Android App Making In 5 Minute যদি আপনি আপনার ওয়েবসাইট এর জন্য এপ বানাতে চান কোন প্রকার কোডিং ছাড়া তবে আর্টিকেল টি আপনার জন্য।

Android App Making In 5 Minute

 

Android App Making In 5 Minute এর টিউটোরিয়াল টিতে কোন প্রকার ওয়েবসাইট ব্যবহার ছাড়াই কিভাবে একটি Android App তৈরী করবেন তা আমি তুলে ধরার চেষ্টা করবো।

 আপনারা হয়তো জেনেই থাকবেন যে Adsense এপ্রুভাল পেলে তারপর বিজ্ঞাপন দিয়ে আয় করা যায়। কিন্তু ধরে নিন আপনার Adsense পান নাই সেক্ষেত্রে এই আইডিয়া কাজে লাগিয়ে আপনি Adsense এর স্বাদ নিতে পারবেন।

মূলত আমাদের আজকের টপিক Android App Making In 5 Minute টিতে ব্যবহার করবো একটি পিসি সফটওয়্যার।

যারা মোবাইল থেকে এপ বানাতে চান তাদের জন্য মূলত আজকের আর্টিকেল টি নয়। তবে আপনি চাইলে নিচের ভিডিও থেকে দেখে নিতে পারেন কিভাবে একটি এপ বানাবেন মোবাইল থেকে।

আর পাশাপাশি Admob এর বিজ্ঞাপন কিভাবে বসাতে হয় তার জন্য নিচের ভিডিও টি দেখতে পারেন এখানে তা নিয়েই আলোচনা করা হয়েছে।

এবার চলুন আজকের টপিকে ফিরে আসা যাক  Android App Making In 5 Minute টিউটোরিয়ালে।
 

Website থেকে Android App বানাতে আমাদের যে সকল জিনিস দরকার পড়বে তা দেখে নিনঃ-

Download এবং Install করে নিবেন। 

Java 

 

Download এবং Install করে নিবেন।

Java SE Development Kit 8u271

 

 Download এবং Install করে নিবেন।  

  3.Website2apk 

    4.Windows 10 (For Better Performance)

    আপনার যদি উইন্ডোজ 10, 8.1, 7 ইন্সটল করা থাকে তাহলে আপনি কাজ করতে পারবেন অনায়াসে।
    এবার উইন্ডোজ বাদ দিয়ে বাকী সকল জিনিস গু্লো ডাউনলোড করে ফেলুন এবং সাথে ইন্সটল করে ফেলুন
 
 
আজকের মূল বিষয় Android App Making In 5 Minute এখান থেকে শুরু হচ্ছে।
 
প্রথমত আপনার যদি ওয়েবসাইট না থাকে তবে বানিয়ে নিতে পারবেন ফ্রিতে নিচের লিংকে গিয়ে।
যাদের ওয়েবসাইট আছে তাদের তো ওয়েবলিংক নিয়ে কোন ঝামেলা থাকার কথা নয় আশা করি।
 
আপনারা যে ওয়েবসাইট টি থেকে আর্টিকেল পড়ছেন তার নাম ব্যবহার করেই আমি উদাহরন দিবো।
তাই আপনি শুধু আপনার ওয়েবসাইটের লিংক টি চেঞ্জ করে নিতে ভুলে বসবেন না কিন্তু।

Android App Making In 5 Minute Tutorial:

প্রথমে Website2apk সফটওয়্যার টি Open করুন।

 

তাহলে আমাদের যা করতে হবেঃ-

  1. App এর নাম দিতে হবে।
  2. Package এর নাম পরিবর্তন করতে হবে।
  3. ভার্সন নির্বাচন করতে হবে।
  4. ওয়েবসাইটের লিংক বসাতে হবে।
  5. Logo বানাতে হবে ৫১২*৫১২ সাইজের।
  6. Admob এর কোড বসাতে হবে। ( Earning এর জন্য )
  7. সবশেষে এপ বানিয়ে টেস্ট করতে হবে।

নিচের চিত্রটি দেখুন কোথায় কি বসাতে হবে।

 

প্রথম নম্বরে আপনার এপ এর নাম দিতে হবে। যেমন ধরুনঃ- DarkMagician

২য় ঘরে আপনাকে বসাতে হবে প্যাকেজের নাম।

যেমন ধরুন আপনার এপ এর নাম দিলেন DarkMagician. 
আর আপনার প্যাকেজ নাম এর ঘরের প্রথম ঘরে রয়েছে com তাহলে বাকী দুই ঘরে আপনার এপ নাম এউই খন্ড করে বসিয়ে দিন। যেমনঃ- com.dark.magician
এই প্যাকেজ নেম এর কার্যকরীতা অনেক তাই প্যাকেজ নামটি চেষ্টা করবেন এপ এর সাথে মিলিয়ে দেওয়ার জন্য।
 

৩নম্বরে রয়েছে ভার্সন কোড যখন আপনি কোন নতুন এপ বানাবেন তার ভার্সন হবে 1.0 মানে 1.

