হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি বর্তমান সময়ের সবথেকে জনপ্রিয় গেমস PUBG এর Lite ভার্সন নিয়ে তো চলুন শুর করা যাক রিভিউ আর পোষ্টের শেষে ডাউনলোড লিংক।

PUBG  Games Information:

বর্তমানের কম বেশী সবার পছন্দ হলো Player Unknown Battle Ground বা সংক্ষেপে PUBG যা Develop এবং Publish করেছে PUBG Corporation. আর এখন পর্যন্ত এই গেমস টি খেলা যাচ্ছে Microsoft Windows Android iOS Xbox One PlayStation 4 এসকল প্লাটফর্ম থেকে। PUBG মূলত Unreal Engine 4 ব্যবহার করে চলে থাকে আর এই জনপ্রিয় গেমস টি প্রকাশ করা হয় সর্বপ্রথম  December 20, 2017 ইং সালে।

PUBG Lite Games Information:

আপনারা জেনে থাকবেন যে PUBG খেলতে হলে আপনাকে 3GB+ Ram আছে এমন মোবাইল ডিভাইস ব্যবহার করতে হবে আর তা নাহলে এটা চালানো সম্ভব নয়। আর আগে ব্রাজিল এবং ফিলিপাইন এই দুই দেশের জন্য PUBG Lite উন্মুক্ত করা হয়েছিল যা কিনা 1GB Ram হলেও চালানো যেত কিন্তু এখন আর চিন্তা নেই আর ভিপিএন ব্যবহার করে PUBG Lite চালাতে হবেনা কারন গত ২৫শে জুলাই বাংলাদেশ সহ আরো কিছু দেশে অফিশিয়াল ভাবে PUBG Lite প্রকাশ করা হয়েছে তাই এবার জমবে খেলা।

PUBG Lite Games Review :

PUBG Lite ভার্সনে একসাথে ৬০জন খেলোয়ার কে প্লেন এ করে PUBG এর যুদ্ধ ক্ষেত্রে ছেড়ে দেওয়া হবে যেখানে আপনাকে বেঁচে থাকতে হবে অন্যকে মারতে হবে এবং টিকে থাকতে হবে যে শেষ পর্যন্ত টিকে থাকবে সে পাবে Chicken Dinner……..
 
 
যদিও এটা PUBG এর Lite ভার্সন তবে চিন্তা করতে হবেনা কারন এর গ্রাফিক্স সেই মানের তাই যারা এখনো খেলার চেষ্টা করোনি তারা একবার ডাউনলোড করতে পারো কারন এখানে পাবে এক ভার্চুয়াল দুনিয়া যা ইচ্ছা তা করা যাবে এক কথায় Open World Games যা তুমি Multiplayer Mode এ খেলতে পারবে।
 
 
এবার আর স্লো লেগ করার সমস্যা হবেনা আশা করি কারন Smoothly চলবে যা তোমাকে আসলেই অনেক খুশী করতে পারবে আর টাইমপাস এর কথা জিজ্ঞাসা করলে সেটা যারা খেলে তাদের জিজ্ঞাসা করলেই বুঝতে পারবে।
সংযুক্ত করা হয়েছে দারুন সব অস্ত্র , গাড়ী, পুরস্কার যা তোমাকে দিবে Virtual Reality উপভোগ করার সুবিধা একবার পরখ করে দেখতেই পারো …
Royal Pass তো রয়েছেই এখানে পাবে নতুন নতুন সকল জিনিস, তোমার মিশন সম্পূর্ন এবং চ্যালেঞ্জ গুলো শেষ করতে পারলেই পেতে পারো তোমার পছন্দের আইটেম গুলো।

তাহলে আর দেরী কেন গ্রুপ নিয়ে নেমে পড়ো মাঠে আর গুলি করে খুলি উড়িয়ে দেও তোমার শত্রুদের আর মজা নেও এই PUBG LITE ভার্সনের যা কিনা পাবে 468MB তে এবং খেলা যাবে সর্বনিম্ন 1GB Ram আছে এমন ডিভাইস গুলোতে।

\

PUBG Lite Games Download:

আমি আপনাদের সরাসরি Play Store এর লিংক দিচ্ছি কারন অন্য সোর্স থেকে ডাউনলোড করলে আপনার ডিভাইসের রেজুলেশন অনুযায়ী নাও পেতে পারেন তাই সবথেকে ভালো হবে গুগল মামার প্লে স্টোর নিচে লিংক।
 

PUBG Lite Games For Pc:

আপনারা অনেকেই PUBG গেমস Emulator দিয়ে পিসি থেকে খেলে থাকেন তবে এবার খেলুন PUBG LITE আপনার পিসি থেকে আর কন্ট্রোল করুন মাউস এবং কী বোর্ড দিয়ে চলুন আগে বিস্তারিত জেনে নেই।
 
PUBG LITE চালাতে চাইলে উপরের চিত্রের গ্রাফিক্স কার্ড থাকতে হবে অন্য আর পাশাপাশি আপনার গ্রাফিক্স ড্রাইভার আপডেট থাকতে হবে।
 
