Defragmentation মানে অখন্ডায়ন; অর্থাৎ যে প্রক্রিয়ার মাধ্যমে কম্পিউটারের ডিস্কে ছড়িয়ে ছিটিয়ে থাকা ফাইলগুলোকে একত্রিত করে থাকে। এতে করে কম্পিউটার আরো ভালভাবে এবং পূর্ণ দক্ষতার সাথে চালানো যায়।
২. এবার, Open হওয়া Window-এর উপরের Tools ট্যাবটি নির্বাচন করুন।
এরপর, “Optimize and defragment Drive” -এই সেক্টরের আন্ডারে “Optimize” বাটনটিতে ক্লিক করুন।
৩. এখন, Optimize drives নামে একটি নতুন উইন্ডো Open হবে। এতে আপনার পিসির হার্ডডিস্কের সবগুলো ড্রাইভের লিস্ট এবং ফ্র্যাগমেন্টেশন স্ট্যাটাস দেখাবে।
আপনি যেকোন ডিস্ক সিলেক্ট করে নিচের “Optimize” বাটন চেপে ডিফ্র্যাগমেন্টেশন আরম্ভ করতে পারেন।
আরেকটা গুরুত্বপূর্ণ কথা, ড্রাইভ ডিফ্র্যাগমেন্টের সময় কম্পিউটারে কোন প্রকার কাজ করবেন না। এমনকি কপি-পেস্টও না।
হার্ডডিস্কের সাইজ অনুযায়ী সময়ের পরিমাণও পার্টিশনভেদে ভিন্ন হতে পারে। সাধারণত ৩০-৪০ মিনিটের ভেতরই কমপ্লিট হয়ে যায় এবং এরপর লেখা আসবে “0% Fragmented”. এখন, সকল উইন্ডোগুলো ক্লোজ করে দিন।
All Done!.. আপনি ইতোমধ্যেই আপনার পিসিটি সফলতার সাথে ডিফ্র্যাগমেন্ট করে ফেলেছেন!
এভাবে, আপনার পিসি নিয়মিত ডিফ্র্যাগমেন্ট করুন এবং অপারেট করুন সবসময় সদ্য কেনা কম্পিউটারের মতই!
Notice: Sorry! We couldn’t accept your Trainer Request right now. Please improve your post quality. Make another 3 posts. You will be able to apply for Trainer request after a month. – এরকমটা আসলেই খুব দুঃখজনক। যাই হোক, ইনশাআল্লাহ, আমি আবারো ট্রেইনার রিকোয়েস্টের জন্য এর চেয়ে ভালো পোস্ট লেখার চেষ্টা করবো।