প্রিয় ট্রিকবিডি সদস্য বৃন্দ,,
আসসালামু আলাইকুম।
আশা করি আল্লাহ্ পাকের রহমতে আপনারা ভালই আছেন।
আর আমার বিশ্বাস ট্রিকবিডির সাথে থাকলে সব সময় আপনারা ভালই থাকবেন।
★টাইটেল দেখে আপনারা নিশ্চই বুঝতে পেরেছেন যে আমি আজকে আমাদের সাথে কি শেয়ার করতে যাচ্ছি??
তো কথা না বাড়িয়ে আমি সরাসরি কাজের কথায় আসি…
শখের Android ফোনে “কম্পিউটারের ” মতো মাউস ব্যবহার করতে আপনাদের যা যা প্রয়োজন হবে,,,
১–OTG সাপোর্টেড Android ফোন।
২–OTG ক্যাবল।
৩–মাউস।
তো আপনার কাজে প্রয়োজনীয় সব জিনিস রেডি।
প্রথমে মাউস টা OTG ক্যাবলের সাথে লাগিয়ে নিন।।
তার পর OTG ক্যাবলটা আপনার ফোনের চার্জিং লাইনে লাগিয়ে নিন।।
★
এবার আপনার ফোনে নিচের মতো করে অপশন দেখতে পাবেন(ফোনের প্রকার ভেদে অন্য কোন অপশন ও আসতে পারে)। লাল দাগ দেয়া স্থানে ক্লিক করুন।
এবার “OTG” অপশনটা চালু করে দিন।।
OTG তো কানেক্ট করলেন,,কিন্তু সমস্যা এখনো শেষ হয়নি…কারন আমার দেখা মতে ৫ টা ফোনের ৪ টাতেই মাউসে ক্লিক না করলেও অটোমেটিক ক্লিক পড়ে যায়,,আর নিজের ইচ্ছার বিরুদ্ধে অন্য কোন ফাইল,,Apps বা যে কোন কিছু (মাউসের পয়েন্টার যেখানে থাকবে) সেই টা ওপেন হয়ে যায়।।
সমস্যা যখন আছে তো তার সমাধান ও আছে..।।
তো এবার আপনাকে যা করতে হবে তাহলো,,
আপনি আপনার ফোনের “Settings” এ চলে যান,,এবং সব নিচের দিকে দেখুন “Accessibility” নামের একটা অপশন আছে,,সেইটা তে প্রবেশ করুন।।
এবার লাল কালার দিয়ে চিহ্নযুক্ত “Click after pointer stops moving ” অপশনটা খুঁজে বের করুন,,এবং সেই অপশনটাতে ক্লিক করুন।।
এবার আপনার কাজ কমপ্লিট ।।
শান্তিপূর্ণভাবে নিজের ইচ্ছে মতো মাউস দিয়ে শখের Android ফোনটা পরিচালনা করুন,, Android ফোনেই কম্পিউটারের টুকরো কিছু আনন্দ নিন।।
ভাল থাকবেন,,সুখে থাবেন।।
thanks for your comment.
thanks for your comment.
try korbo.