Monster এনিমে রিভিউ
DETAILS
Name:Monster
Writer: Naoki Urasawa
Genre:Crime, Mystery, Psychological ,thriller.
Episodes:74
Duration:20-24 Minutes
Language: Japanese, English
Original Run: 7 April, 2004 – 28 September, 2005
DOWNLOAD LINK
BANGLA REVIEW
SPOILER ALERT
ডাঃ কেনজৌ তেনমা, সম্প্রতি তিনি হাসপাতালের পরিচালকের কন্যার সাথে সম্পর্কে জড়িত একজন অভিজাত নিউরোসার্জন। এক রাতের, আপাতদৃষ্টিতে একটি ছোট্ট ঘটনা ডঃ টেনমার জীবনকে চিরকাল বদলে দেয়। কারও উপর অস্ত্রোপচারের প্রস্তুতি নেওয়ার সময়, তিনি হাসপাতালের পরিচালক এর কল পেয়ে রোগীদের স্যুইচ করতে বাধ্য হয় এবং একটি বিখ্যাত অভিনয়শিল্পীর জীবন বাঁচায় তার মস্তিষ্কের অস্ত্রোপাচার করে। তাঁর সহকর্মী, বাগদত্ত, এবং হাসপাতালের পরিচালক তার এই কৃতিত্বের প্রশংসা করে; কিন্তু স্যুইচ হওয়ার কারণে, একজন দরিদ্র অভিবাসী শ্রমিক মারা যায়, যা ডঃ টেনমার বিবেকে সংকট সৃষ্টি করে।
সুতরাং, যখন একইরকম পরিস্থিতি আবার দেখা দেয়, ডঃ টেনমা শহরের মেয়রের পরিবর্তে ছোট ছেলে জোহান লিবার্টের উপরে অস্ত্রোপচারের জন্য বেছে নেন। দুর্ভাগ্যক্রমে, এই পছন্দটি ডক্টর টেনমা কে মারাত্মক বিশৃঙ্খলার দিকে পরিচালিত করে – তার সামাজিক অবস্থান হল তাদের অন্যতম। তার প্রেমিকা তাকে ছেড়ে চলে যায়, হাসপাতালের সবাই তাকে নিয়ে কথা বলতে থাকে, পরিচালকসহ সবাই তাকে নিয়ে অসন্তুষ্ট।
ঠিক নয় বছর পরে ডঃ তেনমা যখন একজন অপরাধীর জীবন বাঁচায়, তখন তার অতীত তাকে ধিক্কার জানাতে ফিরে আসে —?
ডিরেক্টর মারা যাবার পর নতুন ডিরেক্টর আসে ও ড. টেনমা তার পুরনো পদ আবার ফিরে পায়। সবকিছু ঠিকঠাকভাবে চলছিলো, কিন্তু এরপরই আসে ঘটনার আসল টুইস্ট… হঠাৎ আরেকটা খুন হয় এবং সে খুনের সাক্ষী একজন চোর মারাত্মকভাবে আহত হয় ও স্মৃতিশক্তি হারিয়ে ফেলে।
ড. টেনমা তাকে সুস্থ করে তোলার পর যেই চোরটি খুনীর বর্ণনা বলবে বলে সিদ্ধান্ত নেয় ঠিক সেই রাতেই খুনীকে যে গার্ড নজরদারির মধ্যে রাখত সে মারা যায় ও চোরটি আতঙ্কিত হয়ে পালিয়ে যায়। এরপর সেইসূত্র ধরে ড. টেনমাও চোরকে তাড়া করলে নয় বছরের সেই পুরনো স্মৃতি ফিরে আসে।
ভিলেনের সাথে তখন ডক্টরের মোলাকাত হয়। ভিলেনকে এত তাড়াতাড়ি দেখানো হবে এটা আমি আশা করিনি। তারপর ভিলেনটি বলে সে হল সেই বাচ্চা ছেলেটি যাকে টেনমা নয় বছর আগে অপারেশন করে বাঁচিয়েছিলো। এরপর যে খুনগুলো হয় এটা তারই করা। এরপর ড. টেনমার নৈতিকতা, ভ্যালু তাকে হন্টিং করা শুরু করে।
সে তো একজন ডাক্তার, মানুষ বাঁচানোই তার কাজ… কিন্তু তার বাঁচানো মানুষটাই আজ এসব ভয়ানক কাজ করছে। সে কী আসলেই ঠিক করেছে। তখন তার কাছে ভালো-খারাপের যে নৈতিকতা রয়েছে এই দ্বন্দ্ব এর যাতনায় সে প্রশ্নবিদ্ধ হতে থাকে। সে ভিলেনকে থামাবার চেষ্টা করে কিন্তু তার চোখের সামনে সে ঐ সাক্ষীকে খুন করে চলে যায়।
এর পর থেকে ডাক্তারের অনুশোচনা হতে থাকে, তার ৯ বছর আগে ভুলের কারণেই এক দানবের সৃষ্টি হয়ে এবং তার শেষ তাকেই করতে হবে। এই পুরো সিরিজের মধ্যে অনেক কাহিনী, কেরেক্টার আছে, তার পুরনো প্রেমিক, তার সৃষ্ট দানব, ৯ বছর আগে ছেলেটি মাথায় গুলি কিভাবে লেগেছিল, সে এই দানবে কিভাবে পরিণত হয়, সে পুরনো এতিমখানায় কাহিনী, গোয়েন্দার ডাক্তারের উপর সন্দেহ, এই সকল এডভেঞ্চার মূলক কাহিনী আপনার চোখ স্ক্রিনের উপর আটকে রাখবে ১০০ পার্সেন্ট। তাই পুরো সিরিজটি দেখে নিতে পারেন।
এইটা রিভিউ না এইটা হলো কাহিনী বলে দেয়া।(soiler)
এইভাবে কাহিনী বলে দিলেতো এই এনিমে দেখে কেউ মজা পাবে না। কারণ কাহিনী সব তো জানা হয়ে গেছে।
তাছাড়া যে কাহিনী বললাম সেটা এনিমের প্রথম ১-২ এপিসোডের কাহিনী…
বাকি ৭০ এপিসোডে কি বাতাবি লেবুর বাম্পার ফলন দেখায়?
তাছাড়া যে কাহিনী বললাম সেটা এনিমের প্রথম ১-২ এপিসোডের কাহিনী…
বাকি ৭০ এপিসোডে কি বাতাবি লেবুর বাম্পার ফলন দেখায়?।
হাসালেন ভাই।
যতটুকু বুজলাম এই এনিমে টি আপনিও দেখেছেন এবং আমিও দেখেছি। কিন্তু তারপরেও এই রিভিউ দেখে বলতেছেন সব কাহিনী বলে দিসি। আপনার দেখার উপর সন্দেহ লাগতেসে আমার। আপনি হয়ত এপিসোড ১-২ দেখে ড্রপ দিসেন।
Lol