতে দেখানো যায়গাতে ক্লিক করুন।

    এখন আপনার কাজ শেষ। এখন আপনি আপনার এসডি কার্ডে গিয়ে TWRP নামে যে ফাইল টি পাবেন। ওইটাই আপনার ফোনের কাস্টম রিকোভারী ফাইল।

    যা আপনাকে ভালো কোন যায়গায় ব্যাকাপ করে রাখা দরকার। আর এই টার মাধমেই আপনি আপনার ফোনে কোন সমস্যা হলে রিস্টর করে আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব।

    [বি:দ্র:=এই কাজের জন্য নেট কানেকশন অন রাখলে ভাল হবে]

    এই ভাবে আপনারা কাজটি করবেন।
    আশা করি আপনাদের বিষয়টি ভালভাবে বোঝাতে পেরেছি।

    ভুল হলে ক্ষমা করবেন ও ভুল দেখিয়ে দিবেন।

    আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।
    আর ট্রিকবিডির সাথে থেকে অনেক কিছু জানুন।

    54 thoughts on "এখনই নিয়ে নিন symphony v30 ফোনের জন্য TWRP custom recovery. সাথে থাকছে সম্পুর্ন ফ্ল্যাশ করার নিয়ম।"

    1. mdanondo Author says:
      vai sob ph ki ei eki rokom kore hobe jemon p6 1gb te
      1. rajudhunatbogra Author Post Creator says:
        না ভাই।আমি 5 verson পর্যন্ত এই রকম পেয়েছি।তার পরের ভার্শন গুলো পিসি লাগে।
    2. vai, ami twrp er 3.1.0.0 use korsi v30 te,
      apner puran version onek slow kaj kore
      1. rajudhunatbogra Author Post Creator says:
        কি যে বলতে পারলাম না।কিন্তু আমার ফোন মোটামুটি ভালোই চলে।হয়তো ফোনের বয়স অনুযায়ী বা twrp এর ভার্শন অনুযায়ী ব্যাতিক্রম হতে পারে।
    3. Junayed.hasan Contributor says:
      ভাই symphony v32 এর রূট কেওনে করবো,, ,?
      1. rajudhunatbogra Author Post Creator says:
        ভাই নিচের লিংক থেকে চেষ্টা করে দেখতে পারেন।
        https://www.gogorapid.com/root-symphony-v32
        আর আমার ওই ফোন নাই তাই রুট করে দেখাতে পারলাম না।
    4. Junayed.hasan Contributor says:
      আর রিকভারী কিভাবে করবো, ,,এই নিয়ে একটা পোস্ট করেন ব্রো
      1. rajudhunatbogra Author Post Creator says:
        রিকোভারীর জন্য গুগলে আপনার ফোনের মডেল দিয়ে সার্চ করে যেকোন একটা রিকোভারী নিয়ে সেখান কার নিয়ম অনুযায়ী কাজ করবেন।
    5. Junayed.hasan Contributor says:
      কেও পারলে হেল্প করেন, ,, symphony v32 Root করবো কিভাবে কেও বলেন প্লিস ? ????????
      1. rajudhunatbogra Author Post Creator says:
        ভাই ট্রিকবিডিতে Android root অপশন থেকে রুট সম্পর্কে সব জানতে পারবেন।ট্রিকবিডিতে সার্চ করে বা গুগলে সার্চ করেও জানতে পারেন।
      2. rajudhunatbogra Author Post Creator says:
        রিয়াদ ভাইয়ের এই পোষ্টে আপনার রিকোভারী পাবেন।
        https://trickbd.com/symphony-custom-rom/242971
    6. Skp2 Contributor says:
      Gd post,,,

