বাজারে এছাড়ার আগের রিয়েলমি কোম্পানি তাদের এই দুটি স্মার্টফোনের কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও ছবি প্রকাশ করেছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে। রিয়েলমি ৬ থাকবে ৬৪ মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ যা দিয়ে ২০x জুম করে ছবি তুলা যাবে। ৯০Hz রিফেস রেটের ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে থাকছে। আরও থাকছে ৩০ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা।
যদিও আগের রিয়েলমি ৫ ও ৫ প্রো (Realme 5 & 5 Pro) তে ছিল ওয়াটার ড্রপ নচ কাট-আউট ডিসপ্লে। তবে এবারের রিয়েলমি ৬ লাইন-আপের দু বন্ধুর সাঁজ থাকছে একটু অন্য রকম যেমন এখানে নচের বদলে পাঞ্চ-হোল ডিসপ্লে থাকবে। Realme 6 এ পাঞ্চ-হোল ডিসপ্লের মধ্যে থাকবে একটি ক্যামেরা আর 6 Pro তে থাকবে দুটি ক্যামেরা যার একটি আল্ট্রাওয়াইড মোডের ছবি তুলার ক্যামেরা। এই পাঞ্চ-হোল ডিসপ্লের একদম উপর দিকে থাকবে ইয়ার পিস ফোনে কথা বলার জন্য, এ জিনিসটা দেখতে অনেকটা Xiaomi Poco X2 এর মতো লাগছে।
অন্যদিকে এই দুই ফোনের সাথে আসছে রিয়েলমি Fitness Band। যাতে কালার ডিসপ্লে, হার্ড রেট সেন্সর ও ইউএসবি কানেক্টর থাকবে। থাকবে কিছু যেমন স্টেপ কাউন্টিং, ক্যালরি বার্ন, স্লিপিং ট্র্যাকিং, স্যানিটারি রিমাইন্ডার মতো ফিউচার সমূহ। তবে এর দাম সম্পর্কে রিয়েলমি কিছু বলেনি।
5 thoughts on "Realme 6 & 6 Pro বাজারে আসছে এই মাসেই সাথে থাকবে রিয়েল ব্যান্ড ঘড়ি"