জেনে নিন অ্যান্ড্রয়েড ভার্সন যেভাবে আপডেট করবেন
স্মার্টফোন দীর্ঘদিন ব্যবহারে স্লো হয়ে যায়। এছাড়া আরো নানা সমস্যা হয়।
এসব সমস্যা এড়িয়ে চলতে অ্যান্ড্রয়েড ভার্সন আপডেট করা উচিত। চলুন জেনে নেওয়া যাক কিভাবে অ্যান্ড্রয়েড ভার্সন আপডেট করা যায়।
১. প্রথমেই আপনার মোবাইল ফোন মেমোরিতে সংরক্ষিত ডাটা (ছবি, গান, ভিডিও, অন্যান্য প্রয়োজনীয় তথ্য) ব্যাকআপ করে রাখুন। কারণ, আপডেট হওয়ার সময় আপনার ফোনের ডাটা ডিলিট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে।
২. তারপর Settings ওপেন করুন।
৩. নিচে স্ক্রল করে About Phone এ ক্লিক করুন।
৪. Software Updates এ ক্লিক করুন।
৫. Update/ Check for Updates এ ক্লিক করুন। এটি আপনার মোবাইল এর জন্য কোন আপডেট আছে কিনা তা চেক করবে।
যদি কোন আপডেট থাকে তাহলে তা ডাউনলোড হওয়া শুরু হবে। বড় সাইজের আপডেট এর জন্য আপনার ফোন টিকে Wi-Fi এ কানেক্ট করে রাখুন যাতে আপনার মেগাবাইট শেষ হয়ে যাওয়ার ভয় না থাকে।
৬. আপডেট যখন ডাউনলোড হওয়া শেষ হবে, তখন সেই আপডেট টি ইন্সটল হওয়ার জন্য মোবাইল ফোন টি রিস্টার্ট হবে এবং সম্পূর্ণ আপডেট প্রক্রিয়াটি শেষ হতে বেশ কিছুক্ষন সময় লাগতে পারে। আপডেট চলাকালিন সময়ে মোবাইল ফোনটি চার্জার এ কানেক্ট করে রাখবেন যাতে মোবাইল এর চার্জ শেষ হয়ে না যায়।
.
নিয়মিত প্রযুক্তি বিষয়ক আপডেট পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবক্রাইব করুন।
প্লিজ Subscribe
.
M Tazul IslaM
Lava iris810
faild অথবা error দেখাবে
software na
amar samsung j3 phn ta root dichilm kintu pore abr restore dichi unroot hoiche..
kin2 update chaitase na to..
amr onno j3 phn a abr update aiche….
ki prblm bro tahole???
Software update e gele dekhai you system is currently up to date