আমরা যে স্ক্রিপ্টের সাহায্যে এটা করবো সেটা হলো “Yourls”।

যা যা প্রয়োজন:
১. Php সমৃদ্ধ সার্ভার
২. MySQL ডেটাবেস সুবিধা
৩. একটি ডোমেইন বা সাব-ডোমেইন
৪. Yourls স্ক্রিপ্ট (ডাউনলোড করুন)

ইনস্টলেশন:

১. প্রথমেই আপনার হোস্টিং প্যানেলে যেয়ে স্ক্রিপ্টটির জন্য একটি ডেটাবেস তৈরী করুন।

২. এবার ডাউনলোড করা Yourls স্ক্রিপ্টের zip ফাইলটি extract করুন।

৩. এবার extract কৃত ফোল্ডারের admin ফোল্ডারে যান ও config-sample.php ফাইলটি Notepad এ ওপেন করুন।

৪. এখানে অনেকগুলো কোড দেখতে পাবেন।
এগুলোর ভ্যালু আপনার সার্ভারের মান দিয়ে রিপ্লেস করুন।

কি কি রিপ্লেস করতে হবে তার একটি তালিকা
দেয়া হলঃ

Values এখানে লিখতে হবে
dbuser আপনার database user name
dbpassword আপনার database user password
yourls আপনার database name
localhost আপনার database Host Name
http://site.com আপনার wesites address
username আপনার Admin username
username2 আপনার Admin2 username
password আপনার Admin password
password2 আপনার Admin2 password

এগুলো পাল্টাতেই হবে, তাছাড়া আরো কিছু পাল্টাতে পারেন।

৫. এবার ফাইলটি সেভ করুন ও ফাইলটি config.php তে রিনেম করুন ।

৬. এবার extract কৃত ফোল্ডারে আসুন ও sample-public-front-page.php.txt কে index.php তে রিনেম করুন । এটি আপনার হোমপেজ হবে তাই চাইলে এখানে কিছু পরিবর্তন
করতে পারেন যেমন Website Title, Head, ইত্যাদি।

৭. এবার এই ফোল্ডারের কমপোনেন্টগুলো নিয়ে একটি zip ফাইল বানান। অর্থাৎ এটি extract করলেই যাতে admin ফোল্ডার , index.php ফাইল সহ অন্যান্য ফাইল-ফোল্ডার গুলো দেখা যায়।

৮. এবার এই নতুন zip ফাইলটি আপনার হোস্টিংয়ে আপলোড ও extract করুন।
এবার ওয়েব ব্রাউজারে সাইটটি ভিজিট করুন।

সব ঠিক থাকলে এখানে আপনার ইউআরএল শর্টেনার সার্ভিসটি দেখতে পাবেন। তা না হলে প্রতিটি স্টেপ আবার চেক করুন। নিরাপত্তার জন্য install.php ফাইলটি মুছে দিতে পারেন।

পূর্বে প্রকাশিতঃ এখানে

ফেসবুকে আমিঃ Ft Farhad

আমার সাইটঃ আমার টিউন্স বিডি

আমার বাংলা গল্পের ব্লগঃ বাংলা গল্প

2 thoughts on "আপনার নিজের একটি ইউআরএল শর্টেনার বানিয়ে ফেলুন"

  1. Ft Farhad Subscriber Post Creator says:
    ধন্যবাদ

Leave a Reply