আসসালামুআলাইকুম, সবাই কেমন আছেন আপনারা?

আশা করি ভালো আছেন সবাই। আমিও ভালোই আছি। আজকে Symphony V75M ইউজার ভাইদের জন্য নিয়ে এসেছি স্টক রম যা কাস্টম রমের মতো মোবাইল দিয়ে ফ্লাস করতে হয়। এখন থেকে আমি প্রতিদিন ফোনের স্টক রম বা ফ্ল্যাশ ফাইল শেয়ার করব।

বেশি কথা না বলে কাজের কথায় আসি।

এই Flashable Stock Rom টি Download করার কিছু সুবিধা দেখুন–

  1. মোবাইল Brick হলে আপনাকে আর টাকা খরচ করে Flash দিতে হবে না।
  2. আপনাকে আর কখনোই Stock Rom এর Backup নিতে হবে না। মোবাইল Brick করলে এটি Flash দিলেই আগের মতো হয়ে যাবে।
  3. শুধু Backup এর জন্যই আপনার Memory এর বেশ অনেকটা জায়গা পূর্ণ থাকতো। এখন থেকে এ ঝামেলা থেকেও আপনি সম্পূর্ণ মুক্ত।
  4. এটিকে আপনি Custom Rom এর মতোই Install ও ব্যবহার করতে পারবেন।
  5. রমে কোনো সমস্যা নাই।
  6. আপনি চাইলে এটি কম্পিউটার দিয়ে ফ্ল্যাশ দিতে পাবেন।

রমের ভেতরে ইনস্টল দেওয়ার টিপস দেওয়া আছে।

নিচে থেকে ডাউনলোড করে নিন ঐখানে Instruction দাওয়া আছে।

File Name: Symphony_V75M_MT6580_HW1_V6_2GB_180424_7.0.zip
File Size: 995 MB

Download Link : Symphony i10 Stock Rom Download |  Mirror Download Link

Flash করার আগে নিচের মতো করে সব Wipe করবেন-

  1. Wipe Cache
  2. Wipe Dalvik cache
  3. Wipe All Data /Factory Reset
  4. Wipe System

তারপরে Stock Rom টি Select করে একেবারে নিশ্চিন্তে Flash করুন। কোনো সমস্যা হবে না আশা করি।

পোস্টটি ভালো লাগলে আমার ছোট ওয়েব সাইটটি ঘুরে আস্তে পারেন।

ApkHut.Com

আপনি এই সাইটে সকল প্রকার এপস ,গেমস ,পেইড এপস ফ্রি তে ও প্লেস্টোরের সকল পেইড ও ফ্রি এপস সহজেই কনভার্ট করতে পারবেন।তাই দেরি না করে এখনই ঘুরে আসুন ধন্যবাদ।

পোস্টটটি পড়ার জন্য সবাইকে ধন্যবাদ।

4 thoughts on "নিয়ে নিন Symphony V75M এর ফ্ল্যাশ ফাইল | Stock Rom For Symphony V75M"

  1. Murad Hasan 55 Contributor says:
    vai, twrp koi pabo? link den
  2. Murad Hasan 55 Contributor says:
    vai, twrp koi pabo? link den

Leave a Reply