আসসালামু আলাইকুম

প্রথম পর্বের লিংক:-ছন্দে ছন্দে শেখা [পার্ট:-১]

দ্বিতীয় পর্বের লিংক:-ছন্দে ছন্দে শেখা [পার্ট:২]

তৃতীয় পর্বের লিংক:-ছন্দে ছন্দে শেখা[পার্ট:-৩]
আজকে আবার সবাইকে আমার পোস্টে স্বাগতম।
আজকে আবার আমি আপনাদের জন্য নিয়ে এসেছি
অসাধারণ কিছু ছন্দের টেকনিক যা ছাত্রদের জন্য অনেক দরকারী।

আজকে আমি জীববিজ্ঞানের উপর কিছু ছন্দ দিবো,
যাতে আপনারা বিষয় গুলো সহজে মনে রাখতে পারেন।

তো আর কথা না বলে শুরু করি।

কোষ এর ঝিল্লিবদ্ধ অঙ্গানু সমূহের ক্ষেত্রে:-

ছন্দ ১:-মা এরা পাগল শুধু ভ্যা ভ্যা করে।

ঝিল্লিবদ্ধ অঙ্গানু ছন্দ
মাইটোকন্ড্রিয়া মা
এন্ডোপ্লাজমিক এরা
পারঅক্সিজম পা

গলজি বডি
লাইসোজোম
ভ্যা ভ্যাকুল
ভে ভেসিকল

যে সব কোষ কখনও বিভাজিত হবে না:-

ছন্দ ২:-পলাস।

অবিভাজিত কোষ ছন্দ
পেশি কোষ
লাল রক্ত কোষ লা
স্নায়ু কোষ
স্থায়ী উদ্ভিদ কোষ

কোষ থেকে নিঃসৃত রাসায়নিক পদার্থ সমূহ:-

ছন্দ ৩:-PEN

কোষ নিঃসৃত পদার্থ ছন্দ
পিগমেন্ট P
এনজাইম E
নেকটার N

DNA সমৃদ্ধ ভাইরাস:-

ছন্দ ৪:-টিপুর ভাই টিটু ভ্যানিলা হতে ফ্রান্সে এলো।

DNA ভাইরাস ছন্দ
TIV টিপুর
ভ্যাক্সিনিয়া ভাই
টি টু ভাজ টিটু
ভ্যাক্সিনিয়া ভ্যানিলা
হার্পিস সিমপ্লেক্স ও হেপাটাইটিস বি হতে
ফুলকপির মোজাইক ফ্রান্সে
এডিনো এলো

সাইনোভিয়াল অস্থিসন্ধি সমূহ:-

ছন্দ ৫:-হে প্রিয়া কেনো এলে সন্ধ্যা বেলা পরে।

সাইনোভিয়াল অস্থিসন্ধি ছন্দ
হিন্জ হে
প্লেইন প্রিয়া
কন্ডাইলার কেনো
ইলিপসয়েড এলে
স্যাডল সন্ধ্যা
বল ও কোটর বেলা
পিভট পরে

কার্পাল অস্থি সমূহ:-

ছন্দ ৬:-She Looks Too Pretty Try To Catch Her।

কার্পাল অস্থি ছন্দ
স্ক্যাফয়েড She
লুনেট Looks
ট্রাইকুয়েট্রাল To
পিসিফর্ম Pretty
ট্রাপিজিয়াম Try
ট্রাপিজয়েড To
ক্যাপিটেট Catch
হ্যামেট Her

th

5 thoughts on "ছন্দে ছন্দে শেখা [শেষ পর্ব]"

  1. Abir Ahsan Author Post Creator says:
    Thank you

Leave a Reply