আসসালামু-আলাইকুম,

আমরা সবাই কম বেশি মোবাইলে সিকুরিটি দিয়ে থাকি, কেউ পিন, কেউ পাসওয়ার্ড আবার কেউ বা প্যাটার্ন ব্যাবহার করে থাকি। এটা আমাদের গোপনীয়তার জন্য দিতে হয়। কিন্তু বার বার ফোনের লক খুলা টা কেমন যেন বিরক্তিকর লাগে।এখন যদি আমাদের হাতে থাকা অবস্থায় আমাদের নিজেদের ফোন টা বার বার খুলতে না হয় তাহলে কেমন হয়। হ্যা আজকে আমি সেই ট্রিক টাই নিয়ে এসেছি।

এটা হলো অ্যান্ড্রয়েড ফোনের একটি সেটিং। আর সেটিং টির নাম হলো Smart lock. সেটিং টির ফিচার গুল হল।

আপনার ফোনটি হাতে থাকা অবস্থায় একবার লক খুললে পরে আর লক খুলতে হবেনা(স্মার্ট লক এর জন্য)। এতে করে আপনি বার বার লক খুলার ঝামেলা থেকে মুক্তি পাবেন।

যেকোন সময় স্মার্ট লক বন্ধ করতে পারবেন।

একটা নির্দিষ্ট সময় পর পর এই স্মার্ট লক বন্ধ হয়ে যায়। যখন আপনি কিছু সময় ফোন টি চালানো বন্ধ রাখবেন তখন আবার ফোন টির লক আবার খুলতে হবে।

কিভাবে করতে হবে চলুন দেখে নেই।

প্রথমে সেটিংস এ প্রবেশ করুন। তারপরে Security তে প্রবেশ করুন।

এবার Smart lock অপসনে ক্লিক করুন।

এখন password বা pattern চাইবে আপনার যা দেওয়া আছে তা দিয়ে দিন।

এবার ss অনুুুুযায়ি On Bofy Detection তে ক্লিক করুন

এখন উক্ত সেটিংটি অন করে দিন ব্যাস কাজ শেষ।

এখন মোবাইলের পওয়ার বাটন দিয়ে ফোন টার স্কিন অফ করে আবার অন করুন। লক টা খুলুন আবার একই কাজ করুন দেখুন আর লক খুলতে হবে না।

একটি নির্দিষ্ট সময় পর ফোনের লক আবার লেগে যাবে। আমি এটা অনেক দিন ধরে ব্যাবহার করি। এটা আপনার সময় বাচায়।

সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন

Leave a Reply