আপনারা হয়তো অনেকেই জানেন ৫৩৩ মিলিয়ন ফেসবুক ইউজারের মোবাইল নাম্বারসহ তাদের পার্সোনাল অনেক ডাটা (নাম,ছবি,বার্থডে,এড্রেস,মোবাইল নাম্বার ইত্যাদি) লিক হয়ে গেছে । তো এখন তাদের মধ্যে আপনার আমার আইডিও থাকতে পারে । তো, কিভাবে চেক করবেন আপনার ডাটাও লিক হইছে কিনা আর লিক হলে কি করবেন সেটা নিয়েই আমার আজকের পোস্ট ।
কেন আমাদের নাম,ছবি,বার্থডে,এড্রেস,মোবাইল নাম্বার ইত্যাদি এত মূল্যবান যে এগুলো ডার্ক ওয়েবে মোটামুটি ৭০ ডলারে সেল হয়?
– আপনারা যারা Truecaller এপটা ইউজ করেন । এখানে মোবাইল নাম্বার দিলেই কিন্তু অনেক ইনফো দেখায় । এটা কিভাবে সম্ভব হয়?
এইযে আমাদের লিক হওয়া ডাটা কালেক্টের মাধ্যমে । আর তাছাড়া আপনি তাদের সার্ভিস ইউজ করতে গেলে ট্রুকলারও কিন্তু ডাটা কালেক্ট করে । সো, ট্রুকলারের মতো এপগুলোর জন্য আমাদের ডাটা অনেক মূল্যবান, যা তারা ডার্ক ওয়েব থেকে অনেক কম দামে পেয়ে যায় ।
এখন আসেন, কিভাবে চেক করবেন আপনার ফেসবুক আইডির ইনফরমেশন লিক হইছে কিনা?
(বুঝতে অসুবিধা হলে নিচ থেকে ভিডিও দেখতে পারেন)
প্রথমেই চলে যান [ এই সাইটে ] এবং বক্সে আপনার প্রোফাইল লিংক দিন ।
তারপর, যদি আপনার ডাটা লিক হয় দেখাবে you have been Hacked!
আর না হলে সেফ দেখাবে কারণ ডাটাবেজে আপনার আইডির কোন ইনফো লিক হয় নাই ।
প্র্যাক্টিক্যালি দেখতে চাইলে নিচের ভিডিওটি দেখতে পারেন ।
যাদের মনে হয় এই সাইট ফেক তারা নিচে দেওয়া বাংলাদেশের ডাটাবেজ থেকে আইডি কোড/মোবাইল নাম্বার দিয়েও চেক করতে পারেন ?
আপনাদের জ্বালায় শেয়ার করতে বাধ্য হলাম ?
আমি পোস্ট আর ভিডিও বানানোর আগে চেক করেই বানাইছি তারপরও আপনাদের বিশ্বাস হবেনা!
★★আমার আগের পোষ্ট যারা মিস করেছেন তারা নিচের লিংক থেকে দেখে নিনঃ
★★এক ক্লিকেই মেসেঞ্জার গ্রুপের সকল মেম্বারকে মেনশন করুন এবং আপনার মূল্যবান সময় বাঁচান ?
★★ফেসবুক পেইজের ভিডিওতে ইউটিউবের মতো Thumbnail দিন কয়েক সেকেন্ডেই! | ফেসবুকের ভিডিওতে ছবি সেট করুন
★★আপনার কম্পিউটারের নরমাল কীবোর্ডে মেকানিক্যাল কীবোর্ডের সাউন্ড ব্যবহার করুন!
★★কোনপ্রকার বাড়তি এপ ছাড়াই SHAREit এর মতো যেকোন ফাইল দ্রুত শেয়ার করুন !
★★পাবজিতে গ্রেনেড স্কিন নিন কোনপ্রকার UC ছাড়াই । Get PUBG Grenade Skin For Free!
সাইট একদম সিকিউর, কোন ঝামেলা থাকলে ফেসবুকেই লিংক ব্লক করে দিত ।
আমি নিজে টেস্ট করছি নো প্রবলেম
try kore dekhlam 🙂
jgulo hacked hoiche segulor vitor theke 3ta id code diyeoo check korchi 3tai hacked 🙂
try kore dekhlam ?
jgulo **** hoiche segulor vitor theke 3ta id code diyeo check korchi 3tai h ** d ?
