জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির

আবেদন শুরু হবে আগামী ১ সেপ্টেম্বর। অনলাইনে আবেদন গ্রহণ চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।

প্রার্থীদের অনলাইন আবেদন ফরম আগামী ১৬ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে। ১ অক্টোবর থেকে শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে।

অনার্স প্রফেশনাল ভর্তি কার্যক্রম শুরু ২২ সেপ্টেম্বর থেকে

২০১৯-২০ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ অনার্স (প্রফেশনাল) অনলাইন আবেদন গ্রহণের তারিখ ২২ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত নির্ধারণ করা হয়। প্রার্থীদের অনলাইন আবেদন ফরম ১০ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে। প্রথম বর্ষ অনার্স (প্রফেশনাল) কোর্সে ভর্তি
করা শিক্ষার্থীদের ক্লাস শুরু ২৪ অক্টোবর।

একই অথবা দু’টি ভিন্ন শিক্ষাবর্ষে কোনো প্রার্থী স্নাতক (সম্মান), স্নাতক (সম্মান) প্রফেশনাল ও স্নাতক (পাস) কোর্সে দ্বৈত ভর্তি হলে তার উভয় ভর্তি বাতিল বলে গণ্য হবে।

যথাসময়ে দৈনিক পত্রিকা ও বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়কওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) প্রকাশ করা হবে।

ধন্যবাদ

5 thoughts on "২০১৯-২০ শিক্ষাবর্ষে (জাতীয় বিশ্ববিদ্যালয়ে) অনার্স ভর্তির আবেদন শুরু ১ সেপ্টেম্বর , ক্লাস শুরু ২৪ অক্টোবর।"

  1. sunny123 Contributor says:
    kotai palan aktu bolban…tadar site paylem na..
    1. samim ahshan Author says:
      জাতীয় বিশ্ববিদ্যালয় এর অফিসিয়াল সাইটে দেওয়া হইছে।
      বিস্তারিত ভাবে
      এই সাইটে দেওয়া হইসে চাইলে দেখতে পারেন।
  2. sunny123 Contributor says:
    kotai palan aktu bolban…tadar site paylem na..
  3. Maidul Islam Hridoy Contributor says:
    http://www.nu.ac.bd/admissions এই সাইটে যে নোটিস আছে, সেটা ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের।
    ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের কোনো নোটিস এখনো দেয়নি।
    আর,আপনি কই থেকে জানলেন, অনলাইন আবেদন গ্রহণের তারিখ ২২ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত???
  4. Aikrum Contributor says:
    ডিগ্রী প্রথম বর্ষের BBS গুরুপের বই এর pdf download link টা দিবেন প্লিজ

Leave a Reply