প্রিয় ট্রিকবিডি সদস্য বৃন্দ,,
আসসালামু আলাইকুম।
আশা করি আল্লাহ্‌ পাকের রহমতে আপনারা ভালই আছেন।
আর আমার বিশ্বাস ট্রিকবিডির সাথে থাকলে সব সময় আপনারা ভালই থাকবেন।
★টাইটেল দেখে আপনারা নিশ্চই বুঝতে পেরেছেন যে আমি আজকে আমাদের সাথে কি শেয়ার করতে যাচ্ছি??
তো কথা না বাড়িয়ে আমি সরাসরি কাজের কথায় আসি…
শখের Android ফোনে “কম্পিউটারের ” মতো মাউস ব্যবহার করতে আপনাদের যা যা প্রয়োজন হবে,,,
১–OTG সাপোর্টেড Android ফোন।
২–OTG ক্যাবল।
৩–মাউস।
তো আপনার কাজে প্রয়োজনীয় সব জিনিস রেডি।

এবার হলো ঠিকঠাক মতো কানেক্ট করা।।
প্রথমে মাউস টা OTG ক্যাবলের সাথে লাগিয়ে নিন।।
তার পর OTG ক্যাবলটা আপনার ফোনের চার্জিং লাইনে লাগিয়ে নিন।।

এবার আপনার ফোনে নিচের মতো করে অপশন দেখতে পাবেন(ফোনের প্রকার ভেদে অন্য কোন অপশন ও আসতে পারে)। লাল দাগ দেয়া স্থানে ক্লিক করুন।

এবার “OTG” অপশনটা চালু করে দিন।।

OTG তো কানেক্ট করলেন,,কিন্তু সমস্যা এখনো শেষ হয়নি…কারন আমার দেখা মতে ৫ টা ফোনের ৪ টাতেই মাউসে ক্লিক না করলেও অটোমেটিক ক্লিক পড়ে যায়,,আর নিজের ইচ্ছার বিরুদ্ধে অন্য কোন ফাইল,,Apps বা যে কোন কিছু (মাউসের পয়েন্টার যেখানে থাকবে) সেই টা ওপেন হয়ে যায়।।
সমস্যা যখন আছে তো তার সমাধান ও আছে..।।
তো এবার আপনাকে যা করতে হবে তাহলো,,
আপনি আপনার ফোনের “Settings” এ চলে যান,,এবং সব নিচের দিকে দেখুন “Accessibility” নামের একটা অপশন আছে,,সেইটা তে প্রবেশ করুন।।

এবার লাল কালার দিয়ে চিহ্নযুক্ত “Click after pointer stops moving ” অপশনটা খুঁজে বের করুন,,এবং সেই অপশনটাতে ক্লিক করুন।।

এবার লাল দাগ দিয়ে চিহ্নযুক্ত স্থানটা অফ(off) করে দিন…

এবার আপনার কাজ কমপ্লিট ।।
শান্তিপূর্ণভাবে নিজের ইচ্ছে মতো মাউস দিয়ে শখের Android ফোনটা পরিচালনা করুন,, Android ফোনেই কম্পিউটারের টুকরো কিছু আনন্দ নিন।।
ভাল থাকবেন,,সুখে থাবেন।।

18 thoughts on "OTG সাপোর্টেড ফোনের মাউসের অটোমেটিক কাজ করা বা ক্লিক করা বন্ধ করুন কোন প্রকার Apps ছাড়াই।"

  1. Shadin Contributor says:
    Good but want to more good tricks.
    1. Ridoy Khan Rana Author Post Creator says:
      hmmmm bro always try korbo….
      thanks for your comment.
    1. Ridoy Khan Rana Author Post Creator says:
      thanks for your comment.
  2. Frs Fazle Rabbi Contributor says:
    Ridoy khan rana vai… OTG কেবল র মাধ্যামে Computer এর কির্বোড লাগিয়ে কি বাংলা লেখা যাবে? Any body help me
    1. Shadin Contributor says:
      অবশ্যই
    2. Frs Fazle Rabbi Contributor says:
      Shadin vai. আমি অনেক চেষ্টা করেছি কিন্তু বাংলা লিখতে পারিনি। আপনি যদি বলতেন তাহলে অনেক উপকার হত।
    3. Ridoy Khan Rana Author Post Creator says:
      ami sothik jani na bro….ekhon amar phone e mb naI,,,mb tule apnake obossoi janaba…
      thanks for your comment.
    4. Ridoy Khan Rana Author Post Creator says:
      shadin vaia apni plss Rabbi vaia ke help korun…bistarito bolun,,ki vabe tini keyboard er maddhome bangla likhte parben
  3. Ashraf uddin Author says:
    Tab e otg support kore but mouse support korena
    1. Ridoy Khan Rana Author Post Creator says:
      OTG support korle mouse o support korar kotha
  4. MD.ABU RAIHAN Contributor says:
    Vai otg kivabe connect korbo a niye post koren
    1. Ridoy Khan Rana Author Post Creator says:
      insha-allah.
      try korbo.

Leave a Reply