?
Thanks me later ?
বাংলাদেশের ডাটাবেজও আমার কাছে আছে, আমি দেখছি ওয়েবসাইট আর ডাটাবেসের ইনফো সেম ।
আমি আমার ফেসবুক আইডির ইউআরএল দিলে বলছে hacked. আবার আমার কাছে ডাটাবেজ আছে ঐখানেও দেখেছি আমার সব ইনফো লিক ।
আবার যার ইনফো নেই ডাটাবেজে সে লিংক দিলে বলছে সেফ । পোস্ট আর ভিডিও বানানোর আগে আমি অনেকের ইনফো মিলিয়ে দেখছি সব ঠিক আছে ।
You can read this article for more info=> https://www.businessinsider.com/stolen-data-of-533-million-facebook-users-leaked-online-2021-4
You can read this article for more info=> https://www.businessinsider.com/stolen-data-of-533-million-facebook-users-leaked-online-2021-4
Cz i am try my Twitter link & other link.
I see this is safe.
Lol that’s totally fack
আপনি পাকনামি করে টুইটার লিংক দিলে আপনাকে সেইফই দেখাবে । কারণ এটা ডাটাবেজে নাই ।
আর ডাটাবেজে যে ফেসবুক আইডির ইনফো নাই ঐটাই সেফ ।
আর আপনি শুধু নাম দিলে ঐটা কি ডাটাবেজে আছে?
ডাটাবেজে নাই এমন কোন আইডি লিংক বা কিছু সেফ দেখাবেই!
এখন যাদের ইনফো লিক হইছে শুধু তাদের গুলো আনসেইফ দেখাবে ।
আর ঐ সাইট থেকে কিভাবে ইনকাম হবে?
আমার আইডি লিংক দেন সেফ বলবে না
https://www.facebook.com/MahbubDev/
তাছাড়া এই আইডি কোড গুলা দিয়ে দেখতে পারেন । আমার কাছে অভাব নাই । কারণ ফুল ডাটাবেজ আছে ।
100014473278157
100007563709313
100028565347675
100015408400760
2021 ar deka best abal post. Apnake novel daoya ucit. lol….?
Download blocked: http://62.171.151.104/cgi-bin/check.sh
Malwarebytes Browser Guard blocks downloads that either come from websites that see relatively light traffic or may contain potentially malicious content. This is intended to protect you from new scams. However, if you trust content from this site and would like to proceed, click “Continue.”
চেক=> https://www.virustotal.com/gui/url/59b968a00c32a694562aaaa0bcebcd99f53d91de58b373df07da4d970b7a2469/detection
আর হ্যা, অন্যদেশের হ্যাকারেরা আমাদের দেশের ডাটা মার্কেটিং হতে ক্রাইম করার কাজে ব্যবহার করতে পারে তাই প্রকৃত সচেতনতার জন্য সকলের জন্য ডাটাবেইজটি উন্মুক্ত করে দেওয়ায় উত্তম হতো।
যেহেতু একাধিকবার পোস্ট আপডেট করেও তা করেননি তাই আমি ডাটাবেইজ (শুধু বাংলাদেশেরটি) ডিসক্লোজ করে দিচ্ছি https://ufile.io/mdg8ff17
ধন্যবাদ
আমি কাউকে খাটো করছি না তবে টেক জগতে আমাদের উচিত আরেকটু উদার মানসিকতা পোষন করা কেননা Tech Can Take Yourself To Talent!
নিজের আইডি সেফ নাকি হ্যাক সেটা নিজের আইডিতে গেলেই তো হয়। নোটিফিকেশন গুলো চ্যাক করলেই তো ব্যাপারটি ক্লিয়ার হয়ে যায়।
এই নিন লিংকঃ https://www.facebook.com/MahbubDev
আমার আইডিটা হ্যাক করে নেন ।
অনেক মানুষ আছে জানিনা তাদের কি উদ্দেশ্য! কি কারনে মানুষদের ফাঁদে ফেলছে।