আর যখন আপনি কোন এপ এর আপডেট ভার্সন বের করবেন তখন হবে 2.0 অথবা 2.
ঠিক একই ভাবে যত আপডেট করবেন ঠিক ততোটাই ভার্সন বাড়িয়ে নিবেন।
 

৪নম্বরে রয়েছে URL এখানে বসাতে হবে আপনার ওয়েবসাইটের লিংক। 

যেমন আমার ওয়েবসাইটের লিংক হলো DarkMagician.Xyz তাহলে আমি এটাই বসাবো।
যদি আপনার ডোমেইনে SSL সার্টিফিকেট না থাকে তবে http://   
আপনার ওয়েবসাইট যদি সিকিউর এবং SSL থাকে তবে হবে https://
এটা বুঝতে না পারলে ব্রাউজারে যে লিংক দেখা যায় তা কপি করে ব্রাউজারে পেস্ট করুন তাহলে http:// নাকি https:// তা পেয়ে যাবেন।
 

৫ নম্নর ঘরটি লাল কালি দিয়ে মার্ক করা হয়নি তাই এখান থেকে বুঝে নিন।

দেখুন About Dialogue Text নামে একটি ঘর রয়েছে। সেই ঘরে গিয়ে লিখে দিবেন আপনার নাম যেমন ধরুনঃ-
“App is created by Cyber Prince”

৬ নম্বরে আপনাকে একটি লগো দিতে হবে Change Icon এ ক্লিক করে। যার সাইজ হবে 512*512px

মনে রাখবেন একটি ভালো মানের লগো এপকে আকর্ষনীয় করতে সাহায্য করে।
 

৭ নম্বরে আছে Admob Monetization

এখানেই হচ্ছে গুরুত্বপূর্ন কাজ আপনাকে বসাতে হবে Admob এর বিজ্ঞাপন কোড।
তাই আপনার যদি Admob সাইটে একাউন্ট না থাকে তবে নিচের লিংকে গিয়ে একটি একাউন্ট তৈরী করে ফেলুন।
যদি আপনার একাউন্ট খোলা হয়ে যায় কিংবা আগে থেকেই একাউন্ট থাকে তবে নিচের পদক্ষেপ গুলো দেখুন।
 

একাউন্ট তৈরী হলে আপনাকে উপরের মত একটি Dashboard দেখাবে।

 

প্রথমে Apps সেটিংস টিতে ক্লিক করুন। এরপর Add App বাটনে ক্লিক করুন।

Platform থেকে Android নির্বাচন করুন। কারন আমরা তো Android App এর জন্য বিজ্ঞাপন নিবো তাই না?

Is The app Listed on a supported app store এখানে আমরা No নির্বাচন করবো। কারন আমরা তো এখনো এপ বানাই নাই আর সাথে কোন প্রকার App Store এ প্রকাশ করি নাই।
সবশেষে Continue বাটনে ক্লিক করে দিন।
 

App Name ঘরটিতে আপনার বানানো এপ এর নাম দিতে হবে। আমি উদাহরন হিসাবে দিলাম Horror Photo Editor.

যা আমার নেক্সট প্রজেক্ট হতে যাচ্ছে।
নাম দেওয়া হয়ে গেলে Add App বাটনে ক্লিক করে দিন।
 

 

How To Setup App-Ads TXT লেখাতে ক্লিক করলে আপনাকে নিচের ছবির মত একটি কোড দিবে।
আপনার ওয়েবসাইট যদি ব্লগার হয় তবে কপি করুন আর যদি কোন প্রকার Hosting ব্যবহার করে থাকেন তবে আলাদা বিষয়।

 

যদি আপনি Hosting ব্যবহার করে থাকেন তবে আপনাকে পিসি থেকে Notepad Open করতে হবে। আর সেই কপি করা কোডটি Notepad এর ভিতর Paste করে Save করতে হবে app-ads.txt নাম দিয়ে।
এবং সেই app-ads.txt ফাইলটি আপলোড করে দিবেন আপনার ওয়েবসাইটের ফোল্ডারে।
আর যারা ব্লগার ব্যবহার করেন তারা Blogger এর সেটিংস এ চলে যান।
 