      তবে এতো নীল কালারে লিখবেন না,,,

      1. Naim sdq Author says:
        পড়তে তো সমস্যা হচ্ছে না।
      2. Skp2 Contributor says:
        চোখে ধান্ধা লেগে যাচ্ছে,,তারপরে আবার মোটা ফন্ট,,চার পাঁচ লাইনের হলে ঠিক ছিল,,
      3. Naim sdq Author says:
        এটাকে Color Bind বলে।
      4. Skp2 Contributor says:
        আরে ধুর কি বলেন,,এই কালার টা নীল বললে ভুল হবে কিছুটা ইন্ডিগোও,,অতিরিক্ত উজ্জ্বল একটা কালার,,Mobile Version সমস্যা হচ্ছে,কিন্তু Desktop এ ভাল বোঝা যাচ্ছে।
      5. rajudhunatbogra Author Post Creator says:
        ধন্যবাদ ভাই
      6. Naim sdq Author says:
        welcome
      7. rajudhunatbogra Author Post Creator says:
        জি ভাই চেষ্টা করবো।
      8. Naim sdq Author says:
        carry on
      9. rajudhunatbogra Author Post Creator says:
        sorry vai
      1. rajudhunatbogra Author Post Creator says:
        thnx
    7. Md.Abid Perves Author says:
      ভাই প্রথম ছবিটাতে আপনার একটু শ্লীলতা আনা দরকার।
      কুরানের আয়াত একটি রয়েছে।
      1. rajudhunatbogra Author Post Creator says:
        sorry vai. হঠাতেই ভুল হয়েছে
    8. Himaloy Himu Contributor says:
      post ভালো কিন্তু, আপনি একটা অশ্লিল মেয়ের ছবির সাথে, বিসমিল্লাহ +সালাম দিয়েছেন,,,, এটা ছবিটার সঙ্গে যায়না,,, ২টার একটা করতে হতো,,, আশাকরি পরবর্তিতে খেয়াল করবেন।
    9. 111111 Contributor says:
      needed recovery img for symphony w15i 2g
      1. rajudhunatbogra Author Post Creator says:
        sorry. google a surch korun
    10. 111111 Contributor says:
      I am flash wrong recovery img now recovery mode gone
    11. MD Kholil Subscriber says:
      vaire,ei Root amare marche!!!

      Symphony E12
      root krte giya.
      root howa obosthy,majh pothe,hothat sim dutoi udhaw.
      sim sei je gelo,R elo na.
      ekhn phone ta diye gaan shuna,chara kichui kora jai na

      1. rajudhunatbogra Author Post Creator says:
        flash kore nin. ঠিক হয়ে যাবে
    12. shishirahmeed Contributor says:
      কম্পিউটার ছাড়া কি ফোন এ রিকোভারি মারা যায় না?
      1. rajudhunatbogra Author Post Creator says:
        মারা যায়
    13. Peter_Perker Contributor says:
      Bro Symphony E60 er jonno plz ekta twrp philz cwm er post koro plz
      Request
      1. rajudhunatbogra Author Post Creator says:
        ভাই রিকোভারী ফাইল খুজে পাওয়ার পর তার নিচেই দেখবেন ঐটা রিকোভারী করার নিয়ম আছে।
    14. tupoahmed112 Contributor says:
      amar phone sympony v30. amar memory card nei ..phone memory diye ki hobe?
      1. rajudhunatbogra Author Post Creator says:
        walton. ফোনে হয়। এইটাতে আমি চেষ্টা করে দেখিনি
    15. Rana Hosain Contributor says:
      Symphony ZVlll ….Ar castom room kaw dite parben….
      1. rajudhunatbogra Author Post Creator says:
        sorry ভাই। গুগলে সার্চ করুন।পেয়ে যাবেন
      2. Rana Hosain Contributor says:
        Google serch korchi payna
      3. rajudhunatbogra Author Post Creator says:
        mtk অনুযায়ী যে কোন একটা ডাউনলোড করলেই চলবে।
        আপনার ফোনের mtk. কত?
      4. Rana Hosain Contributor says:
        mtk kivabe dekbo vay
      5. rajudhunatbogra Author Post Creator says:
        প্লে স্টোর থেকে cpu-z নামে একটা এ্যাপ্স নামিয়ে দেখুন
    16. SUMIT SHARMA Contributor says:
      vaisob symphony v30 room brick phone flash dite parsi na….usb pai abar sere dei…..eita kuno upaye flash dewar system hobe ki?….
      1. rajudhunatbogra Author Post Creator says:
        আমারো বার বার একই সমস্যা হয়েছিলো।
        চাপ দিয়ে ধরে খুব কষ্ট করেই আপনাকে ফ্ল্যাশ করতে হবে। তা না হলে লাইন ছাড়বেই।ব্রিক করলে এই সমস্যাই বেশি হয়।
        আমি প্রায় দিনে ২/৩ বার ব্রিক খেয়েও কষ্ট করে ফ্ল্যাশ করেছি
      2. SUMIT SHARMA Contributor says:
        Vai apnar sathe contc korbo ki vabe. Fb link hole o bolen?
    17. SUMIT SHARMA Contributor says:
      ট্রিকবিডি এর পক্ষ থেকে কেও সাহায্য না করলে ও আমি পারসি।
    18. Akash kumar Contributor says:
      RECOVERY.img link ta thik koren please?

    Leave a Reply