ফেসবুক পেইজের অন্যতম একটা ফিচার হলো পিন পোস্ট । এই ফিচারটার মাধ্যমে যেকোন পোস্ট অথবা ভিডিও পেইজের টপে পিন করার মাধ্যমে হাইলাইট করা যায় ।
এই ফিচারটি এবার ফেসবুক আইডিতেও আপনারা ইউজ করতে পারবেন । আপনার যেকোন পোস্ট অথবা ভিডিও একদম সব পোস্টের টপে হাইলাইট করে রাখতে পারবেন ।
যেভাবে পোস্ট পিন করবেন
প্রথমেই আপনার প্রোফাইল থেকে যেকোন একটা পোস্টের থ্রি ডট আইকনে ক্লিক করুন তারপর Pin Post অপশনে ক্লিক করে পিন করতে পারবেন ।
যখন কেউ আপনার প্রোফাইলে আসবে এরকম দেখতে পারবে
বিঃ দ্রঃ এই ফিচারটি আমি আমার পিসি থেকে পেয়েছি । মোবাইলে এখনো পাই নাই । মোবাইলে অনেকেই পেয়েছে ।
তাছাড়া, ক্রোম ব্রাউজার থেকে ডেস্কটপ মুড অন করে ট্রাই করে দেখতে পারেন ।
★★আমার আগের পোষ্ট যারা মিস করেছেন তারা নিচের লিংক থেকে দেখে নিনঃ
★★এক ক্লিকেই মেসেঞ্জার গ্রুপের সকল মেম্বারকে মেনশন করুন এবং আপনার মূল্যবান সময় বাঁচান ?
★★ফেসবুক পেইজের ভিডিওতে ইউটিউবের মতো Thumbnail দিন কয়েক সেকেন্ডেই! | ফেসবুকের ভিডিওতে ছবি সেট করুন
★★আপনার কম্পিউটারের নরমাল কীবোর্ডে মেকানিক্যাল কীবোর্ডের সাউন্ড ব্যবহার করুন!
★★কোনপ্রকার বাড়তি এপ ছাড়াই SHAREit এর মতো যেকোন ফাইল দ্রুত শেয়ার করুন !
★★পাবজিতে গ্রেনেড স্কিন নিন কোনপ্রকার UC ছাড়াই । Get PUBG Grenade Skin For Free!
মোবাইল আপডেট করে♥