HD Grass with Flowers মোড নিয়ে নিন Gta San Andreas গেমে। আপনারা যারা Gta San Andreas গেম খেলেছেন তারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে গেমে কোনো ঘাস বা ফুল নেই। ফুল একেবারে নেই তা নয়, তবে ফুটপাতে নেই। Gta 5 এ হয়ত দেখেছেন ফুটপাতে ঘাসের সাথে ছোট ছোট ঘাসফুল দেখতে খুবই মনোরম লাগে। আমাদের সবার যেহেতু Gta 5 খেলার মত পিসি নেই এবং এন্ড্রইডে এখনও Gta 5 আসেনি তাই আমরা একটু চেষ্টা করলেই Gta 5 এর মত না হলেও তার কিছুটা কাছাকাছি পর্যায়ের গ্রাফিক্স পেতে পারি Gta San Andreas এ কিছু মোড ব্যবহার করে। আমার আগের পোস্টগুলোতে আপনাদের দেখিয়েছি কিভাবে Img tool এবং Txd tool ব্যবহার করে নতুন গাড়ি গেমে যুক্ত করা যায়। আজ দেখাব কিভাবে Img tool এনং Txd tool এর সাহায্যে গেমে HD Grass with Flowers সংযুক্ত করবেন। তো চলুন শুরু করা যাক।
কিছু স্ক্রিনশট দেখে নিন। ভাল লাগলে মোডটি ডাউনলোড করতে পারেন
যেভাবে মোডটি ইনস্টল করবেন
কাজের ধাপ-১
Hd grass mod by anik.7z size-9 mb
কাজের ধাপ-২
Zarchiver অ্যাপ দিয়ে ডাউনলোড করা ফাইলটি Extract করুন। Extract করার সময় পাসওয়ার্ড লাগবে। পাসওয়ার্ড দিবেন anik
কাজের ধাপ-৩
Extract করার পর ভেতরে চারটি ফোল্ডার পাবেন।
কাজের ধাপ-৪
প্রথম ফোল্ডার অর্থাৎ IMPORT TO GTA3.IMG এর ভেতরে কিছু dff ফাইল আছে। এগুলো Img tool এর সাহায্যে gta3.img ফাইলে সংযুক্ত করতে হবে। gta3.img কোথায় পাবেন তা আমার করাএই পোস্টে এবং কিভাবে Img tool এর সাহায্যে dff ফাইল সংযুক্ত করবেন তা আমার করা এই পোস্টে বিস্তারিত আছে। যারা জানেন না তারা দেখে নিবেন মেহেরবানি করে।
কাজের ধাপ-৫
দ্বিতীয় ফোল্ডারে অর্থাৎ IMPORT TO GTA3.TXT ফোল্ডারে Textures রয়েছে। এগুলো Txd tool এর সাহায্যে gta3.txt ফাইলে with alpha দিয়ে Import করতে হবে। Txd tool এর সাহায্যে কিভাবে Texture ইমপোর্ট করতে হয় তা আমার করা এই পোস্টে বিস্তারিত উল্লেখ করা আছে। দয়া করে দেখে নেবেন।
কাজের ধাপ-৬
তৃতীয় ফোল্ডার অর্থাৎ maps ফোল্ডারটি copy/cut করে ফোন মেমোরির android/data/com.rockstargames.gtasa/files/data ফোল্ডারে নিতে হবে। data ফোল্ডার না থাকলে নিজেকেই তৈরি করে নিতে হবে।
কাজের ধাপ-৭
কাজ শেষ। এবার গেম চালু করুন আর উপভোগ করুন HD Grass with flowers মোড। কোনে সমস্যার সম্মুখীন হলে কমেন্টে জানাবেন। আমার ক্ষুদ্র জ্ঞানে যতটা পারি সাহায্য করতে চেষ্টা করব।
আজ এ পর্যন্তই। সবাই ভাল থাকবেন। ভুল-ত্রুটি আল্লাহর ওয়াস্তে মাফ করে দেবেন।
এটা প্রবলেম কী ভাই!প্লিজ বলেন!
আপনিতো ফেইসবুকে আসেন ই না?? ?