Img tool এবং Txd tool হল Gta 3/Vice city/San Andreas এর মত গেম মোড করার জন্য আদর্শ tool. আপনারা যারা আমার মত গেম মোড করে খেলতে পছন্দ করেন বা করতে চান তাদের জন্য শেয়ার করছি এন্ড্রোইডের এই দূর্দান্ত মোডিং tool দুইটি- Img tool এবং Txd tool. আগের পোস্টে বলেছিলাম এই পোস্টে Txd tool এর ব্যবহার শেয়ার করব। তো চলুন শুরু করা যাক।


আমার পূর্বের পোস্ট

[Tutorial] Img tool এবং Txd tool এর সাহায্যে এবার মোবাইল দিয়েই GTA SAN ANDREAS মোড করুন। পর্ব-৩


[Tutorial] Img tool এবং Txd tool এর সাহায্যে এবার মোবাইল দিয়েই GTA SAN ANDREAS মোড করুন। পর্ব-২


Txd tool এর ব্যবহার ও Texture সংযুক্তি

Gta san andreas এ গাড়ি, গাছ-পালা ইত্যাদির মডেলে Texture যুক্ত করার জন্য Txd tool ব্যবহার করব আমরা। গত পোস্টে Img tool এর সাহায্যে শুধু dff ফাইল যুক্ত করেই নতুন গাড়ি পেয়ে গিয়েছিলাম। কিন্তু ঐ গাড়িতে অনেক কিছু ঘাটতি ছিল যেমন-কাস্টম পেইন্ট, গাড়ির প্রতিফলন ইত্যাদি। Txd tool এর সাহায্যে Texture যুক্ত করে গাড়িকে আরও বেশি Realistic করে তোলা যায়। শুধু গাড়ি নয়, নতুন গাছ-পালা, প্লেয়ার, আকাশ, ম্যাপ ইত্যাদি যুক্ত করতে Img tool এবং Txd tool একই সাথে দরকার পড়বে। Texture যুক্ত করা যায় দুই ভাবে।


১. Image যুক্ত করে


২. Txd ফাইল যুক্ত করে


আমি দুইভাবেই দেখিয়ে বুঝিয়ে দিতে চেষ্টা করব ইনশা আল্লাহ।


১.Image যুক্ত করে


নিচে একটি হাই কোয়ালিটি গাড়ির ফাইল দিচ্ছি এটা ডাউনলোড করে নিন।
uranus car 2.8 mb
ডাউনলোড করা হলে এটা extract করুন। ভেতরে দুইটি ফোল্ডার ও একটি dff ফাইল পাবেন। dff ফাইলটি Img tool দিয়ে gta3.img ফাইলে সংযুক্ত করুন। কিভাবে করবেন এটা আমি ৩য় পর্বে উল্লেখ করেছি। ৩য় পর্বের লিংক পোস্টের শুরুতে দেওয়া আছে। dff ফাইল সংযুক্ত করা হয়ে গেলে Txd tool ওপেন করুন এবং নিচের স্ক্রিনশট ফলো করুন


























কাজ শেষ। Txd tool থেকে বের হয়ে Gta san andreas গেম চালু করে দেখুন গাড়িটি কেমন হয়েছে। নিচে আমি গাড়িটির দুটি স্ক্রিনশট দিয়ে দিলাম আপনাদের সুবিধার্থে।


২. Txd ফাইল যুক্ত করে


Txd ফাইল যুক্ত করে Textue import করা বেশি সহজ কারণ এতে with alpha বা without alpha সিলেক্ট করে দেওয়া লাগে না। আপনি যদি Txd Texture ওয়ালা মোড ডাউনলোড করেন তবে extract করলে নিচের মত দুইটি ফাইল পাবেন। একটি dff ফাইল, অন্যটি Txd ফাইল।

তারপর Txd tool এ যাবেন। সবকিছু উপরের স্ক্রিনশটের মত করবেন। পার্থক্য শুধু এখানে from images সিলেক্ট না করে from txd archives সিলেক্ট করতে হবে।


পরবর্তী পোস্টগুলোতে ইনশা আল্লাহ শুধু মোড লিংক শেয়ার করব এবং বলে দিব কোন্ ফোল্ডারে Txd tool দিয়ে import করতে হবে। বাকী কাজ আপনারা নিজেরা করে নিবেন। সেই পর্যন্ত উপরের উল্লেখিত ধাপগুলো ভালভাবে বুঝে নিতে চেষ্টা করুন।


আজ এ পর্যন্তই। সবাই ভাল থাকবেন। ভুল-ত্রুটি আল্লাহর ওয়াস্তে মাফ করে দেবেন।

12 thoughts on "[Tutorial] Img tool এবং Txd tool এর সাহায্যে এবার মোবাইল দিয়েই GTA SAN ANDREAS মোড করুন। পর্ব-৪"

  1. AL-NOMAN Author says:
    ভাই গেমের লিংক টা দিবেন, প্লিজ
    1. Anik Contributor Post Creator says:
      গেমের লিংক ২য় পর্বে দিয়েছি ভাই। এই পোস্ট দেখুন https://trickbd.com/tools/454607
  2. Labib Author says:
    Nice Post…
    তবে মোড কিভাবে তৈরি করছেন তা বলে দিবেন।
    1. Ex Programmer Contributor says:
      মুড ইন্টারনেট থেকে নামিয়ে আপলোড করা হয়েছে!এখানে?
    2. Labib Author says:
      Oh! Thanks for Answer ?
  3. RafidRohan2217 Contributor says:
    Hot coffee mod kamne install dimu??
    1. Anik Contributor Post Creator says:
      hot coffee scene প্রাপ্তবয়স্ক কনটেন্ট বলে এটি গেম থেকে বাদ দেওয়া হয়েছে। এটা পিসি গেমে পাবেন

Leave a Reply