Monetization থেকে Enable custom ads.txt ফিচার টি চালু করে নিন।

এরপর আপনার কপি করা কোড টি Custom Ads.txt এর ঘরে বসিয়ে দিয়ে Save করে নিন।
তাহলে হয়ে গেলো app-ads.txt বসানো। এটা বসানোর উদ্দেশ্য ওয়েবসাইট টি আপনার তা ভেরিফাই করা।

 

Create Ad Unit বাটনে ক্লিক করুন আর যদি পরে Ad Code তৈরী করতে চান তবে Done বাটনে ক্লিক করুন।
 

আপনাকে Banner এবং intersitial Ad unit তৈরী করতে হবে। 

 

প্রথমে Banner Ad তৈরী করবো তাই Banner নির্বাচন করেছিলাম। এখন Ad unit Name দিতে হবে। আপনার পছন্দ মত দিতে পারেন যেমন আমি দিয়েছি Banner. 

Create Ad unit বাটনে ক্লিক করুন।
 

দেখুন ca-app-pub-xxxxxxxxxxxxx/xxxxxxxxxxxxx যে কোড টি পাবেন তা কোথাও নোট করে রাখুন।

এরপর Create Another ad unit এ ক্লিক করে একই নিয়ম Intersitial Ad Code তৈরী করে ফেলুন।
 
এবার আপনার কাছে যদি Banner এবং Intersitial এর ad code থাকে তবে চলুন তা সফটওয়্যারে বসিয়ে ফেলি।
 

AdMob Monetization থেকে Enable নির্বাচন করুন। একটি পপ আপ চালু হবে সেখানে আপনার Banner এবং Intersitial কোড বসিয়ে Save বাটনে ক্লিক করে দিন।

 

সবশেষে Generate Apk বাটনে ক্লিক করলে আপনার App টি তৈরী হয়ে যাবে। তবে একটা কথা ক্লিয়ার করে নেই এই সফটওয়্যার দিয়ে যে App বানাবেন তা SDK 28 হবে। 

 

 
আপনি চাইলে এই এপ আপনার বন্ধু, আত্মীয়, এলাকায় কিংবা ব্লগে App টি প্রকাশ করে Admob থেকে ডলার আয় করতে পারবেন।
 
যেহেতু আজকে শুধু এপ বানানোর টিউটোরিয়াল শেয়ার করেছি তাই আজকে প্লে স্টোরে পাবলিশ করা নিয়ে কোন আলোচনা করবোনা।
যদি আপনি Play Store এ প্রকাশ করতে চান তবে আপনাকে App Signing করে প্রকাশ করতে হবে।
আর কিভাবে App Signing করবেন এবং কিভাবে একটি Key তৈরী করবেন আপনার App এর জন্য তা নিয়ে অন্য আরেকদিন আলোচনা করবো।
 
আজকের Android App Making In 5 Minute আর্টিকেলটি আপনার কাছে কেমন লেগেছে কিংবা কোন সমস্যা আছে কিনা তা জানাতে কমেন্ট করুন।
 
আর হ্যা আপনি যদি চান যে এরকম আরো টিউটোরিয়াল নিয়ে আমি আপনাদের সামনে হাজির হই তবে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু।
 
তাহলে আজকের মত বিদায় দেখা হবে অন্য কোন দিন নতুন কিছু নিয়ে।
 আপনি চাইলে ঘুরে দেখতে পারেন
 

59 thoughts on "Android App Making In 5 Minute যে কোন ওয়েবসাইট থেকে এপ বানিয়ে আয় করুন সহজে"