আর আপনার PUBG LITE  গেমস চালাতে হলে অবশ্যই Microsoft Visual C++ সাথে NET Framework 4.5.2 এবং DirectX 11 ইন্সটল করা থাকতে হবে যদি না থাকে তবে নিচের লিংকে গেলে ডাউনলোড করতে পারবেন।
Minimum:
 
Core i3 2.4GHz এর প্রসেসর Ram 4GB সাথে GPU DirectX 11 সাপোর্টেড হতে হবে।
পাশাপাশি আপনার Hard Disk এ ৪৬৮MB খালি জায়গা থাকতে হবে।
(Win7,8,10 64bit)
 
 Recommended:
 
Core i5 2.8 GHz এর প্রসেসর 8GB Ram সাথে DirectX 11 NVIDIA Geforce GTX 660 অথবা AMD Rodeon HD 7870 পাশাপাশি 4GB খালি জায়গা এবং 8GB Ram হলে ভালো হবে।
(Win7,8,10 64bit)
 

PUBG Lite Games For Pc Download:

নিচের লিংক থেকে ড্রাইভার, সফটওয়্যার, এবং গেমস ডাউনলোড করতে পারেন।
 
 
তাহলে আপনারা উপভোগ করুন PUBG LITE ……
আর সময় থাকলে ঘুরে আসতে পারেন আমার ছোট্ট ব্লগ থেকে
আজকের মত বিদায় দেখা হবে অন্য কোন দিন নতুন কিছু নিয়ে।
 

19 thoughts on "আফসোসের দিন শেষ এবার আপনার মোবাইল কিংবা কম্পিউটার থেকেও খেলুন PUBG Lite মাত্র 468MB রিভিউ সাথে ডাউনলোড লিংক"

  1. R.H RAJU AHMED Contributor says:
    Vai,,eta to Wife diye khela jaina…shudhu gp sim diye chole…
    1. Cyber Prince Author Post Creator says:
      আমিতো ওয়াইফাই দিয়ে পিসিতে খেলি সমস্যা হয় না।
  2. RANA PMR Contributor says:
    512 ram a চলবে???
    1. Cyber Prince Author Post Creator says:
      না ভাইজান।
  3. “Core i3 2.4GHz এর প্রসেসর Ram 468MB সাথে GPU DirectX 11 সাপোর্টেড হতে হবে।
    পাশাপাশি আপনার Hard Disk এ ৪৬৮MB খালি জায়গা থাকতে হবে।
    (Win7,8,10 64bit) ”

    ভাই আমি জানতে চাচ্ছি কোন পিসি তে 468 র্যাম থাকে? পোস্ট আপডেট করেন। আর হ্যা আপনি পুরো পোস্ট এ শুধু PUBG LITE কথাটাই লিখেছেন। মনে রাখবেন PUBG LITE হলো পিসি এর জন্য অফিশিয়াল গেমস যা কোনো ইমুলেটর না। এটাকে PUBG LITE বলে আর মোবাইল এর টা PUBG MOBILE LITE বলে।

    1. Cyber Prince Author Post Creator says:
      হ্যালো ভালো করে পড়েন বলা হয়েছে যারা PUBG গেমস Emulator দিয়ে খেলেন তারা খেলুন Pubg lite pc থেকে।
      আর 468MB টা রাইটিং মিস্টেক।

      আর হ্যা স্ক্রিনশর্ট দেওয়া ছিল সঠিক তথ্য তো সেখানেই দেখতে পাওয়া যাচ্ছে।

    2. Cyber Prince Author Post Creator says:
      আপনার মোবাইল নাম্বার কিংবা ফেবু আইডি দিন আমি নক দিচ্ছি
    3. ‌amake nock dewa lagbe na ami ja likhesi shob thiki likhesi
  4. Junayed Reza Contributor says:
    ভাই,আমারটায় লেখা আসে This Item is not available in your country. আমি তাহলে কি করব?
    1. Cyber Prince Author Post Creator says:
      ভাইয়া মোবাইলে আসে এরকম নাকি পিসিতে…
    2. Junayed Reza Contributor says:
      মোবাইলে
  5. himu2xxx Contributor says:
    hacking tips den
    1. Cyber Prince Author Post Creator says:
      অবশ্যই কেন নয় তবে আপনাদের ও তো জানানো দরকার আপনার এই গরীব ভাই থেকে আপনারা কি চান…
      আমি তা নিয়েই হাজির হবো…
    2. himu2xxx Contributor says:
      hacking tips niye taratari upostit hon vai. waiting
  6. himu2xxx Contributor says:
    apni vai positive chintar manush r boro ridoy er. apni gorib kivabe holen? vabbar bisoy?
    1. Cyber Prince Author Post Creator says:
      love from heart …..
      thank you sir
  7. Md Redoanol Islam Contributor says:
    ভাইয়া।এখন যদি আমি PUBG LITE দিয়ে খেলা start করি।এবং লেভেল আপ করতে থাকি।যখন কিছু দিন পর নতুন মোবাইল কিনব তখন কি Main PUBG তে এই একই এক্যাউন্ট দিয়ে মানে,আমার লেভেল আপড id use করে খেলতে পারবো?
    1. Cyber Prince Author Post Creator says:
      জি হ্যা ভাইজান
  8. ভাই, পাবজি মোবাইল লাইট এর হ্যাকিং ট্রিক চাই

Leave a Reply