আসসালামুয়ালাইকুম প্রিয় ট্রিকবিডি ইউজার। আশা করি অনেক ভালো আছেন।
আমি তাইজুল ইসলাম। নিয়ে আসলাম নতুন আরেকটি আর্টিকেল যেখানে আমি দেখাবো যে, কিভাবে টেলিগ্রামে অটো রিপ্লাই সেট করবেন অর্থাৎ কেউ আপনাকে মেসেজ করলে অটো রিপ্লাই দিয়ে দিবে। আপনি অনলাইনে থাকুন আর না থাকুন।

পুরো আর্টিকেলটি পড়বেন তাহলে সব বুঝতে পারবেন।
আর হ্যাঁ পোস্টে শুধুমাত্র যারা জানে না তাদের জন্য।

তাহলে চলুন শুরু করা যাক

প্রথমে এটি করতে গেলে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে যেটি হল টেলিগ্রাফ।
প্লে স্টোর লিংকঃ Download App

এখন যে টেলিগ্রাম অ্যাকাউন্ট দিয়ে এটি করতে চান সেটি টেলিগ্রাফে লগইন করুন। ভয় নেই কোন সমস্যা হবে না।

এবার টেলিগ্রাফ টি ওপেন করুন এবং স্ক্রিনশট দেখে কাজ করুন।

তারপর

এখন উপরের অপশনটি অন করে দিন। এবং নিচে কি রিপ্লাই আসবে যদি কেউ মেসেজ করে সেটা লিখে দিন।

ব্যাস হয়ে গেলো

দেখুন কেউ মেসেজ করলে তা অটো রিপ্লাই হবে।

আজকের মত এইটুকু। যদি কোন ভুল হয় তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

আর যদি পোস্টটি ভাল লাগে তাহলে আমার টেলিগ্রাম চ্যানেল এবং ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসবেন

আল্লাহাফেজ

5 thoughts on "টেলিগ্রামে চালু করুন অটে রিপ্লাই মেসেজ"

  1. Tasik047 Contributor says:
    টেলিগ্রাম এ ঢুকলে কোনো ছবি,ভিডিও যাই দেখি সেটা আমার ফোন মেমোরিতে অটোমেটিক সেভ হয়ে যায়,এটা অফ করার কোনো উপায় আছে? আমি শুধু টেলিগ্রাম এ দেখে যাবো কিন্তু কোনো কিছু আমি না চাইলে অটোমেটিক ফোন এ সেভ হবে না,এরকম যদি কোনো অপশন থাকে প্লিজ জানাবেন। ধন্যবাদ।?
    1. Levi Author says:
      Telegram – 3 dot – settings – data and storage – when using mobile data অফ করে দিবেন।
    2. Taizul islam Contributor Post Creator says:
      Thanks Levi bhai
    3. Tasik047 Contributor says:
      ধন্যবাদ ভাই সাহায্য করার জন্য,আশা করি সামনে আরো ভালো পোস্ট পাবো!?
  2. ♚ ?? ?????? ♚ Author says:
    Contributor hoye post publish holo kemne

Leave a Reply