  1. Saad ☑️ Contributor says:
    Je Kono type er app make kore neyar jnno contact korte paren. (Social, Earning, woo-commerce, Video/photo editor, delevery, etc.) https://m.me/DontBeSadBeSaad
  2. Abdus Sobhan Author says:
    ai platform ar apnader joggo na
    last post ar opekkhai
    1. Cyber_Prince Author Post Creator says:
      জি ভাইয়া আমার শেষ আর্টিকেল খুব শ্রীঘ্রই আসছে
  3. Md maruf Author says:
    Video Link দেওয়া তো নিষেধ
    1. Abdus Sobhan Author says:
      ke nished korche vhai?
  4. Nazmul Islam Author says:
    website sara ki banano jabe?
  5. Nazmul Islam Author says:
    vai ajker je tutorial disen. ata use kore earn korte parbo? earn korar jonno aro kono kisu korte hobe kina.plz ans
    1. Cyber_Prince Author Post Creator says:
      ধরে নিন আপনি ওয়েবসাইট তৈরী করবেন না সেক্ষেত্রে আপনি অনলাইন গেমস গুলো ট্রাই করে দেখতে পারেন।
    2. Nazmul Islam Author says:
      tutorial jevabe dekhiyesen ovhabe korlei hobe?
    3. Cyber_Prince Author Post Creator says:
      জি ব্রাদার আপনি যদি সব সঠিক ভাবে করে থাকেন তবে অবশ্যই সব কাজ ডান। কিন্তু ভাইয়া যদি প্লে স্টোরে প্রকাশ করতে পারেন তবে আর্ন করতে পারবেন হিউজ পরিমান। আর যদি তা না পারেন তবে মিনিমাম ৫০০ এক্টিভ ইউজার রাখার চেষ্টা করবেন ।
    4. Nazmul Islam Author says:
      ata diye bro self click ar moto kaj kore earn kora jabe?
    5. Cyber_Prince Author Post Creator says:
      জিনা সেলফ ক্লিক এর জন্য ব্যান হয়ে যেতে পারেন
  6. Shakib Ahmed Raj Contributor says:
    vai amk ekta baniye din amr pc nosto hoye gese
    1. Cyber_Prince Author Post Creator says:
      ওকে আপনার সাইট লিংক দিন ভাইয়া
    2. Shakib Ahmed Raj Contributor says:
      htpps://sitt.ml

      packege: ml.sitt

    3. Cyber_Prince Author Post Creator says:
      ব্রাদার আপনি আমাকে কষ্ট করে Admob একাউন্ট এর পাবলিশার কোড, এপ কোড, ব্যানার কোড, ইন্টারসিটিয়াল এড কোড দিন আমি আপনাকে প্রফেশনাল মানের এপ বানিয়ে দিচ্ছি আর্নিং সহকারে + প্লে স্টোরে প্রকাশ করে দিবো কিন্তু কথা দিতে হবে আপনি সাইট কন্টিনিউ আর্টিকেল পোষ্ট করবেন । আই ডোন্ট নীড মানি ইটস গিফট ফর ইউ।
      উত্তর হ্যা অথবা না।
      উত্তর যদি হ্যা হয় তবে information গুলো যত দ্রুত সম্ভব আমাকে দিন।
  7. Rafsan Jani Subscriber says:
    Valo laglo bhaiya try korbo
    eta diyei try korbo Insha Allah
    https://www.healthd-sports.com
  8. Shakib Expert Author says:
    Unity নিয়ে কীভাবে নরমালি একটা Apk Create করতে পারি, সেটা নিয়ে বললে সুবিধা হত। সামনে App development নিয়ে কাজ করার ইচ্ছা আছে। নরমাল App বলতে Codashop এর Apk এর মত(unity দিয়ে build করা এটা)
    ধন্যবাদ?
    1. Cyber_Prince Author Post Creator says:
      যদি সময় করে ঊঠতে পারি তবে Unity নিয়ে টিউটোরিয়াল শেয়ার করবো।
      আর এটা মানতেই হবে গেম ডেভেলপারদের জন্য এটা একটা গিফট।
  9. All Razik030 Contributor says:
    google ki invalid click dorbe
    1. Cyber_Prince Author Post Creator says:
      যদি আপনি নিজে ক্লিক না করেন ( যার এডমব একাউন্ট সে ক্লিক না করলেই ভালো হয়)
  10. Shakib Ahmed Raj Contributor says:
    vai haa ami eta use korbo r wait
  11. Shakib Ahmed Raj Contributor says:
    ca-app-pub-8626931648435362/4306033797
  12. Shakib Ahmed Raj Contributor says:
    Complete the instructions in the Google Mobile Ads SDK guide using this app ID:
    DeshBNca-app-pub-8626931648435362~1164865137
    Follow the native advanced implementation guide to integrate the SDK. You’ll specify ad type, size, and placement when you integrate the code using this ad unit ID:
    ca-app-pub-8626931648435362/4306033797ca-app-pub-8626931648435362/2801380435
    Review the AdMob policies to ensure your implementation complies.
  13. Shakib Ahmed Raj Contributor says:
    Complete the instructions in the Google Mobile Ads SDK guide using this app ID:
    DeshBNca-app-pub-8626931648435362~1164865137
    Follow the rewarded implementation guide to integrate the SDK. You’ll specify ad type and placement when you integrate the code using this ad unit ID:
    DeshBNca-app-pub-8626931648435362/9175217097
    Review the AdMob policies to ensure your implementation complies.
  14. Shakib Ahmed Raj Contributor says:
    Complete the instructions in the Google Mobile Ads SDK guide using this app ID:
    DeshBN

    ca-app-pub-8626931648435362~1164865137

    Follow the rewarded implementation guide to integrate the SDK. You’ll specify ad type and placement when you integrate the code using this ad unit ID:
    DeshBN.

    ca-app-pub-8626931648435362/9175217097

    Review the AdMob policies to ensure your implementation complies.

  15. Shakib Ahmed Raj Contributor says:
    Complete the instructions in the Google Mobile Ads SDK guide using this app ID:
    DeshBN

    ca-app-pub-8626931648435362~1164865137

    Follow the native advanced implementation guide to integrate the SDK. You’ll specify ad type, size, and placement when you integrate the code using this ad unit ID:

    ca-app-pub-8626931648435362/2801380435

    Review the AdMob policies to ensure your implementation complies.

  16. Shakib Ahmed Raj Contributor says:
    vai ami admob e new tai ei rokom dilam r apnar fb accounts din please
    1. Cyber_Prince Author Post Creator says:
      ওকে আমি সব পেয়েছি আমি আপনাকে আগামীকাল এপ এর লিংক দিবো আজকে সব তৈরী করে রাখছি
    1. Cyber_Prince Author Post Creator says:
      ধন্যবাদ
  17. ভাই অনেকদিন
    পড়ে trickbd আসলাম।
    এশেই আপনার post
    খুব ভালো লাগলো।
    1. Cyber_Prince Author Post Creator says:
      ধন্যবাদ ভাইয়া আপনার মূল্যবান মতামত জানানোর জন্য।
  18. ভাই এড শো করবে তো
    1. Cyber_Prince Author Post Creator says:
      সব ঠিক থাকলে শো করবে
  19. Shakib Ahmed Contributor says:
    bro koi apps ?
    1. Cyber_Prince Author Post Creator says:
      wait আমি দিনে এক্টিভ থাকিনা আপলোড করে লিংক দিচ্ছি
  20. Shakib Ahmed Contributor says:
    ooh tnx vai but rate app e gele kaj kore nah
    1. Cyber_Prince Author Post Creator says:
      কারন আপনার এপ টি প্লে স্টোরে পেকাশ করা হয় নাই। যখন প্রকাশ হবে তখন Rate App কাজ করবে
  21. Shakib Ahmed Contributor says:
    ooh r vai ads show kore nah ?
    1. Cyber_Prince Author Post Creator says:
      ব্রাদার হাসবো নাকি কাদবো বুঝতে পারতেছিনা আপনার এপ কয়জন চালাচ্ছে মিনিমাম ১০০ ব্যবহারকারী করার চেষ্টা করুন এড শো হবে অটোমেটক ।
  22. SplitGeoduck313 Contributor says:
    Question
    1. ekti app ki weasite based naki seta janbo kemne?
    2. Ekta app dia anime dekhe setar video download korbo kemne (oi app e download er option nai) ?
    3. Doren ami ekta app e movie stream korteci with sub. To ei sub copy/extract korar way ase?
    1. Cyber_Prince Author Post Creator says:
      Answer 1: Try To Find Out Main Source. You Can Decompress App And Find Out The Main Source
      Answer2: You Have To Find Out App Admin Panel Link And Then You Can Download
      Answer3: Yes
    2. SplitGeoduck313 Contributor says:
      3. To ei subtitle ami copy korbo kemne?
  23. cyber prince boss apnar Number + Id den.. help lagbe
    1. Cyber_Prince Author Post Creator says:
      ব্রাদার আই থিংক আপনি আপনার এপ টি নেন নি তাই ফেসবুকে আমাকে নক করুন যাকে দিয়ে ডেভেলপ করেছেন তার নাম্বার আমাকে সেন্ড করুন আপুনার এপ এর চার্জ আমি তাকে সেন্ড করে দিবো তার থেকে বুঝে নেন।
  24. Md Jahid Contributor says:
    আপনাকে অনেক মিস করি ভাই। পিসি না থাকা সত্তেও আপনার সব গুলো পোষ্ট দেখতাম আর অন্যের পিসিতে সেট আপ করে দিতাম। আপনি একমাত্র অথর যে কিনা ওপেন চ্যালেন্জ করে ট্রিকবিডির ১ নম্বর হয়েছিল। সুন্দর ছিলো সেই দিন গুলো
    1. Cyber_Prince Author Post Creator says:
      I Also Miss You So Much –
  25. Md Jahid Contributor says:
    Thank you.. Very very thank you for the reply of my message
  26. shagor Contributor says:
    আমাকে একটা তৈরি করে দিন এবং আপনার ফেজবুক আইডির লিংক দিন

Leave a Reply